13-01-2023, 03:46 PM
(13-01-2023, 02:56 PM)ddey333 Wrote: অংকের খাতা নয় , আমি তার ডায়েরি লুকিয়ে লুকিয়ে পড়তাম আর বুঝে গেছিলাম সে আমাকে কি ভাবতে শুরু করে দিয়েছিলো নিজে নিজেই।
কয়েকবার ধরা খেয়েও গেছি , চেঁচামেচি হাতাহাতি করে ছিনিয়ে নিতো। কিন্তু পাগলিটা আবারো ভালো করে লুকিয়ে রাখতে পারতো না , তখন হাসি পেতো কিন্তু সে আমার এই জীবনের পাকাপাকি কান্না হয়ে চলে গেছে বহু বহুদিন আগেই, বহু দূরে।
এই জন্য ই এসব লিখতে ইচ্ছে করেনা। কেন জানি নিজেরও খারাপ লাগে আবার অন্যেরও মন খারাপ করে দেয়।