12-01-2023, 07:32 PM
(12-01-2023, 06:28 PM)Baban Wrote: কিছু লেখা লাইন শিহরণ জাগালো আর কিছু লাইন পড়ে ক্রোধ জগতে বাধ্য। কেন যে এই জাতির অন্তরে আগ্রহ নামক অনুভূতি থাকা সত্ত্বেও সেটাকে বার বার ভুলভাবে ব্যবহার করে কিংবা অন্ধকারের প্রতি আকর্ষিত হয়ে কাউকে ঠিক মতো না চিনেই অপমান করার উল্লাস সুখ উপভোগ করে কে জানে? শেষের লেখা লাইনটা ব্যাপক।
হ্যাঁ, ঠিক কথাই বলেছো। স্বামীজির সম্পর্কিত অনেক তথ্যই হয়তো অনেকের জানা, তবে যেগুলো অজানা .. সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি এই প্রতিবেদনে।