11-01-2023, 09:07 PM
(11-01-2023, 06:01 PM)ddey333 Wrote: লাইক দিতে পারলাম না , ডিসলাইক দেওয়ার এখানে কোনো সুযোগ নেই।
কিন্তু তাও , নিজের স্বাস্থ্য আর পরিবার সব চেয়ে আগে।
লাইক না পাই, কিন্তু ডিসলাইক পাওয়ার মতো এত খারাপ আপডেট দিয়েছি বলে তো মনে হয় না।
(11-01-2023, 06:54 PM)Baban Wrote: শুনে খারাপ লাগলো কথাটা। কিন্তু আমিও বুঝি নানা অসুবিধার মাঝে ঠান্ডা মাথায় চরিত্র নির্মাণ ও তাদেরর জন্য নানাবিধ পরিস্থিতি সৃষ্টি করে তাদের নিজেকে,অন্তরকে ও সমাজকে চেনানোর এই পদক্ষেপ কতটা জটিল কাজ। আমিও আর বড়ো গল্প লেখার সুযোগ পাচ্ছিনা। অনেকেই আমার গল্পের অপেক্ষায় কিন্তু তুমি তো জানো আমি উত্তজনার বশে গপ্পো আরম্ভ করিনা। তুমিও আজ পর্যন্ত যা শুরু করেছো তা শেষ করে থেমেছো, আমিও তাই। মাঝপথে থেমে যাওয়া গল্পের প্রতি একপ্রকার অপমান। তাই আমি কখনোই জোর করবোনা তোমায় যে উপন্যাস লেখো আবারো। যখন সত্যিই মনে হবে হ্যা আবার মাথায় নতুন উপন্যাস এর পোকা কিলবিল করছে তখন দেখবে নিজেই কখন শুরু করে ফেলেছো। তার আগে পর্যন্ত ছোট গল্প, ছড়া লিখো।
তবে সেসব পরে। এখন তো এই কাহিনী সবে নতুন মোড় নিচ্ছে। তাই নিজের সেরাটা দিয়ে এই কাহিনীকে অন্য জায়গায় নিয়ে যাও। যদিও অলরেডি তা করেই ফেলেছো কিন্তু আরও অনেক কিছু জানা বাকি, পড়া বাকি।
আমিও দেখি ভয় ২ নিয়ে ভাবি এবার।
এটা ঠিক যে গল্প শুরু করে শেষ না করাটা একটা অপরাধ। তবে তোমার শেষ কথাটা শুনে মন একেবারে আনন্দে ভরে গেলো। ভয় ২ আসছে .. আর বাবানের গল্প মানেই তো ব্লকবাস্টার