15-01-2023, 12:09 AM
(14-01-2023, 09:19 PM)Bumba_1 Wrote: আমায় ভালবাসতে হবে না কথা, ভালবাসি বলতে হবে না কখনো। মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁটদুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না। অন্য সবার মতো আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না। এতঅসীম সংখ্যক “না”এর ভিড়ে শুধুমাত্র একটা কাজ করতে হবে। আমি যখন প্রতিদিন তোমায় একবার “ভালবাসি” বলবো, তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটুখানি আদর মাখা গলায় বলবে “পাগল”
কাকতালীয় ভাবে সেটাই হয়েছে দাদা। হয়তো প্রকৃতির নিয়মে তেমনই হবার কথা ছিল।
কথা সত্যি সত্যিই পাগল বলেছিল...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।