18-01-2023, 01:57 AM
(12-01-2023, 12:53 PM)cuck son Wrote: অনেকেই বলছেন লেখাটা শুরু করতে । একবার চেষ্টা করে দেখি তাহলে । সময় চেয়ে নিচ্ছি এক মাস । আমার একটা গল্প মাত্র একটা পোস্টের জন্য আটকে আছে । ওই গল্পটার কাজ চলছে ওটা শেষ হলেই এটা শুরু করবো।
গল্পের নাম " শান্তি চুক্তি" কেউ পড়তে চাইলে পড়ে দেখতে পারেন ।
এক মাস সময় চাওয়ার কারন লেখাটা আমাকে একবার প্রথম থেকে পড়তে হবে ।
এই সাইটে এটাই আমার প্রথম আর শেষ গল্প। গল্প অসমাপ্ত থাকার কষ্টে আর কোন গল্পই পড়াই হয়নি। প্রথম যখন এই সাইটে এসেছিলাম তখন অন্য দশটা চটি ওয়েবসাইটের মতো মনে করেছিলাম। কিন্তু আপনি আমার ধারনা ভুল করলেন। এখানেও যে ভাল কিছু লেখা হতে পারে সেটা আমার কল্পনাতীত ছিল। এ গল্পটি যখন বন্ধ হয়ে যায় তখন বুঝতে পারছিলাম না কেন এত খারাপ লাগছে। এ গল্পটি আর মাসুদ রানা বা তিন গোয়েন্দা নয় বা কোন হরর স্টোরিও না তাহলে কেন ? উত্তর পরে পেয়েছি। আপনি প্রথমেই বলেছিলেন যাদের ইচ্ছে নেই তারা না পড়ে এবং এটি চটি নয় যৌন গল্পও, কিন্তু এই গল্পটি তার চেয়েও বেশি কিছু। এটি একটি আত্মকথা, অপুর আত্নকথা। যারা এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আর যারা খুব করে অনুরোধ করছে তারা সবাই গল্পটি পড়ে নিজের মনের কালো অংশের খায়েশ মিটিয়েছে। তারা জানে গল্পের ঘটনা প্রবাহ বাস্তব জীবনে কখনই সম্ভব না এবং মেনে নেয়াও সম্ভব না তবে নিজের কল্পনার সাথের গল্পে ডুব দিতে কোন ক্ষতি নেই। আমি এ গল্পটি বারবার পড়েছি আর বারবার মুগ্ধ হয়েছি। অপুর চিন্তা ভাবনা, তার ইচ্ছে আকাঙ্ক্ষা, তার খেয়াল এর আগে হয়তোবা কখনও একটি চরিত্রকে কখনও এত ভালভাবে ফুটিয়ে তুলতে দেখিনি। এখনও যে পাঠক-পাঠিকাগণ আছেন তারা অবশ্যই এখনও গল্পের ক্লাইম্যাক্স( রুনা-রাজু-মতিন) দেখতে চান। কিন্তু তার চেয়েও বেশি চান যে গল্পের শেষে অপুর অবস্থানটি কোথায়। তার কোন পদক্ষেপের কারনে এমনটি হল। তার জার্নিটি দেখতে চাইবেন। তার কি হবে সেটি লেখকে ওপর ছাড়লাম ( অবশ্য আমি চাইবো না তার সাথে খারাপ কিছু হোক)। অপুকে পাঠকরা এখন এত বেশি ভালোবেসে ফেলেছে যে অপুর আত্নকথার শেষ দেখতে চাচ্ছে। লেখক সাহেব আপনাকে স্বাগত জানাই গল্পটি শুরু করার জন্য। নিজের গতিতে আর প্লটে লেখাটি চালিয়ে জাবেন (ক্লাইম্যাক্স দেয়ার জন্য আবার বুলেটের গতিতে শেষ করে দিয়েন না আবার)। আমার বিশ্বাস আপনার এই গল্পটি শেষ হলে একটি কালজয়ী গল্প হবে