09-01-2023, 10:04 PM
(09-01-2023, 08:33 PM)nextpage Wrote: বেশ গোলমেলে ব্যাপার...এই সম্ভাবনার কথা (পাঞ্চালীর সাথে দেখা হবার) ভাবিনি।
কেউ একজন আহত হয়েছে তবে সেটা যে সুখই সেটা নিশ্চিত নই, মোবাইলটা পকেটমারের কাছেও যেতে পারে।
আমি একটু আশাবাদী মানুষ তাই আর কি, না হলে সুখকে কে মারতে চাইবে??
দ্বীপশিখার মনে এখনো পোক্ত বিশ্বাস নেই মনুর প্রতি হয়তো আগে ঠকেছেন বলে। তবে যেটা মনে হচ্ছে হাসপাতালে কিন্তু পালির সাথেও দেখা হয়ে যেতে পারে। কাকতালীয় ব্যাপার ঘটতেই পারে, তবে বিষয়টা কেমন হবে একদিকে পাঞ্চালী একদিকে মোমো।
রেপু দিলাম।