12-01-2023, 12:58 AM
পর্ব-১৫
ফাহিম বসে আছে ক্যাম্পাসের সবচেয়ে বড় বটগাছটার নিচে। এই জায়গাটা শান্ত। অন্য সব জায়গায় চেয়ে এখানে মানুষের আনাগোনা কম। তাই জায়গাটা তার প্রিয়।
ফাহিম টিউশনি শেষ করে মেসে যায় নি। সরাসরি এখানে চলে এসেছে। এখানে আসার কারণ ইরিনা। সে তাকে মেসেজ দিয়ে এখানে অপেক্ষা করতে বলেছে।
ইরিনা এখন অনেকটা সুস্থ। হাঁটাচলা করতে পারে। দীর্ঘ এক মাস বাসায় বিশ্রামে থাকার পর ইদানিং ক্যাম্পাসে আসা শুরু করেছে সে।
হাসপাতালে থাকতে ফাহিম প্রতিদিন গিয়ে একবার করে দেখে আসতো ইরিনাকে। প্রথম ক'টাদিন দুইজনে একে অন্যের উপরে রাগ করে থাকলেও তা সময়ের সাথে ক্রমশ বিবর্ণা হয়েছে।
ফাহিম ইদানিং লক্ষ করেছে, ইরিনা সেই আগের মত তাকে অবহেলা করে না। তাকে বেশ গুরুত্ব দেয়। আগ্রহ নিয়ে কথা বলে। বরং সে মেসেজের রিপ্লাই দিতে দেরি করলে রেগে যায়, কল না দিলে রেগে যায়। ফাহিম বুঝে ইরিনা কেনো এমন করে। কিন্তু সে কিছু বলে না তাকে। তারও বেশ ভালো লাগে এই খুনসুটি গুলো।
একটা বিষয় এখন পর্যন্ত ইরিনা তাকে বলেনি, সেবার সে মেসেজে ফাহিমকে কি বলেছে। ফাহিম যতবার এই বিষয় নিয়ে কথা শুরু করে ইরিনা ততবার এড়িয়ে যায়। ফাহিম এটা নিয়ে একবার কিছুটা রেগে গেলেও সেই রাগ সে দীর্ঘ সময় ধারণ করতে পারে নি। তারপরে সে আর রাগ করেনি। ইরিনা বলতে না চাইলে সে জোর করে শুনতেও চায় না।
"সরি, অনেকক্ষণ অপেক্ষা করালাম তোকে!"
ইরিনার কথা শুনে ফাহিম সম্বিত ফিরে পেলো। সে বলল, "বেশিক্ষণ অপেক্ষা করাতে পারিস নেই।"
"তাহলে আমি বরং চলে গিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করাই, কি বলিস?"
"তোর ইচ্ছে।"
ইরিনা এগিয়ে এসে ফাহিমের পাশে বসল। সে বলল, "কি ব্যাপার, তোকে এমন দেখাচ্ছে কেনো?"
"কেমন?" ফাহিম জানতে চাইলো।
"কেমন জানি!" রহস্যময় একটা হাসি দিয়ে বলল ইরিনা।
"কেমন সেটাই তো আমি জানতে চাচ্ছি।"
"হুম...!" ইরিনা কিছু একটা ভেবে বলল, "রোমান্টিক, রোমান্টিক।"
"ধুর! শুধু ফাজলালি।"
"প্রেমিক, প্রেমিক একটা ব্যাপার এসেছে তোর মধ্যে। কারো সাথে প্রেমটেম করছিস নাকি?"
"তুই-তো আমাকে ফিরিয়ে দিলি। আমার সেই কবেকার প্রশ্নের উত্তরটা এখন পর্যন্ত দিলি না। অবশ্য দিয়েছিস কি-না জানিনা। দূর্ভাগ্যবশত সেই মেসেজ আমি দেখতেই পাই নি। অবশ্য একটা দিক দিয়ে ভালোই হয়েছে, তোর কাছ থেকে নেগেটিভ উত্তর এলে আমি অনেক কষ্ট পেতাম। সেই কষ্টের হাত থেকে রক্ষা পেয়েছি। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্য করে।"
"হয়তো!" আনমনে ইরিনা বলল।
"কি হয়েছে জানিস?" দুইজনে কিছুক্ষণ চুপ থাকার পর ফাহিম হঠাৎ ইরিনাকে বলে।
"পাগল, না বললে জানবো কি করে?" ইরিনা তাকে জিজ্ঞেস করে।
"হ্যাঁ, তাই তো।" ফাহিম থামলো। তার কথাগুলো গুছিয়ে নিয়ে সে বলল, "গতকাল একজন আমাকে প্রপোজ করেছে। আমি তো হতবাক। প্রথম ভেবেছিলাম মজা করছে। কিন্তু না, বিষয়টা সিরিয়াস। অবশ্য সরাসরি প্রপোজ করে নি, মেয়ে মানুষ বলে কথা। কিন্তু সে বুঝিয়েছে আমাকে পছন্দ করে, ভালোও বাসে।"
"তা তুই কি বলছি।" ইরিনার অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেছে নিমিষেই।
"আমি আর কি বলবো? বললাম, আমাকে একটু সময় দেওয়ার জন্য। বিষয়টা ভেবে দেখা দরকার। হুট করে-তো আর হ্যাঁ বলে দিতে পারি না।"
"হ্যাঁ, বলে দেওয়ার জন্য ভাবার সময় নিছিস?" ইরিনার কন্ঠে রাগ, কেমন কথাগুলো জড়িয়ে এলো।
ফাহিমের চোখ কিছুই এড়ালো না। সে বলল, "হ্যাঁ, নিবো না? হুট করে কি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়?"
"ভাবার কি আছে। তখনই না করে দিবি না!" এই কথাগুলো বলতে ইচ্ছে করলেও ইরিনা বলল না। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে সে বলল, "হ্যাঁ, তা অবশ্য ঠিক। হুট করে তো সিদ্ধান্ত নেওয়া যায় না।" এবার ইরিনার কন্ঠটা কেপে কেপে উঠলো। ফাহিমের চোখ এবারও এড়ালো না সেটা।
ফাহিম অবশ্য হুট করে এই বিষয়টা ইরিনাকে বলল। ইরিনা কিভাবে কথাটা নেয় সেটাও সে দেখতে চাচ্ছিলো। সে যা ভেবেছিলো, সেটাই হয়েছে। কথাগুলো শুনে ইতোমধ্যে ইরিনার চোখমুখ শুকিয়ে গেছে, কালো হয়ে উঠেছে। সে তাকে আরো রাগিয়ে দিতে বলল, "ওকে একটা কল দেই। এখনি হ্যাঁ বলে দেই। তুই কি বলিস?"
"তোর যা ইচ্ছে কর। আমি কি বলবো?"
"তুই কি বলবি মানে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর মতামত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।" এটা বলেই ফাহিম হাসলো।
ইরিনা কিছু বলল না। তার সব কথা এলোমেলো হয়ে গেলো মুহুর্তেই। তার এখন ভালো লাগছে না। সে শুধু চুপচাপ বসে রইল। ফাহিম নানা কথা বলে যেতে লাগল, সেই মেয়েটার ব্যাপারে। অন্য দিকে সবকিছু শুনে ইরিনার ক্রমশ মন খারাপ হতে থাকলো। সে তার রাগটা প্রকাশও করতে পারছে না। এভাবে সে ফাহিমের কাছে ধরা দিবে না। কিন্তু ফাহিমের কথাগুলো শুনতে তার কষ্ট হচ্ছে।
"ওকে একটা কল দেই, কি বলিস?" কথাটা বলে ফাহিম পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করতে করতে বলল, "আমার হার্টবিট বেড়ে যাচ্ছে রে।" এটুকু বলে এক হাত বুকের বাম দিকে রেখে ইরিনাকে দেখালো।
"ধুর! এই সময় ফোনের ব্যালেন্স শেষ হওয়া লাগলো।" ফাহিমের চোখেমুখে রাগ। সে বলল, "দোস্ত, তোর ফোনটা একটু দিবি?"
ইরিনা অনিচ্ছা সত্ত্বেও তার ফোনটা ফাহিমের দিকে বাড়িয়ে দিল।
"ফোনের লক খুলে না দিলে কল দিবো কীভাবে?" ফাহিমের মুখে হাসি।
ইরিনা ফোনের লক খুলে দিলে ফাহিম তার ফোন থেকে নাম্বারটা নিয়ে সেই নাম্বারে কল দিলো। ওপাশ থেকে ফোন রিসিভ করলে ফাহিম বলল, "হ্যালো!"
"আমি ভালো আছি। তুমি কেমন আছো?" কিছুক্ষণ পর ফাহিম উত্তরে বলল।
"হ্যাঁ একটা কথা বলার জন্য তোমাকে ফোন দিয়েছি। আসলে...!" ফাহিম কথাটা বলতে বলতে বসা থেকে উঠে কিছুটা দূরে সরে গেলো। ইরিনা আর শুনলো না ফাহিম ঠিক কি বলছে এই মুহুর্তে।
ইরিনা মন খারাপ করে যেভাবে ছিল সেভাবেই বসে রইল। সে এখন ফাহিমকে লক্ষ করছে না। রাগে ফাহিমের দিকে তার তাকাতেও ইচ্ছে করছে না। তার এখন থেকে চলে যেতে ইচ্ছে করছে। এক মুহুর্তের জন্যেও ফাহিমের সাথে সে আর কথা বলতে চায় না।
ফাহিম মিনিট চারেক পর ফিরে এসে ফোনটা ইরিনার দিকে বাড়িয়ে দিয়ে হাসিমুখে বলল, "ও প্রচন্ড খুশি হয়েছে।" ফাহিমের ঠোঁটে হাসি।
"অভিনন্দন।" ইরিনা কথাটা বলে ফোনটা নিয়ে সাথেসাথে উঠে হাঁটা শুরু করলো। ফাহিম তাকে বারকয়েক বার ডাকলেও সে তাকালো না। কোনো কথার উত্তর দিলো। দ্রুত ফাহিমের চোখের দৃষ্টি সীমানার বাইরে চলে যেতে লাগল।
ইরিনা বাসায় ফিরলো অস্থির হয়ে। তার এখন কিছুই ভালো লাগছে না। ফাহিম শয়তান সবকিছু এলোমেলো করে দিয়েছে। ও কি বুঝেনা তার কাছের কেউ তাকে এতোটা ভালোবাসে। ইরিনা মনে মনে প্রলাপ করতে থাকলো।
পুরো বিকাল এবং সন্ধ্যাটা সে এক মুহুর্তের জন্য স্থির হতে পারে নি। এর মধ্যে দুইবার রিয়াকে ফোন দিয়েছে। রিয়া রিসিভ করে নি। এখন কারো সাথে কথা বললে তার ভালো লাগতো। ভেবে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কার সাথে সে কথা বলবে। তখনই সাত্যকি নামটা মাথায় এলো তার। সে ফোন হাতে নিয়ে সাত্যকিকে কল দিলো।
"হ্যালো, ইরিনা।" সাত্যকি ফোন রিসিভ করেই বলল।
"হ্যাঁ, সাত্যকি। তুই কোথায়?" ইরিনা দ্রুতগতিতে৷ জিজ্ঞেস করল।
"আমি আবার কই থাকবো? ক্লাস শেষ করে বিকালে হলে এসেছি, আর বাইরে যাই নি। অবশ্য জয় ফোন দিয়েছিল, ও এলে একটু বাইরে যাবো। কেনো কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? হঠাৎ ফোন দিলি?" সাত্যকি বলল।
"হ্যাঁ, সমস্যা। আচ্ছা তুই কি জানিস ফাহিম কোন মেয়ের সাথে দীর্ঘদিন কথা বলছে।" ইরিনা তালবাহানা না করে সরাসরি প্রশ্নটা করলো।
"তোর কথা বুঝছি না। কি বলতে চাচ্ছিস?"
ইরিনা সংক্ষেপে খুব দ্রুততার সাথে আজকের বিকালের ঘটনা সাত্যকিকে বলল। সাত্যকি সবটা শুনে অবাক হলো। সে বলল, "তুই কি বলছিস? এমন কিছু তো আমরা কেউ জানিনা। তুই কি শিওর?"
"শিওর কেনো হবো না? ওর ফোনে হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে গেলো, তখন ও তো আমার নাম্বার থেকেই মেয়েটাকে কল দিলো।"
"তাহলে তো সমস্যা মিটেই গেলো!"
"মানে? কীভাবে?"
"আরে তুই-ই তো মাত্র বললি, ফাহিম তোর ফোন থেকে মেয়েটাকে কল দিছে। তাহলে মেয়েটার নাম্বার নিশ্চয়ই তোর ফোনে আছে। ওই নাম্বারে একটা কল দিয়ে কথা বললেই তুই শিওর হয়ে যাচ্ছিস, ফাহিম কি সিরিয়াসলি কোনো সম্পর্কে গেলো না-কি তোকে একটু...!" সাত্যকি কথা শেষ করতে পারলো না।
ইরিনা হঠাৎ প্রচন্ড খুশি হয়ে উঠলো। তার খেয়ালই ছিলো না মেয়েটার নাম্বার তার ফোনে আছে। সে চাইলেই সেই নাম্বারে কল দিয়ে জানতে পারবে ফাহিম তার সাথে মজা করছে না-কি সে সিরিয়াসল কোনো সম্পর্কে জড়িয়ে। ইরিনা বলল,"থ্যাংকস দোস্ত। আমার খেয়ালই ছিল না ফাহিম আমার ফোন দিয়ে কথা বলেছে সেহেতু মেয়েটার নাম্বারটা আমার ফোনেই আছে। থ্যাংক রে।"
"আচ্ছা, ব্যাপার না।" এই শোন, জয় কল দিচ্ছে। মনে হয় চলে এসেছে। আমি রাখছি। আমাকে জানাস বিষয়টা।"
"আচ্ছা, আচ্ছা।" কথাটা দুইবার বলে ইরিনা কল কেটে দিলো।
ইরিনা বেশকিছুটা সময় সিদ্ধান্তহীনতায় ভুগলেও সে শেষমেশ ফাহিম যে নাম্বারে কল দিয়েছিলো সেই নাম্বারে কল দিলো। কল দেওয়ার পর সে যথেষ্ট অবাক হলো। অবাক হওয়ার কারণ, ওপাশ থেকে একজন মহিলা সুন্দর কন্ঠে বলেছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। ইরিনা তাৎক্ষণিক কিছুই বুঝতে পারলো না। সে আরো দুইবার সেই নাম্বারে কল দিল। কিন্তু দুইবারই সেই একই কথা বলল ওপাশের মহিলাটা।
ইরিনা বসে আছে ব্যালকনিতে। সাত্যকিকে বিষয়টা জানানোর জন্য কল দিলেও সাত্যকি কল ধরেনি৷ ইরিনার বুঝতে অসুবিধা হলো না সাত্যকি এই মুহুর্তে জয়ের সাথে প্রেম করছে। তবুও ইরিনা কিছুই বুঝতে পারছে না। সে ওই নাম্বারের কল ডিটেইল এ গিয়ে দেখেছে ফাহিম আসলে কারো সাথে কথা বলেনি। তাহলে এভাবে অভিনয় করার কি ছিলো? অভিনয় যেহেতু করবে তাহলে তার ফোন কেনো নিবে? নিজের ফোন দিয়েই তো কল করার অভিনয় করা যায়!
ইরিনা অন্ধকারে শুয়ে আছে। হঠাৎ সে তার প্রশ্নের উত্তর পেয়ে যেতেই শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো। তার চোখে মুখে উত্তেজনা। মুখে প্রাঞ্জল হাসি। এই ব্যাপারটা তার মাথায় আগে কেনো এলোনা এটা ভেবেই সে অবাক হচ্ছে। ফাহিম খুব কৌশলে তার ফোনটা নিয়েছে। ফাহিম যে নাম্বারে কল দিয়েছিল সেই নাম্বারে সে কল দেওয়া পর থেকেই ভেবে যাচ্ছে তার ফোন থেকে কেনো কল করার বাহানা করতে হবে, যদি ভুল একটা নাম্বারেই কল দেয়। তার ফোন কেনো নিলো? অনেক ভেবেও এই প্রশ্নের কোনো উত্তর সে পায়নি। রাতে খেয়ে কিছুক্ষণ আগেই রুমের লাইট বন্ধ করে বিরক্ত হয়ে শুয়ে পড়ে সে। শুয়ে আনমনে ফাহিমের কথা ভাবতে ভাবতে হঠাৎ বিষয়টা তার মাথায় আসে। ফাহিম নিশ্চয়ই এই একটা কারণেই কৌশলে তার কাছ থেকে ফোন নিয়েছে। হ্যাঁ, এটা কারণেই!
ফাহিমের উপর রাগ করে চলে আসার পর সে আর তাকে ফোন দেয় নি। ফাহিম একবার কল দিলেও সে রিসিভ করেনি। এখনকার মত তখন তার মন ভাল ছিলো না। এখন তার মন ভালো। তার সবকিছু মিলে যাচ্ছে এক এক করে। হুট করে খারাপ লাগাটা উধাও হয়ে গেলো। ইরিনা খুব আশ্চর্য হলো। মানুষের মন আসলেই অদ্ভুত। এই ভালো, এই প্রচন্ড খারাপ। জীবনে কেউ একজন থাকাটা খুব দরকার, যে হুটহাট মন খারাপ করে দিলেও, একইরকম ভাবে মন ভালো করে দিবে।
চলবে....
ফাহিম বসে আছে ক্যাম্পাসের সবচেয়ে বড় বটগাছটার নিচে। এই জায়গাটা শান্ত। অন্য সব জায়গায় চেয়ে এখানে মানুষের আনাগোনা কম। তাই জায়গাটা তার প্রিয়।
ফাহিম টিউশনি শেষ করে মেসে যায় নি। সরাসরি এখানে চলে এসেছে। এখানে আসার কারণ ইরিনা। সে তাকে মেসেজ দিয়ে এখানে অপেক্ষা করতে বলেছে।
ইরিনা এখন অনেকটা সুস্থ। হাঁটাচলা করতে পারে। দীর্ঘ এক মাস বাসায় বিশ্রামে থাকার পর ইদানিং ক্যাম্পাসে আসা শুরু করেছে সে।
হাসপাতালে থাকতে ফাহিম প্রতিদিন গিয়ে একবার করে দেখে আসতো ইরিনাকে। প্রথম ক'টাদিন দুইজনে একে অন্যের উপরে রাগ করে থাকলেও তা সময়ের সাথে ক্রমশ বিবর্ণা হয়েছে।
ফাহিম ইদানিং লক্ষ করেছে, ইরিনা সেই আগের মত তাকে অবহেলা করে না। তাকে বেশ গুরুত্ব দেয়। আগ্রহ নিয়ে কথা বলে। বরং সে মেসেজের রিপ্লাই দিতে দেরি করলে রেগে যায়, কল না দিলে রেগে যায়। ফাহিম বুঝে ইরিনা কেনো এমন করে। কিন্তু সে কিছু বলে না তাকে। তারও বেশ ভালো লাগে এই খুনসুটি গুলো।
একটা বিষয় এখন পর্যন্ত ইরিনা তাকে বলেনি, সেবার সে মেসেজে ফাহিমকে কি বলেছে। ফাহিম যতবার এই বিষয় নিয়ে কথা শুরু করে ইরিনা ততবার এড়িয়ে যায়। ফাহিম এটা নিয়ে একবার কিছুটা রেগে গেলেও সেই রাগ সে দীর্ঘ সময় ধারণ করতে পারে নি। তারপরে সে আর রাগ করেনি। ইরিনা বলতে না চাইলে সে জোর করে শুনতেও চায় না।
"সরি, অনেকক্ষণ অপেক্ষা করালাম তোকে!"
ইরিনার কথা শুনে ফাহিম সম্বিত ফিরে পেলো। সে বলল, "বেশিক্ষণ অপেক্ষা করাতে পারিস নেই।"
"তাহলে আমি বরং চলে গিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করাই, কি বলিস?"
"তোর ইচ্ছে।"
ইরিনা এগিয়ে এসে ফাহিমের পাশে বসল। সে বলল, "কি ব্যাপার, তোকে এমন দেখাচ্ছে কেনো?"
"কেমন?" ফাহিম জানতে চাইলো।
"কেমন জানি!" রহস্যময় একটা হাসি দিয়ে বলল ইরিনা।
"কেমন সেটাই তো আমি জানতে চাচ্ছি।"
"হুম...!" ইরিনা কিছু একটা ভেবে বলল, "রোমান্টিক, রোমান্টিক।"
"ধুর! শুধু ফাজলালি।"
"প্রেমিক, প্রেমিক একটা ব্যাপার এসেছে তোর মধ্যে। কারো সাথে প্রেমটেম করছিস নাকি?"
"তুই-তো আমাকে ফিরিয়ে দিলি। আমার সেই কবেকার প্রশ্নের উত্তরটা এখন পর্যন্ত দিলি না। অবশ্য দিয়েছিস কি-না জানিনা। দূর্ভাগ্যবশত সেই মেসেজ আমি দেখতেই পাই নি। অবশ্য একটা দিক দিয়ে ভালোই হয়েছে, তোর কাছ থেকে নেগেটিভ উত্তর এলে আমি অনেক কষ্ট পেতাম। সেই কষ্টের হাত থেকে রক্ষা পেয়েছি। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্য করে।"
"হয়তো!" আনমনে ইরিনা বলল।
"কি হয়েছে জানিস?" দুইজনে কিছুক্ষণ চুপ থাকার পর ফাহিম হঠাৎ ইরিনাকে বলে।
"পাগল, না বললে জানবো কি করে?" ইরিনা তাকে জিজ্ঞেস করে।
"হ্যাঁ, তাই তো।" ফাহিম থামলো। তার কথাগুলো গুছিয়ে নিয়ে সে বলল, "গতকাল একজন আমাকে প্রপোজ করেছে। আমি তো হতবাক। প্রথম ভেবেছিলাম মজা করছে। কিন্তু না, বিষয়টা সিরিয়াস। অবশ্য সরাসরি প্রপোজ করে নি, মেয়ে মানুষ বলে কথা। কিন্তু সে বুঝিয়েছে আমাকে পছন্দ করে, ভালোও বাসে।"
"তা তুই কি বলছি।" ইরিনার অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেছে নিমিষেই।
"আমি আর কি বলবো? বললাম, আমাকে একটু সময় দেওয়ার জন্য। বিষয়টা ভেবে দেখা দরকার। হুট করে-তো আর হ্যাঁ বলে দিতে পারি না।"
"হ্যাঁ, বলে দেওয়ার জন্য ভাবার সময় নিছিস?" ইরিনার কন্ঠে রাগ, কেমন কথাগুলো জড়িয়ে এলো।
ফাহিমের চোখ কিছুই এড়ালো না। সে বলল, "হ্যাঁ, নিবো না? হুট করে কি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়?"
"ভাবার কি আছে। তখনই না করে দিবি না!" এই কথাগুলো বলতে ইচ্ছে করলেও ইরিনা বলল না। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে সে বলল, "হ্যাঁ, তা অবশ্য ঠিক। হুট করে তো সিদ্ধান্ত নেওয়া যায় না।" এবার ইরিনার কন্ঠটা কেপে কেপে উঠলো। ফাহিমের চোখ এবারও এড়ালো না সেটা।
ফাহিম অবশ্য হুট করে এই বিষয়টা ইরিনাকে বলল। ইরিনা কিভাবে কথাটা নেয় সেটাও সে দেখতে চাচ্ছিলো। সে যা ভেবেছিলো, সেটাই হয়েছে। কথাগুলো শুনে ইতোমধ্যে ইরিনার চোখমুখ শুকিয়ে গেছে, কালো হয়ে উঠেছে। সে তাকে আরো রাগিয়ে দিতে বলল, "ওকে একটা কল দেই। এখনি হ্যাঁ বলে দেই। তুই কি বলিস?"
"তোর যা ইচ্ছে কর। আমি কি বলবো?"
"তুই কি বলবি মানে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর মতামত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।" এটা বলেই ফাহিম হাসলো।
ইরিনা কিছু বলল না। তার সব কথা এলোমেলো হয়ে গেলো মুহুর্তেই। তার এখন ভালো লাগছে না। সে শুধু চুপচাপ বসে রইল। ফাহিম নানা কথা বলে যেতে লাগল, সেই মেয়েটার ব্যাপারে। অন্য দিকে সবকিছু শুনে ইরিনার ক্রমশ মন খারাপ হতে থাকলো। সে তার রাগটা প্রকাশও করতে পারছে না। এভাবে সে ফাহিমের কাছে ধরা দিবে না। কিন্তু ফাহিমের কথাগুলো শুনতে তার কষ্ট হচ্ছে।
"ওকে একটা কল দেই, কি বলিস?" কথাটা বলে ফাহিম পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করতে করতে বলল, "আমার হার্টবিট বেড়ে যাচ্ছে রে।" এটুকু বলে এক হাত বুকের বাম দিকে রেখে ইরিনাকে দেখালো।
"ধুর! এই সময় ফোনের ব্যালেন্স শেষ হওয়া লাগলো।" ফাহিমের চোখেমুখে রাগ। সে বলল, "দোস্ত, তোর ফোনটা একটু দিবি?"
ইরিনা অনিচ্ছা সত্ত্বেও তার ফোনটা ফাহিমের দিকে বাড়িয়ে দিল।
"ফোনের লক খুলে না দিলে কল দিবো কীভাবে?" ফাহিমের মুখে হাসি।
ইরিনা ফোনের লক খুলে দিলে ফাহিম তার ফোন থেকে নাম্বারটা নিয়ে সেই নাম্বারে কল দিলো। ওপাশ থেকে ফোন রিসিভ করলে ফাহিম বলল, "হ্যালো!"
"আমি ভালো আছি। তুমি কেমন আছো?" কিছুক্ষণ পর ফাহিম উত্তরে বলল।
"হ্যাঁ একটা কথা বলার জন্য তোমাকে ফোন দিয়েছি। আসলে...!" ফাহিম কথাটা বলতে বলতে বসা থেকে উঠে কিছুটা দূরে সরে গেলো। ইরিনা আর শুনলো না ফাহিম ঠিক কি বলছে এই মুহুর্তে।
ইরিনা মন খারাপ করে যেভাবে ছিল সেভাবেই বসে রইল। সে এখন ফাহিমকে লক্ষ করছে না। রাগে ফাহিমের দিকে তার তাকাতেও ইচ্ছে করছে না। তার এখন থেকে চলে যেতে ইচ্ছে করছে। এক মুহুর্তের জন্যেও ফাহিমের সাথে সে আর কথা বলতে চায় না।
ফাহিম মিনিট চারেক পর ফিরে এসে ফোনটা ইরিনার দিকে বাড়িয়ে দিয়ে হাসিমুখে বলল, "ও প্রচন্ড খুশি হয়েছে।" ফাহিমের ঠোঁটে হাসি।
"অভিনন্দন।" ইরিনা কথাটা বলে ফোনটা নিয়ে সাথেসাথে উঠে হাঁটা শুরু করলো। ফাহিম তাকে বারকয়েক বার ডাকলেও সে তাকালো না। কোনো কথার উত্তর দিলো। দ্রুত ফাহিমের চোখের দৃষ্টি সীমানার বাইরে চলে যেতে লাগল।
ইরিনা বাসায় ফিরলো অস্থির হয়ে। তার এখন কিছুই ভালো লাগছে না। ফাহিম শয়তান সবকিছু এলোমেলো করে দিয়েছে। ও কি বুঝেনা তার কাছের কেউ তাকে এতোটা ভালোবাসে। ইরিনা মনে মনে প্রলাপ করতে থাকলো।
পুরো বিকাল এবং সন্ধ্যাটা সে এক মুহুর্তের জন্য স্থির হতে পারে নি। এর মধ্যে দুইবার রিয়াকে ফোন দিয়েছে। রিয়া রিসিভ করে নি। এখন কারো সাথে কথা বললে তার ভালো লাগতো। ভেবে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কার সাথে সে কথা বলবে। তখনই সাত্যকি নামটা মাথায় এলো তার। সে ফোন হাতে নিয়ে সাত্যকিকে কল দিলো।
"হ্যালো, ইরিনা।" সাত্যকি ফোন রিসিভ করেই বলল।
"হ্যাঁ, সাত্যকি। তুই কোথায়?" ইরিনা দ্রুতগতিতে৷ জিজ্ঞেস করল।
"আমি আবার কই থাকবো? ক্লাস শেষ করে বিকালে হলে এসেছি, আর বাইরে যাই নি। অবশ্য জয় ফোন দিয়েছিল, ও এলে একটু বাইরে যাবো। কেনো কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? হঠাৎ ফোন দিলি?" সাত্যকি বলল।
"হ্যাঁ, সমস্যা। আচ্ছা তুই কি জানিস ফাহিম কোন মেয়ের সাথে দীর্ঘদিন কথা বলছে।" ইরিনা তালবাহানা না করে সরাসরি প্রশ্নটা করলো।
"তোর কথা বুঝছি না। কি বলতে চাচ্ছিস?"
ইরিনা সংক্ষেপে খুব দ্রুততার সাথে আজকের বিকালের ঘটনা সাত্যকিকে বলল। সাত্যকি সবটা শুনে অবাক হলো। সে বলল, "তুই কি বলছিস? এমন কিছু তো আমরা কেউ জানিনা। তুই কি শিওর?"
"শিওর কেনো হবো না? ওর ফোনে হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে গেলো, তখন ও তো আমার নাম্বার থেকেই মেয়েটাকে কল দিলো।"
"তাহলে তো সমস্যা মিটেই গেলো!"
"মানে? কীভাবে?"
"আরে তুই-ই তো মাত্র বললি, ফাহিম তোর ফোন থেকে মেয়েটাকে কল দিছে। তাহলে মেয়েটার নাম্বার নিশ্চয়ই তোর ফোনে আছে। ওই নাম্বারে একটা কল দিয়ে কথা বললেই তুই শিওর হয়ে যাচ্ছিস, ফাহিম কি সিরিয়াসলি কোনো সম্পর্কে গেলো না-কি তোকে একটু...!" সাত্যকি কথা শেষ করতে পারলো না।
ইরিনা হঠাৎ প্রচন্ড খুশি হয়ে উঠলো। তার খেয়ালই ছিলো না মেয়েটার নাম্বার তার ফোনে আছে। সে চাইলেই সেই নাম্বারে কল দিয়ে জানতে পারবে ফাহিম তার সাথে মজা করছে না-কি সে সিরিয়াসল কোনো সম্পর্কে জড়িয়ে। ইরিনা বলল,"থ্যাংকস দোস্ত। আমার খেয়ালই ছিল না ফাহিম আমার ফোন দিয়ে কথা বলেছে সেহেতু মেয়েটার নাম্বারটা আমার ফোনেই আছে। থ্যাংক রে।"
"আচ্ছা, ব্যাপার না।" এই শোন, জয় কল দিচ্ছে। মনে হয় চলে এসেছে। আমি রাখছি। আমাকে জানাস বিষয়টা।"
"আচ্ছা, আচ্ছা।" কথাটা দুইবার বলে ইরিনা কল কেটে দিলো।
ইরিনা বেশকিছুটা সময় সিদ্ধান্তহীনতায় ভুগলেও সে শেষমেশ ফাহিম যে নাম্বারে কল দিয়েছিলো সেই নাম্বারে কল দিলো। কল দেওয়ার পর সে যথেষ্ট অবাক হলো। অবাক হওয়ার কারণ, ওপাশ থেকে একজন মহিলা সুন্দর কন্ঠে বলেছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। ইরিনা তাৎক্ষণিক কিছুই বুঝতে পারলো না। সে আরো দুইবার সেই নাম্বারে কল দিল। কিন্তু দুইবারই সেই একই কথা বলল ওপাশের মহিলাটা।
ইরিনা বসে আছে ব্যালকনিতে। সাত্যকিকে বিষয়টা জানানোর জন্য কল দিলেও সাত্যকি কল ধরেনি৷ ইরিনার বুঝতে অসুবিধা হলো না সাত্যকি এই মুহুর্তে জয়ের সাথে প্রেম করছে। তবুও ইরিনা কিছুই বুঝতে পারছে না। সে ওই নাম্বারের কল ডিটেইল এ গিয়ে দেখেছে ফাহিম আসলে কারো সাথে কথা বলেনি। তাহলে এভাবে অভিনয় করার কি ছিলো? অভিনয় যেহেতু করবে তাহলে তার ফোন কেনো নিবে? নিজের ফোন দিয়েই তো কল করার অভিনয় করা যায়!
ইরিনা অন্ধকারে শুয়ে আছে। হঠাৎ সে তার প্রশ্নের উত্তর পেয়ে যেতেই শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো। তার চোখে মুখে উত্তেজনা। মুখে প্রাঞ্জল হাসি। এই ব্যাপারটা তার মাথায় আগে কেনো এলোনা এটা ভেবেই সে অবাক হচ্ছে। ফাহিম খুব কৌশলে তার ফোনটা নিয়েছে। ফাহিম যে নাম্বারে কল দিয়েছিল সেই নাম্বারে সে কল দেওয়া পর থেকেই ভেবে যাচ্ছে তার ফোন থেকে কেনো কল করার বাহানা করতে হবে, যদি ভুল একটা নাম্বারেই কল দেয়। তার ফোন কেনো নিলো? অনেক ভেবেও এই প্রশ্নের কোনো উত্তর সে পায়নি। রাতে খেয়ে কিছুক্ষণ আগেই রুমের লাইট বন্ধ করে বিরক্ত হয়ে শুয়ে পড়ে সে। শুয়ে আনমনে ফাহিমের কথা ভাবতে ভাবতে হঠাৎ বিষয়টা তার মাথায় আসে। ফাহিম নিশ্চয়ই এই একটা কারণেই কৌশলে তার কাছ থেকে ফোন নিয়েছে। হ্যাঁ, এটা কারণেই!
ফাহিমের উপর রাগ করে চলে আসার পর সে আর তাকে ফোন দেয় নি। ফাহিম একবার কল দিলেও সে রিসিভ করেনি। এখনকার মত তখন তার মন ভাল ছিলো না। এখন তার মন ভালো। তার সবকিছু মিলে যাচ্ছে এক এক করে। হুট করে খারাপ লাগাটা উধাও হয়ে গেলো। ইরিনা খুব আশ্চর্য হলো। মানুষের মন আসলেই অদ্ভুত। এই ভালো, এই প্রচন্ড খারাপ। জীবনে কেউ একজন থাকাটা খুব দরকার, যে হুটহাট মন খারাপ করে দিলেও, একইরকম ভাবে মন ভালো করে দিবে।
চলবে....
===========================
পড়তে থাকুন চটি গল্প এ-র পাশা-পাশি ভিন্ন ধরনের গল্প ✒।
Keep reading chatty stories as well as different types of stories✒.
( Post By- Kam Pagol)