13-01-2023, 04:45 PM
(This post was last modified: 13-01-2023, 06:17 PM by S_Mistri. Edited 1 time in total. Edited 1 time in total.)
(13-01-2023, 02:27 PM)a-man Wrote: কেন যেন খারাপ লাগতে শুরু করেছে দীপশিখার জন্যে, সুখের জন্যে এতো কেয়ার করার পরেও হয়তোবা তাদের ভালোবাসাটা পূর্ণতা পাবেনা শুধুমাত্র শারীরিক সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে। কারণ দীপশিখা আর সুখের ভেতরে একে তো বয়সের ব্যাবধান যথেষ্ট আর সেখানে তো পাঞ্চালি নামেও কেউ রয়েছে যে কিনা সম্পর্কে দীপশিখারই কেউ। দীপশিখা হয়তোবা বিবেকের তাড়নায় সুখকে পাঞ্চালির নিকট হতে কেড়ে নেবেনা।
দেখা যাক কামদেব দাদা এযাত্রায় ব্যাতিক্রম কিছু ঘটান কিনা। যদি ঘটেই যায় তাহলে হয়তোবা আমার মতো অনেক পাঠকের মনেই খুশির জোয়ার বয়ে যাবে.........
দাদা এটাই আমারও মনের কথা।।।
কারণ কামদেবদার গল্পের একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছি যে, প্রথমে গল্পের নায়কের কোনো বয়স্কা চরিত্রের সঙ্গে মিলন ঘটানো হয় এবং শেষে অল্প বয়স্কা নায়িকার সঙ্গে শুভ পরিণতি হয়।।।। আর এটাই আমার ভয়ের কারণ,,, দীপশিখার অসহায়তা যে আমার কাছে দুঃসহ!!!!!
প্রেম বিনে ভাব নাহি,
ভাব বিনে রস;
ত্রিভুবনে যত দেহ,
প্রেম হস্তে বশ।।
By: Syed alaol(1607-1680)
Modified