15-01-2023, 01:23 PM
(14-01-2023, 09:02 PM)Bumba_1 Wrote: সেদিন কারা যেন নীল ফানুস উড়িয়েছিল, সারারাত বাজি পুড়িয়েছিল, হই-হুল্লোড় করেছিল .. তারপর হঠাৎ করেই সব রোশনাই ভোজবাজীর মতো নিভে গিয়েছিল .. শেষ হয়েছিল উৎসবের রাত। হাওয়ার মতো ছুঁতে চাওয়া বাঁশির শব্দ আর কানে আসে না। জল দেখলেই শরীর ভেজাতে ইচ্ছে করে। মনে হয় জলের ভেতর শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ। কি জানি, আজকাল কোনোকিছুই ভালো লাগে না। এখন আর আগের মতো আলোর স্ফুলিঙ্গ দেখতে পাই না, স্বপ্ন দেখি না বহুকাল, মাথা যেন প্রায়শই ভার হয়ে আসে। একটানা কোনো শব্দ শুনলেই সেটাকে ঘোড়ার খুরের শব্দ ভেবে নিয়ে বুক কাঁপে অবিরত, ঘন ঘন নিঃশ্বাস ফেলি। ঘড়ির কাঁটা আঙুল দিয়ে এগিয়ে দিই .. দিন যে আর কাটতে চায় না আমার।wowwww nice lines
একদিন খুব ভোরে ঘুম থেকে উঠে মেঘের সারি ঝুঁকে থাকতে দেখেছিলাম জানলার কাছে। চারদিক অন্ধকার .. এতটাই যে, নিজের হাতের নখও স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেই মুহূর্তে তোমার কথা মনে পড়তেই কেঁদে ফেলেছিলাম .. আমি জানি তো তুমি অন্য কারোর, কিন্তু কি করবো বলো! তবে তুমি চিন্তা করো না, একথা আমি কোনোদিনও কাউকে জানতে দেবো না, আমার মনের মনিকোঠায় রেখে দেবো এই ভালোবাসা .. চিরকাল। ঠিক তখনই মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল। জানো তো, আমার আজকাল পোড়া গন্ধ খুব ভালো লাগে। চুলে দেশলাই জ্বালিয়ে চুল পোড়ার গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার।
না না, আমি তখন একটু আগে ভুল বলেছিলাম। জানো তো .. এখন শুধু ঘোড়ার পায়ের শব্দ নয়, মানুষের পায়ের শব্দ শুনলেও হাঁপিয়ে উঠি, ঘন ঘন নিঃশ্বাস ফেলি। যে দিক থেকে শব্দ আসে তার বিপরীত দিকে দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। আমি নিজেও জানিনা এর কারণ। আগেরদিন তোমাকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পর তুমি যখন চলে গেলে, তখন যদি একবার ফিরে তাকাতে, তাহলে দেখতে পেতে আমি বালিশে মুখ গুঁজে কাঁদছি। তুমি বোধহয় আর আসবেনা .. না আসাটাই তো স্বাভাবিক। ক'টা বাজে? এতটাই অন্ধকার, ভালো করে দেখতে পাচ্ছি না। মনে হয় এখন মাঝরাত .. সকাল হতে অনেক দেরি। কিন্তু সকাল হলেই বা আমি কি করবো .. এখন কোনো কাজ আগের মতো করতে পারি না। বাবা আজকাল খুব ভয় পায় .. আমাকে কোনো কাজ করতে দেয় না, সারাদিন চুপচাপ খাটে বসে থাকা। অপেক্ষা .. শুধুই অপেক্ষা করে থাকি।