Thread Rating:
  • 21 Vote(s) - 3.48 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ক্ষমতার জোরের সামনে অসহায় শবনম ফারিয়া (সম্পূর্ণ)
#19
১৩।

ফারিয়ার মধ্যে কিছু-একটা আছে যা পুরুষদের অভিভূত করে দেয়। রূপের বাইরে অন্যকিছু। অসামান্য রূপসী মেয়েদেরকেও প্রায় সময়ই বেশ সাধারণ মনে হয়। শুধু রূপ আর শরীরের সুষম গঠন এই মোহ তৈরি করতে পারেনা। ফারিয়া সেরকম নয়। এবং সে নিজেও তা জানে। ফারিয়াকে প্রথম দিন দেখার পর থেকেই এক অদ্ভুত নেশায় মত্ত হয়ে আছে ইফতি। কী অদ্ভুত দেখতে! কী মোহময়ী!
ফারিয়ার পরনে সাধারণ কালো রঙের একটি লম্বা জামা। পিঠের অনেকখানি দেখা যাচ্ছে। দূর থেকে মনে হয় ফারিয়ার গায়ের রং ঈষৎ নীলাভ। দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে। ইফতি বেশি মদ গিলেনি, তাও মনে হচ্ছে সে চেষ্টা করলেই নিজেকে ফারিয়ার শরীরর সাথে জাপটে ধরে ফারিয়ার শরীরে সম্পূর্ণরূপে মিশে যেতে পারবে। ফারিয়া প্রকাণ্ড জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়ে এতক্ষণ ধরে ইফতিকে নিজের পরিকল্পনার কথা খুলে বলেছে। ইফতির যা একটু মাতাল ভাব ছিলো, ফারিয়ার পরিকল্পনা শুনে সব ছুটে গেছে।
ফারিয়া এমন ভয়াবহ পরিকল্পনা করে কি-করে এতো স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে ইফতি বুঝতে পারছে না। ইফতি এও বুঝতে পারছে না তার কি বলা উচিত। তার নিরবতা দেখে ফারিয়া বললো,
-       কিছু বলো ইফতি?
-       শফিক চাচা জানে তোমার পরিকল্পনার ব্যাপারে?
-       হ্যাঁ। উনাকে সব খুলে বলেছি। উনার তরফ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই তোমাকে বললাম।
-       উনি রাজি হয়ে গেলো!
-       তোমাকে প্রচণ্ড ভালবাসে লোকটা। নিজের ছেলের মতো দেখে। আমার সাথে তোমার বাবা যা করেছে তাঁর জন্য লোকটা নিজেকে অপরাধী ভাবে। এই পরিকল্পনা তার প্রায়শ্চিত্য।
-       আমি সত্যিই বুঝতে পারছি না ফারিয়া।
-       কি বুঝতে পারছো না?
-       আমি তোমাকে নিজের থেকে ভালোবাসি এটা আমি জানি। কিন্তু ঐ লোকটা আমার বাবা। নিজের বাবার বিরুদ্ধে এতো বড় ষড়যন্ত্র আমি কিছুতেই হজম করতে পারবো না ফারিয়া।
-       আমিতো তোমাকে জোর করছি না। তোমার বাবার প্রতি যদি তোমার এতই ভালোবাসা তবে আমাকে পাওয়ার আশা বাদ দাও। নিজের মতো থাকো, আমাকেও থাকতে দাও।
-       ফারিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না।
-       তাহলে আমার পরিকল্পনায় রাজী?
-       কি করে রাজী হব! ঐলোক্টা আমার জন্মদাতা পিতা।
-       এমন পিতা যে তোমার প্রেমিকাকে ;., করেছে। এমন পিতা যে তোমার প্রেমিকাকে অন্য পুরুষদের দিয়ে গণ;., করিয়েছে। এমন পিতা যে, যার পায়ের নখ থেকে মাথার চুল অব্দি দুর্নীতি আর অন্যায়ের সাম্রাজ্য।
-       প্লিজ! ফারিয়া । আমি পাগল হয়ে যাবো।
-       তুমি শুধু নিজেরটা ভাবছো ইফতি। অপশন একটাই, হয় আমি, নয় তোমার বাবা।
 
 
[Image: fake-2.jpg][Image: fake-3.jpg]

পরিশিষ্টঃ
২৪ এপ্রিল ২০২৩, সন্ধ্যায় নিজের বাসায় অজ্ঞাত আততায়ীর হাতে খুন হোন স্বরাষ্ট্রমন্ত্রী জামিল চৌধুরী। ২৫ এপ্রিল সকাল বেলা জামিল চৌধুরীর অধিন্যস্ত বিশ্বস্থ কর্মচারী শফিক আহমেদ পুলিশের কাছে আত্মসমর্পণ করে এই খুনের দায়ভার শিকার করে। পুলিশ তদন্ত করছে, খুনের কারণ এখনো জানা যায় নি।

১৮ অক্টোবর ২০২৩-এ পিতার খুনের শোক কাটিয়ে উঠে জনপ্রিয় অভিনেত্রী ফারিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন জামিল চৌধুরীর ছেলে ইফতি চৌধুরী।

দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম শেষের আলো ২৭ ডিসেম্বর ২০২৩ একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে দাবী করা হয়, ২০২৪ সালের জানুয়ারি মাসে হতে যাওয়া দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্ব প্রস্তুতি সরূপ এরমাঝেই জেলখানা থেকে লোকচক্ষুর অন্তরালে বড় বড় কেডার, গুণ্ডাদের সরিয়ে ফেলা হয়েছে। নির্বাচনী কুরুক্ষেত্রে এদের নামিয়ে দিয়ে সুবিধা লুঠতে চাচ্ছে সরকার বিরোধী দুই দলই। তবে এই লিস্টে কি করে শফিক আহমেদের নাম এলো সেটা কিছুতেই বুঝতে না পাড়ার কারণে সাংবাদিক এই নাম প্রকাশে আগ্রহ দেখালো না।
Like Reply


Messages In This Thread
RE: ক্ষমতার জোরের সামনে অসহায় শবনম ফারিয়া (সম্পূর্ণ) - by Orbachin - 17-01-2023, 04:59 AM



Users browsing this thread: 1 Guest(s)