14-01-2023, 09:48 PM
(14-01-2023, 09:25 PM)Baban Wrote: সাংঘাতিক পর্ব!!
না মোটেও প্রথম ভাগের কথা বলছিনা। অশ্লীল নোংরা মানুষ গুলোর নোংরামি দেখে দেখে আর কোনো অনুভূতি জাগেনা ঘেন্না ছাড়া। কামরাজ যে নিজ নামকে ডুবতে দেবেনা সেটা জানতাম কিন্তু অপেক্ষায় ছিলাম সেটা কি ভাবে হয়। ভেবেছিলাম অনেকটা সময় নিয়ে আবারো আসবে কিন্তু এ যে দেখি ক্ষিদের জন্য সব ভুলতে রাজি।
এবারে শেষ অংশে আসি। মেয়েটাকে নিয়ে কি যে বলি নিজেই বুঝতে পারছিনা। ইচ্ছে করছে গাল দুটো টিপে বলি - খুব বড়ো বড়ো কথা শিখেছিস না? মারবো একটা। গোগোল আর কত কিছু ওই মাথায় নিয়ে হাটাহাটি করবে? ও তো মানুষ। উফফফফ কি ভয়ঙ্কর!! এদিকে এই চিন্তা, ওদিকে নতুন ষড়যন্ত্র নিজের জল বুনতে শুরু করবে, ওদিকে পর্ণা আবার হিয়ার ভালোবাসা ও ভবিষ্যতের পরীক্ষা। সাংঘাতিক কি আর এমনি বললাম
আমি তো বলেইছিলাম গোগোলের গোলকধাঁধার এখনো কিছু শুরুই হয়নি, এই পর্ব থেকে শুরু হলো।
অনেক ধন্যবাদ এই ভাবেই সঙ্গে থাকো