11-01-2023, 06:54 PM
(10-01-2023, 08:40 PM)Bumba_1 Wrote:খুব সুন্দর করে বললে এই কথাগুলোর পর নতুন করে আর কিছু বলার থাকতে পারে না। সম্ভবত এটাই আমার শেষ উপন্যাস হতে চলেছে। সেজন্যই এই উপন্যাসকে একটা নতুন দিশা দিতে চাই। তাই হয়তো বারবার চেষ্টা করছি নিজের পুরনো লিখনশৈলীর খোলস ছেড়ে বেরিয়ে পাঠকদের নতুন কিছু উপহার দেওয়ার। নিজের সেই চেনা পরিচিত যৌনাত্মক পর্বগুলির বদলে এমন কিছু উপহার দিতে, যা অনেকদিন মনে রাখবে পাঠককুল। সবশেষে বলি অনেক ধন্যবাদ ভালো থাকো এবং লিখতে থাকো।
শুনে খারাপ লাগলো কথাটা। কিন্তু আমিও বুঝি নানা অসুবিধার মাঝে ঠান্ডা মাথায় চরিত্র নির্মাণ ও তাদেরর জন্য নানাবিধ পরিস্থিতি সৃষ্টি করে তাদের নিজেকে,অন্তরকে ও সমাজকে চেনানোর এই পদক্ষেপ কতটা জটিল কাজ। আমিও আর বড়ো গল্প লেখার সুযোগ পাচ্ছিনা। অনেকেই আমার গল্পের অপেক্ষায় কিন্তু তুমি তো জানো আমি উত্তজনার বশে গপ্পো আরম্ভ করিনা। তুমিও আজ পর্যন্ত যা শুরু করেছো তা শেষ করে থেমেছো, আমিও তাই। মাঝপথে থেমে যাওয়া গল্পের প্রতি একপ্রকার অপমান। তাই আমি কখনোই জোর করবোনা তোমায় যে উপন্যাস লেখো আবারো। যখন সত্যিই মনে হবে হ্যা আবার মাথায় নতুন উপন্যাস এর পোকা কিলবিল করছে তখন দেখবে নিজেই কখন শুরু করে ফেলেছো। তার আগে পর্যন্ত ছোট গল্প, ছড়া লিখো।
তবে সেসব পরে। এখন তো এই কাহিনী সবে নতুন মোড় নিচ্ছে। তাই নিজের সেরাটা দিয়ে এই কাহিনীকে অন্য জায়গায় নিয়ে যাও। যদিও অলরেডি তা করেই ফেলেছো কিন্তু আরও অনেক কিছু জানা বাকি, পড়া বাকি।
আমিও দেখি ভয় ২ নিয়ে ভাবি এবার।