17-01-2023, 09:57 PM
সুগন্ধী চাঁপা ফুল, তোমার লেখাটা দারুণ হচ্ছে. খুবই সুন্দর. আর গল্পে গতিও রয়েছে. কিন্তু গল্প পড়তে গিয়ে কয়েকটা বিষয় বড়ো দৃষ্টিকটু লাগছে. পড়ে বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু তবু চোখে ঠেকছে - গল্পে অনেক জায়গায় বাক্যগঠনে বড্ড গলদ রয়ে গেছে, বাক্যের কর্তার সঙ্গে ক্রিয়ার সামঞ্জস্য নেই; আর কোনো কোনো জায়গা পুনরাবৃত্তির দোষে দুষ্ট; আর কিছু কিছু ছোটো খাটো বানান ভুল, আর কোথাও কোথাও অযাচিত শব্দের আগমন. এই সবগুলোই "Cosmetics". গল্পের মানের সঙ্গে কোনো সম্পর্ক নেই. এইগুলো ঠিক করলে গল্পটি আরো বেশী সুখপাঠ্য হয়ে উঠবে. চোখে বালি পড়ার মতো কচকচ করবে না. তাই অনুরোধ করবো যে, তুমি যতটুকু লেখা post করেছো একবার পড়ে দেখো ও ভুলগুলো শুধরে দাও.
এই ভাবেই লিখতে থাকো. আরো পড়ার জন্য মুখিয়ে রয়েছি.