13-01-2023, 08:33 PM
(13-01-2023, 06:00 PM)a-man Wrote: কামদেব দাদার "পরাবৃত" গল্পে ছিল কঙ্কা নামের একটা চরিত্র, এখানে দীপশিখার চরিত্রটা তেমনই মনে হচ্ছে এখন পর্যন্ত। কঙ্কা গল্পের নায়ক রিশিকে ভালোবাসতো মন থেকেই শারীরিক চাহিদার উর্ধে থেকে, তাদের ভেতরে শেষ পর্যন্তই সম্পর্কটা শুভ পরিণয় পর্যন্ত গড়ায়নি কিন্তু মনে মনে কঙ্কা রিশিকেই তার স্বামী মনে করে বাকি জীবনটা দূরে কোথাও একা থাকার সিদ্ধান্ত নেয়।
"কোন কূলে যে ভিড়লো তরী" গল্পে দুই অসমবয়সী নর নারীর বিয়ে হয় ঠিকই কিন্তু মাঝপথেই গল্পের নায়িকার করুন মৃত্যু ঘটে অতঃপর অন্য কেউ আসে।
তাই যদি এবারে ব্যাতিক্রম কিছু দেখায় কামদেব দাদা।
যাই হোক না কেন, সবই লেখকের একান্ত সিদ্ধান্ত।
দেখা যাক কি হয়।
লাইক ও রেপু দিলাম।