09-01-2023, 10:24 PM
(09-01-2023, 10:14 PM)Boti babu Wrote: মহাকাব্য একেবারে মহাকাব্য। নিঃসন্দেহে আপনি এই ফোরামের অলিখিত সম্রাট। লাইক রেপু এডেড দুটো পার্টে। যখনই মনে করি আর কিছু বাকি নেই গল্পে তখনই এমন টুইস্ট দেন মাথা পুরু জমে ক্ষীর হয়ে যায়।
আচ্ছা গোগোলের মনে এতো কষ্ট কেন ? এখনতো ওর খুশিতে থাকার কথা । দেখা যাক এর উত্তরে আপনি কি নিয়ে আসেন সামনের পর্বে।
পর্ণার জন্য গোগোলর মন খারাপ কেন হলো??? পর্ণার ঠাকুমার জন্যেতো গোগোলকে জীবনে এত যুদ্ধ করতে হলো। আর মনে হয় সামনেও গোগোলকে আবার ভুগতে হবে এই পর্ণার জন্য রক্তের গুন জাবে কোথাই।।।।।।
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ পর্ণার জন্য মন খারাপ কিনা সেটা এখনই পরিষ্কার করে বলা যায় না। মন খারাপ বা একটা অজানা অপরাধবোধ তো গোগোলের বেশ কয়েকদিন ধরেই হয়ে চলেছে, যার কারণ সে নিজে এখনো উপলব্ধি করতে পারেনি। তবে তার বায়োলজিক্যাল মা অর্থাৎ অরুন্ধতীর কাজিন ব্রাদারের মেয়েকে এখানে, এই অবস্থায়, এই পরিস্থিতিতে দেখে এবং পরবর্তীতে আলম সাহেবের মুখে সব কিছু শুনে গোগোল যৎপরোনাস্তি চাপে পড়ে গিয়েছে, বলা ভালো গোলকধাঁধায় পড়ে গিয়েছে।