14-01-2023, 01:54 PM
(13-01-2023, 02:56 PM)ddey333 Wrote: অংকের খাতা নয় , আমি তার ডায়েরি লুকিয়ে লুকিয়ে পড়তাম আর বুঝে গেছিলাম সে আমাকে কি ভাবতে শুরু করে দিয়েছিলো নিজে নিজেই।
কয়েকবার ধরা খেয়েও গেছি , চেঁচামেচি হাতাহাতি করে ছিনিয়ে নিতো। কিন্তু পাগলিটা আবারো ভালো করে লুকিয়ে রাখতে পারতো না , তখন হাসি পেতো কিন্তু সে আমার এই জীবনের পাকাপাকি কান্না হয়ে চলে গেছে বহু বহুদিন আগেই, বহু দূরে।
ডায়েরি লেখার ঝোঁক টা আসে ক্লাস নাইনে থাকতে।
যেহেতু মনের না বলা কথা গুলো লিখতাম তাই সেটাকে খুব সন্তপর্ণে লুকিয়ে রাখার চেষ্টা করতাম। তবে ভগবান অন্য কিছু চেয়ে রেখেছিলেন। একজন ছিল যার কিনা আমার বাসায় আমার ঘরে এমনকি আমার জীবনেও অবাধ যাতায়াত ছিল। তার কাছ থেকে কিছু লুকিয়ে রাখা প্রায় অসম্ভব ছিল আর কেন জানি ওর কাছে লুকাতে চাইতাম না।
ও ঠিক খুঁজে নিয়ে ডায়েরির পাতা গুলো পড়তো আর এক কোনায় ছোট্ট করে নিজের মন্তব্য গুলো লিখে দিতো যাতে জানতে পারি ও সেটা পড়েছে। কত বকা খেয়েছে সেটার জন্য আমার কাছে কিন্তু ও শুধু খিলখিল করে হাসতো।
সেদিনও কান্না করার বদলে ও হেসেছিল, আর শেষবার কিছু চাওয়ার বায়নায় আমার ডায়েরি টা চেয়েছিল। আমি বারণ করতে পারিনি হয়তো সেটার মত শক্তি সাহস কোনটাই ছিল না।
ওর চাওয়া মতো এখনো প্রতিবছর ডায়েরি লিখি আর বছর শেষে কুরিয়ার করে দেই ওর কাছে আর পড়া শেষে নিজের মন্তব্য গুলো লিখে দিয়ে আবার কুরিয়ার করে ফেরত পাঠায়৷ কি যে সুখ পায় জানি না তবে কষ্ট যে পায় সেটা বেশ উপলব্ধি করতে পারি এতো দূরে বসেও।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।