15-01-2023, 10:17 AM
(15-01-2023, 12:42 AM)nextpage Wrote: কামরাজ ফিরে এসেছে আর তার তো আসারই কথা।
আহত বাঘ নাকি মাঝে মাঝে বেশি হিংস্র হয়...
যেহেতু খেলা চলছে তাই সেটার স্বরেই বলি, একজন বলেছিল সুস্থ মেসির থেকে ইনজুরড মেসি নাকি আরও বেশি ভয়ংকর।
টগরকে নিয়ে যেটা ভেবেছিলাম সেটার কাছাকাছি প্রমাণ পেলাম এবার তুমি বাকিটা সামলে নাও।
আমরা মানুষদের বহুল আকাঙ্ক্ষিত কিছু হঠাৎ করেই পেয়ে গেলে সেটা সামাল দিতে হিমসিম খাই৷ কিন্তু বিপরীতের মানুষটাকে সেটা বুঝতে না দিয়ে নিজেকে স্ট্রং প্রমান করতে অনেক কিছুই করে ফেলি আবেগের বশে আর পরবর্তীতে সেটাও মনে সংশয় তৈরী করে।
গোগোলের মনে সংশয় তৈরী হয়েছে হিয়ার সাথে ওর কাটানো একান্ত মূহুর্ত গুলোকে নিয়ে। ওর হয়তো মনে হচ্ছে নিজের অনিশ্চিত জীবনের সাথে হিয়া কে জড়ানো টা ঠিক হয় নি কিংবা অন্য কিছু। তবে এমন কনে দুজনের মাঝের দূরত্ব টা ভবিষ্যতে ভালো না খারাপ কিছু নিয়ে আসবে সেটা এখনি বলা যাচ্ছে না।
খুব সুন্দর করে বললে .. দেখা যাক ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধে শেষ পর্যন্ত কার জয় হয়। তবে হিয়ার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত নিয়ে যে গোগোলের মনে সংশয় তৈরি হয়েছে তা নিশ্চিত করে বলা যায় না, নিজের অস্তিত্ব নিয়েই সংকট তৈরি হয়েছে তার মনে। সে বারংবার মিথ্যে বলছে, যে কাজগুলো করছে সেগুলো কিসের টানে করছে .. এই গোলকধাঁধার সমাধান করতে পারেনি এখনো।
সঙ্গে থাকো এবং পড়তে থাকো