10-01-2023, 09:01 PM
(10-01-2023, 08:40 PM)Bumba_1 Wrote:দুর্গাপুর
খুব সুন্দর করে বললে এই কথাগুলোর পর নতুন করে আর কিছু বলার থাকতে পারে না। সম্ভবত এটাই আমার শেষ উপন্যাস হতে চলেছে। সেজন্যই এই উপন্যাসকে একটা নতুন দিশা দিতে চাই। তাই হয়তো বারবার চেষ্টা করছি নিজের পুরনো লিখনশৈলীর খোলস ছেড়ে বেরিয়ে পাঠকদের নতুন কিছু উপহার দেওয়ার। নিজের সেই চেনা পরিচিত যৌনাত্মক পর্বগুলির বদলে এমন কিছু উপহার দিতে, যা অনেকদিন মনে রাখবে পাঠককুল। সবশেষে বলি অনেক ধন্যবাদ ভালো থাকো এবং লিখতে থাকো।
বুম্বাদা একটু ঝেড়েকেশোতো শেষ উপন্যাস মানে কি বলতে চাইছো একটু খুলে বলো । তোমার মনে চলছি কি । মতিগতি বেশি ভালো লাগছে না ।
দেখুন আপনার থেকে আমার দুরত্ব 1600কিমি কিন্তু মনের দিক দিয়ে একদম আপনার আশেপাশে। উল্টাপাল্টা কিছু করলে খুব খারাপ পাবো।
আমাকে আমার মত থাকতে দাও