10-01-2023, 02:57 PM
অজানা আশঙ্কা, বিপদের পূর্বাভাস আর নিত্যনতুন চমকের মাঝে অনেক কিছু ভালোও হচ্ছে। ধীরে ধীরে জীবনটা গুছিয়ে নিচ্ছে গোগোল এবং তার পরিবারের লোকজন। সুজাদার বিয়ে হয়ে একটা হিল্লে হয়ে গেল, এখন আর তার খুব একটা উপস্থিতি দেখা যায় না এই উপন্যাসে। কর্মক্ষেত্রে গোগোলের ভবিষ্যত যে উজ্জ্বল তা আলম সাহেবের কথাতেই স্পষ্ট। তার উপর গোগোলের romantic life দুর্দান্ত ভাবে এগিয়ে চলেছে, যেখানে একে রামে রক্ষে নেই, তায় সুগ্রীব দোসর (যদিও এই ব্যাপারে এখনই কোন মন্তব্য করতে চাইছি না)। পরের পর্বের জন্য মুখিয়ে আছি, বিশেষত টগরের জন্য। এই পর্বের সবথেকে বড় চমক পর্ণা হলেও ওর প্রতি একদমই কৌতূহল অনুভব করছি না।