10-01-2023, 10:48 PM
(10-01-2023, 10:09 PM)Boti babu Wrote: একি ঘোষণা করলে দাদা মনটা ভীষণ খারাপ হয়েগেছে, জানি আপনার শরীর খুবই খারাপ তারপরেও এতদিন আমাদের আনন্দ দিয়ে এসেছেন। ভগবানের কাছে এটাই চাইবো আপনি যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আমাদের এমন সব উপন্যাস উপহার দিয়ে যান। এটাও ঠিক যখনই কোলকাতাতে আসবো আপনার সাথে দেখা অবশ্যই করবো যদি আপনি তখন স্টেশনে থাকেন। আচ্ছা দাদা বলছি কি দমদমের কোন দিকে থাকেন । আমি যখনই কোলকাতাতে আসি তখন হনুমান মন্দির এর দিকে থাকি ওখানে আমার সব বন্ধুরা থাকে ।
হনুমান মন্দির থেকে এক কিলোমিটারের মধ্যেই আমার বাড়ি। তবে সেই বাড়িতে তো আমার ফ্যামিলি থাকে, তাছাড়াও আরো অনেকে থাকেন। ওটা ছাড়া আমার আরেকটা বাড়ি আছে, সেটা কিছুটা দূরে (প্রায় পঁচিশ কিলোমিটার), সেখানেই আমি সব বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করি।