12-01-2023, 08:59 PM
ও তেমন কিছু না, পেট ব্যাথা করছিলো তাই আর কি। শোন তুই কিন্তু এখানে খেয়ে যাবি আমার রান্না হয়ে গেছে।
আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে টিভি দেখতে চলে গেলাম। তবে আমার ছোট্ট মাথায় একটা ব্যাপার বারবার ঘোর পাক খাচ্ছে, আমি দেখলাম কথার গা গরম ও নিজেও বললো একটু জ্বরের কথা আবার আন্টি বললো পেট ব্যাথা। ঘটনাটা কি সেটা বুঝতে পারছি না।
এমনিতেই অনেক বিলম্ব হয়েছে তাই আর দেরি করতে চাই নি। গল্পের পরবর্তী আপডেট প্রস্তুত করে নিলাম। আগামী পরশু রাতে আসছে গল্পের নতুন পর্ব, সঙ্গেই থাকুন...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।