Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
# অন্য_রূপকথা

 
একটা দরকারে গেছিলাম গড়িয়াহাট।
তা, এতোই তাড়াহুড়ো ছিল যে, পকেটে, ইয়ে, ওয়ালেটে যে যথেষ্ট নগদ টাকা নেই, দেখিইই নি! এদিকে গড়িয়াহাট মানেই তো এক 'সব পেয়েছির দেশ'। হাজারও জিনিস... কলেজবেলা থেকে এই এত্ত বড় বয়স - প্রতিবার গড়িয়াহাটে গেলেই মনে হয় রূপকথার রাজ্যিতে চলে এসেছি। কিন্তু, কেনাকাটা করতে গেলে তো টাকা লাগবেই! সব দোকানে কি ডিজিটাল পয়সা চলে?
তাই, গড়িয়াহাট মোড় থেকে আমার কলেজের (আমি মুরলীধর গার্লস কলেজের ছাত্রী) দিকে দু' পা যেতেই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম টি আছে, সেখানে গেছিলাম। তা, কাজ মিটিয়ে বেরোনোর আগে গুনেগেঁথে টাকা রাখছিলাম ব্যাগে, হঠাৎ অত্যন্ত সুললিত কন্ঠে শুনতে পেলাম "না, আমি আরেকটু থাকি... দেখি বেলা বাড়লে আর ক'টা বিক্কিরি হয় কিনা।
হ্যাঁ, হাওয়া আছে ভালোই...
না না, দুটো পর্যন্ত দেখি, তারপর ফিরব... যা ঠান্ডা, দুটো কম্বল কেনার টাকা না হলে কিভাবে যাই! "
শেষ বাক্যটা... মনটা তোলপাড় করে দিল!
ঠান্ডা! দুটো কম্বল! আর তার জন্য টাকার প্রয়োজন...
গুটি গুটি পায়ে এগিয়ে দেখি লাগোয়া ব্যাঙ্কের সিঁড়িতে বসে আছেন একজন ভদ্রমহিলা। দোহারা, অভিজাত চেহারা, কপালে এত্ত বড় একটা লাল টিপ। আর হাতে অনেকগুলো কলম।
এগিয়ে গেলাম। ভাব জমালাম।
উনি নরেন্দ্রপুরের বাসিন্দা। চাকরিও করেন একটি। আর ছুটির দিনে রাজপথের রাস্তায় কলম বেচেন - যা থেকে সংগৃহীত অর্থ যায় কোনো একটি অনাথ আশ্রমের বাচ্চাদের কাছে।
"আমি সামান্য টাকা মাইনে পাই, মা। একা মানুষ, কোনোক্রমে নিজের চলে। আমার টাকা দেবার ক্ষমতা তো নেই, তাই একটু চেষ্টা করি যাতে বাচ্চাগুলোর অন্য কোনোভাবে কাজে লাগতে পারি। আজ তো ছুটি... তাই বেরিয়ে পড়েছি...
যা ঠান্ডা... যদি কোনোভাবে একটুও সাহায্য করতে পারি ওদের...। ওদের তো কেউ নেই... আমিই নাহয় থাকি একটু..."।
পারব আমরা, এভাবে ভাবতে?
নিজের অক্ষমতার ঊর্ধে গিয়ে কোনোভাবে, যে কোনোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে?
যদি পারতাম...
গড়িয়াহাটে তো কতকিছু, সবকিছু পাওয়া যায়, আর, আমি শুধুই ক'টা কলম কিনে ফিরেছি আজ...
তবু, সব পাওয়ার আনন্দ ভরে আছে আজ আমাকে...
সামান্যই ক্ষমতা আমার... তবু হয়ত ক'টি বাচ্চার কম্বল কেনা যাবে...
এত ঠান্ডা বাইরে, তবু হৃদয়ে আজ উষ্ণতার পরশ...
আহ্... জীবন... কত সুন্দর!
(কেউ যদি ওইদিকে যান আর অন্তত একটি বা দুটি কলমও কেনেন... আমাদের তো কাজে লাগেই কলম, তাই না?
কিনবেন কেউ? প্লিজ?
'টা বাচ্চা, যারা কিছুই পায়নি... বাবা মায়ের ভালবাসার ওম টুকুও না... তাদের একটু সাহায্য হতো তবে...।)

[+] 2 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by ddey333 - 16-01-2023, 02:16 PM



Users browsing this thread: 17 Guest(s)