13-01-2023, 03:15 PM
(13-01-2023, 10:02 AM)Chandan Ghosh Wrote: Ojana Vivekananda to ekta part er name
puro uponyaser naam holo koto ojanare , eta diye dilam eijonnei, samnei boimela asche, aneke boita kine porte parbe , tobe tumi je beche beche bishesh ongshogulo ek kore likhecho , tar jonno hats off to you , tomar collections durdanto
বুঝলাম
(13-01-2023, 02:08 PM)Somnaath Wrote: মাংস তো অবশ্যই খেতে ভালোবাসতেন , তার সঙ্গে আইসক্রিম উনার ভীষণ প্রিয় ছিল।
হ্যাঁ, একদম ঠিক কথা। আসলে মুখের স্বাদ বদলের থেকেও অন্য একটা ব্যাপারে উনি মাঝে মাঝে আইসক্রিম কিনে খেতেন। স্বামীজির ইনসোমনিয়ার পেশেন্ট ছিলেন, এছাড়াও লিভারের সমস্যা, কিডনির সমস্যা ডায়াবেটিস, হার্টের প্রবলেমের সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিক আলসার ছিলো। যখন অসম্ভব যন্ত্রণা হতো পেটে, তখন আইসক্রিম খেয়ে কিছুটা হলেও জ্বালা জুড়াতো হয়তো।
(13-01-2023, 02:39 PM)ddey333 Wrote: এরকম লোকেরা মনে হয় পাঁচ হাজার বছরে একজন জন্মায় , আমি নিজে স্বামীজীর বিশেষ অনুগামী।
যতটা সামর্থ আমার , প্রত্যেক বছরে কিছু পাঠাই বেলুড় মঠের আকউন্টে।
আমার একজন মারাঠি বুড়ো বন্ধু আছেন , প্রফেশনাল জীবনে যাকে নিজের গুরু মানি।
টাটা মোটরের quality বিভাগের প্রধান ছিলেন , ওনার পুনের বাড়িতে একবার দুইদিন কাটিয়েছিলাম।
অবাক হয়ে গেছিলাম ওনার বিশাল দোতলা বাড়ির একটা ঘর দেখে , স্বামীজীর একটা পুরো রিয়েল সাইজের মূর্তি ছিল ওখানে আর ওনাকে রোজ দেখেছি ওই মূর্তির সামনে সকালে এক ঘন্টা করে বসে ধ্যান করতে। অবাক হয়ে গেছিলাম একজন মারাঠি লোকের বিবেকানন্দর ওপর এতো শ্রদ্ধা দেখে , আমরা কজন বাঙালি আর ওই রকম ভাবে মনে রেখেছি ওই বীর তপস্বীকে ??
দক্ষিণ ভারতে স্বামীজি ভগবান রূপে পূজিত হন। অথচ উপরের প্রতিবেদনটি করলে জানা যায়, জীবদ্দশায় কতটা দুঃখে, কষ্টে, অবহেলায় কেটেছিলো তাঁর জীবন।