13-01-2023, 11:55 AM
(13-01-2023, 12:11 AM)nextpage Wrote: কবিতার লাইন গুলো পড়তে কোথাও একটা হারিয়ে যাচ্ছিলাম কিন্তু শেষের কয়েকটা লাইনে যেন বাস্তবতায় ফিরিয়ে আনলো...
আচ্ছা ঐ স্কেচ টা কার ছিল??
প্রথমে জানাই অনেক ধন্যবাদ ভায়া ♥️♥️
ওই স্কেচ? হবে কোনো প্রথম দেখা সুন্দরীর। বুকে জাগা অচেনা ব্যাথার থেকেই ওই আঁকা।
(13-01-2023, 09:49 AM)Bumba_1 Wrote:মনটা আমার হারিয়ে গেলো কোন অজানায়আবার তাকে খুঁজে পেলাম বাবানের লেখার ঠিকানায়
এই অমূল্য সম্পদগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে একসঙ্গে রাখাই যুক্তিযুক্ত। অর্থাৎ এটা কিছু কথা ছিল মনে থ্রেডে পোস্ট করতে পারতে।
দুই লাইনের জন্য অনেক ধন্যবাদ ♥️♥️
হ্যা প্রাথমিক ভাবে সেটাই ভেবেছিলাম কিন্তু কি জানি কি হলো আলাদা লিখলাম। অন্তত এই লেখাটা থাকুক ওগুলোর থেকে আলাদা হয়ে