13-01-2023, 03:51 PM
(13-01-2023, 03:43 PM)Baban Wrote:কখনো মনে হয় গল্পটা শুরুতে যে লেখনী কায়দায় এগিয়ে চলেছিল সেটাই বর্তমান থাকলে ভালো হতো, আবার মনে হয় তাহলে তো লেখকের এই অন্যান্য চরিদের অন্তরের কথা গুলো জানাই হতোনা তাও আবার এমন লেখন শৈলীর সহায়তায়। যে কাহিনীতে শুরুতে ভালো খারাপের মাঝে এক তীব্র যৌন উন্মাদনা দেখেছি আজ সেই গল্পই পাল্টে গেছে বিবেকের মুখোমুখির লড়াইতে। তা সে ভালোর সাথে ভালোর হোক বা উল্টোটা। ওই যে আগেই বলেছিলাম আমার কাছে অন্তত এই গল্পের আসন্ন যৌন মুহূর্তের আলাদা করে সেইভাবে আকর্ষণ নেই। যেটা আছে সেটা হলো এক পুরুষের বাড়ি ফেরার পথে পাশে দাঁড়ানো বা রুখে দাঁড়ানো মানুষগুলোর সম্পর্কে জানা। অপেক্ষায় রইলাম। দারুন জায়গায় এসে দাঁড়িয়েছে এই কাহিনী।
বাহ্ খুব সুন্দর করে বললে, সঙ্গে থাকো