10-01-2023, 11:38 PM
(10-01-2023, 10:14 PM)Monen2000 Wrote: প্রথমেই ধন্যবাদ বারবার এইভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
দেখো লেখাকে উৎকৃষ্ট করার জন্য লেখা এটাও যেমন ঠিক তেমনি একজন লেখক এটাও চান যে তার লেখা যেন পাঠকদের পছন্দ হয়, এখানে সেটার মাপকাঠি লাইক এবং রেপু তাই সেটা না পেয়ে মাঝে মাঝে মন খারাপ হয় বৈকি।
এক দিনেই কি রবি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছিলেল । এক দিনেই কি নরেন বিবেকানন্দ হয়েছিলেল। একটা কথা জীবনে যে ধৈর্য নিতে পেরেছেন সেই জীবনে তার কাঙ্খিত সব কিছু পেয়েছেন।
লাইক রেপুর কথা বলেছো তাই একটু ছোট্ট ঘটনা বলছি আমির খান সালমান খান অভিনীত ছবি আন্দাজ আপনা আপনা মুভিটি যখন রিলিজ হয়েছিল তখন ছবিটি ডাহা ফ্লপ হয়েছিল । কিন্তু আজকের দিনে এই মুভিকে কমিডি ছবির গুলোর মধ্যে কাল্ট মুভি হিসেবে ধরা হয় , ইতিহাস হাতড়ালে এমন অজস্র উদাহারন পাবে। আর যদি এই ফোরামের কথা বলো তা হলে বলবো এখানে এমন অজস্র উদাহারন পাবে যখন লেখক গল্প লিখেছে তখন বেশি কিছু পাই নি পাঠকদের থেকে কিন্তু আজকে পাঠকরা ঐ সব লেখা শেষ করার জন্য কমেন্টের পর কমেন্ট করে চলছে ।
বুদ্ধিমান ছেলে তুুুমি আশা করি এখন থেকে নেগেটিভ চিন্তা না করে শুধু পজিটিভ চিন্তায় মাথায় রাখবে। নিজের মনে ঠিক রেখে নিজের কাজ করে যাও হয়তো আজকে তুমি সফলতা সে ভাবে আসছে না। কিন্তু তুমি যদি নিজের কাজ ঠিক মন দিয়ে করে যাও একদিন না একদিন সফলতা ঠিক তোমার ঝুলিতে ধরা দেবে। যারা নেই সে নিয়ে না ভেবে যারা আছে তাদের কথা চিন্তা করো ।

