12-01-2023, 01:42 PM
(This post was last modified: 12-01-2023, 01:45 PM by buddy12. Edited 2 times in total. Edited 2 times in total.)
(12-01-2023, 12:50 PM)ddey333 Wrote: কামদেবদার গল্প যতদূর মনে হয় প্রায় গত ১২ /১৩ বছর ধরে পড়ছি , নানা স্বাদের নানা রঙের বিভিন্ন উপন্যাস আর ছোট গল্পও।
ব্যক্তিগতভাবেও ওনার সঙ্গে কিছু যোগাযোগ হয়েছিল একটা উদ্ধার করা ওনার গল্পের খাতিরে।
আজ লাইক আর রেপু দুটোই বাডি দাদুকে , আমার খারাপ সময়ের সঙ্গে থাকার জন্য।
আরো অনেকেই ছিলেন , কার কার আর নাম বলবো।
সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না , বন্ধুদের সঙ্গে এসব ঠিক চলেনা।
কামদেব দাদার গল্প নেশা ধরানো।
যৌনতা তো গৌন, মশলার মতো ছিটিয়ে দেওয়া।
মূল চরিত্রের মানসিকতার / মানবিকতার বিশ্লেষন পাঠকের মনকে চুম্বকের মতো আকর্ষণ করে।