15-01-2023, 01:25 PM
(14-01-2023, 09:02 PM)Bumba_1 Wrote: "আমি জানিনা আমার কি হয়েছে, জানতেও চাই না। কিন্তু আমি জানি তুমি আমার কিচ্ছু হতে দেবে না, সব ঠিক করে দেবে তুমি .. তোমার প্রতি আমার সম্পূর্ণ ভরসা আছে। শুধু একটাই অনুরোধ .. আমার এই অসুখের কথা তুমি কাউকে বলতে পারবে না। এমনকি আমার বাবাকেও না। অন্যের করুনা নিয়ে আমি বাঁচতে পারবো না .. আমার মাথার দিব্যি রইলো। আর একটা অনুরোধ .. যদি একদিন হঠাৎ করে হারিয়ে যাই দূরে .. বহুদূরে, নীল আকাশে ওই মেঘেদের দলে। বলো, খুঁজবে কি আমায়? সাদা-কালো মেঘমালায় চাতক চোখে, আকাশ দেখার ছলে?" কথাগুলো বলতে বলতে গলাটা ভারী হয়ে এলো টগরের।heart touching