08-01-2023, 11:56 PM
(This post was last modified: 08-01-2023, 11:57 PM by Anuradha Sinha Roy. Edited 1 time in total. Edited 1 time in total.)
পর্ব ২২
আয়া পিঙ্কির খাবার বানিয়ে আনল, সেই সাথে সুখমনিও এল। ঘরে ঢুকেই সে বলল, 'কিরে তনু তুই কখন এলি? তাড়াতাড়ি ফিরলি আজ? শরীর ঠিক আছে তো?', তারপর তনিমার কপালে হাত রাখল।
- না ভাবী আমার কিছু হয়নি, অফিসে কাজ ছিল না, তাই তাড়াতাড়ি চলে এলাম, তোমার সাথে গল্প করব বলে।
- খুব ভাল করেছিস, আয় খেতে চল, সুখমনি তনিমার হাত ধরল, আয়াকে বলল, পিঙ্কিকে এখানে বসেই খাওয়া, বাইরে নিয়ে যাবি না, ভীষন লু চলছে।
দুই জা নীচে এল, গুরদীপজী আর মনজোত নিজেদের ঘরে, ওরা দুপুরে কিছু খান না, সকালে ভাল করে নাস্তা করেন, গুরদীপজী দুপুরে এক গ্লাস লস্যি খান, মনজোত তাও না, সন্ধ্যার পরেই দুজনে রাতের খাবার খেয়ে নেন। সুখমনি তনিমার জন্য হালকা চিকেন কারী বানিয়েছে, সাথে বাসমতী চালের ভাত, নিজের জন্য ডাল আর টিন্ডার তরকারী।
- তুমি নিজে খাও না, আমার জন্য রোজ রোজ চিকেন বানাও কেন? তনিমা অনু্যোগ করল।
- তোকে তো খেতে হবে তনু, অফিসে এত কাজ করিস, ভাল মন্দ না খেলে শরীর টিকবে কি করে?
- আহা তুমি আমার তিনগুন কাজ কর, বাড়ীর সব কাজ দ্যাখ, পিঙ্কিকে সামলাও। নিজে ডাল আর একটা তরকারী খাবে আর আমার জন্য এটা ওটা বানাবে।
- আমার কথা ছাড়, আমি বুড়ি হতে চললাম, আমার আর ক’দিন? সুখমনি বলল।
- ক’দিন মানে? এ সব কে সামলাবে? পিঙ্কিকে কে মানুষ করবে? তনিমা জিজ্ঞেস করল।
- ভয় নেই তোর, পিঙ্কির বিয়ে না দিয়ে আমি মরব না।
শুনে তনিমা খিল খিল করে হেসে উঠল।
- এখনো এক বছর বয়স হয়নি আর তুমি বিয়ের কথা ভাবছ?
খেতে খেতে তনিমা অজিত আর নিশার কথা বলল, ওদের সংস্থার কথা, কাজের কথা, কিছু সাহায্য করা যায় কিনা জানতে চাইল?
- তোর মন চাইলে তুই নিশ্চয়ই করবি, এতো খুব ভাল কাজ, সুখমনি বলল।
- পিতাজীকে জিজ্ঞেস করতে হয় একবার? তনিমা বলল।
- পিতাজী আপত্তি করবেন না, সুখমনি বলল, বার বার বলেন ড্রাগসের নেশায় দেশের কি ক্ষতি হচ্ছে, তুই সন্ধ্যেবেলায় কথাটা তুলিস, আমিও থাকব।
তনিমা খুব খুশী হল।
- তোর নিজের কোন পয়সা নেই, তাই না তনু? সুখমনি জিজ্ঞেস করল।
- নিজের পয়সা মানে?
- তুই চাকরী করতিস, মায়না পেতিস, তুই জানিস না নিজের পয়সা কি?
- আমার দরকার কিসের? কিছু চাইবার আগেই তোমরা এনে দাও, আমি পয়সা দিয়ে কি করব? তাছাড়া অফিসের সব চেক আমিই সই করি, পিতাজী প্রথম দিনই সে দায়িত্ব দিলেন।
- আরে সে তো কোম্পানীর পয়সা, তার হিসেব রাখতে হয়, মেয়েদের নিজেদের একটা খরচা আছে, তোর একটা কিছু কিনতে ইচ্ছে হল, কাউকে কিছু দিতে ইচ্ছে হল, সেই পরমদীপের কাছে হাত পাততে হবে।
তনিমা চুপ করে রইল, সুখমনি বলল, নিজের ভাগ ছাড়বি না কখনো, এই যে আমি ডেয়ারী চালাই, এর থেকে যা রোজগার হয় সব আমার, এ বন্দোবস্ত পিতাজী নিজেই করে দিয়েছেন, তা হলে তুই বাদ পড়বি কেন? তুইও তো অফিস চালাস।
খাওয়া হয়ে গেছে, কাজের ঝি বাসন তুলে নিয়ে গেছে, দুজনেই ডাইনিং টেবলে বসে আছে, সুখমনি হঠাৎ বলল,
- তুই আমাকে খুব খারাপ ভাবিস, তাই না তনু?
- তোমার মাথা খারাপ হয়েছে ভাবী, তুমি আমাকে এত ভালবাস, আর আমি তোমাকে খারাপ ভাবব? তনিমা প্রতিবাদ করল, তুমি আমার নিজের দিদির থেকেও ভাল।
- আজকে যা দেখলি তারপরেও এই কথা বলবি? তনিমা চমকে উঠল।
- তুই জানলায় দাঁড়িয়ে ছিলি, আয়নায় ছায়া পড়েছিল।
তনিমা লজ্জা পেয়ে মাথা নীচু করল।
- আমারও তো শরীরের খিদে আছে তনু, বিয়ের মজা আর পেলাম কই বল? বিয়ের এক বছরের মধ্যে পেটে মেয়ে এল, হাতুড়ে ডাক্তার দিয়ে খসাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম, কতদিন তোর ভাইয়া আমার সাথে শোয়নি, যতদিনে আমি সুস্থ হলাম, সে নিজেই অসুখে পড়ল।
তনিমা সুখমনির হাতে হাত রেখে বলল, তুমি কোন অন্যায় করনি ভাবী।
সুখমনি চুন্নীর খুঁট দিয়ে চোখ মুছে বলল, পরমদীপ আমাকে পছন্দ করে না, আমি জানি।
- এটা তোমার ভুল ধারনা।
- তুই আমাকে চেনাবি, চোখের সামনে ওকে বড় হতে দেখলাম, সুখমনি হাসল। আমাদের ক্ষেতে কাজ করত একটা বাজে মেয়ে, তার পাল্লায় পড়েছিল।
তনিমার আজ অবাক হওয়ার পালা, সুখমনি তনিমার অবাক চোখমুখ দেখে বলল, 'এক দুবার শুয়েছিস, ঠিক আছে, বয়সকালে সব পুরুষমানুষই করে, আমি অসুখে পড়বার পর তোর ভাইয়াও বে-পাড়ায় গিয়েছে, কিন্তু পরমদীপ জিদ ধরল সেই মেয়েকে বিয়ে করবে, বাজারের রেন্ডীকে কেউ বাড়ীর বৌ করে আনে, বল?'
- তুমি কি করলে?
- কি আর করব? মেয়েটাকে তাড়ালাম।
- অল্প বয়সের কথা, পরমদীপ এসব মনে রাখে নি, তনিমা বলল।
একটু চুপ থেকে সুখমনি বলল, তুই জানিস না, পরমদীপ ভাবে সোমেনের মৃত্যুর জন্যও আমি দায়ী।
- ছিঃ এ কি বলছ? এ রকম কেন ভাববে?
- সোমেনের অ্যাক্সিডেন্ট হয়নি, সুখমনি বলল, শর্মা যে ড্রাগস গ্যাংএর সাথে ছিল তারাই ওকে মেরেছিল। শর্মা লোকটা ভীষন শয়তান, অফিসের পয়সা চুরি করত, ড্রাগসের ধান্ধা করত, নিজের বৌকে এগিয়ে দিয়েছিল সোমেনের দিকে, আর সোমেনটা এমন বেওকুফ সুড় সুড় করে পুনমের পাল্লায় পড়ল। আমাদের আগে বলেনি হোশিয়ারপুর যাচ্ছে শর্মাকে ধরতে, পিতাজী জানতে পেরেই আমাকে বলল, আমি জারনেল সিং কে পাঠালাম ওকে ফিরিয়ে আনতে, কিন্তু দেরী হয়ে গেল।
- তুমি সোমেনকে ভালবাসতে, তাই না ভাবী?
- কি পাগলের মত কথা বলিস? সুখমনির ফরসা গাল লাল হল, মানুষটা খুব ভাল ছিল, তোর ভাইয়ার খুব বন্ধু ছিল, দুজনে এক সাথে ঘুরে বেড়াত, ওর যখন ক্যান্সার ধরা পড়ল, আমরা চন্ডীগড় নিয়ে গেলাম, প্রত্যেকবার আমাদের সাথে গিয়েছে, সাথে থেকেছে, বার বার বলত, ভাবী একদম ঘাবড়াবে না, সব ঠিক হয়ে যাবে।
সুখমনির চোখে জল, তনিমা চেয়ারটা টেনে কাছে সরে এল, সুখমনির পিঠে হাত বুলিয়ে দিল।
- সোমেন তোর নাগর ছিল, তাই না, সুখমনি হেসে বলল।
- সোমেন আমার খুব ভাল বন্ধু ছিল, তনিমা বলল।
- মানুষটার সত্যি খুব বড় মন ছিল, সুখমনি দীর্ঘশ্বাস ফেলল।
দুজনেই চুপ করে আছে, তনিমা সুখমনির পিঠে হাত বোলাচ্ছে, সুখমনি জিজ্ঞেস করল, তোর প্রথম বিয়েটা কেন ভেঙে গেলরে তনু?
তনিমা চোখ তুলে তাকাল, সুখমনি বলল, এই বাড়ীর বৌ হয়ে আসবি, আমরা খোঁজ নেব না?
- লোকটা মরদ ছিল না ভাবী, তনিমা মাথা নীচু করল।
সুখমনি হেসে ফেলল, তনিমার গাল টিপে জিজ্ঞেস করল, আমাদের পরমদীপকে নিয়ে সে অভিযোগ নেই তো?
- না, তনিমাও হেসে ফেলল।
- এখানে বসেই দুপুর কাটাবি নাকি, সুখমনি বলল, চল দেখি পিঙ্কিটা কি করছে?
দুজনে তনিমার ঘরে এসে দেখে পিঙ্কি বিছানায় শুয়ে খুব খেলা করছে, সুখমনি ওকে কোলে তুলে নিয়ে বলল, তুই বিশ্রাম কর, আমি পিঙ্কিকে আমার ঘরে নিয়ে যাই।
- এখানেই বস না, আমার বিশ্রামের দরকার নেই, তোমার সাথে গল্প করতে খুব ভাল লাগছে, তনিমা বলল।
আয়াকে নীচে পাঠিয়ে পিঙ্কিকে মাঝখানে রেখে দুই জা শুয়ে শুয়ে গল্প করতে লাগল।
- ভাবী একটা কথা জিজ্ঞেস করব? তনিমা বলল।
- হ্যাঁ, কর না।
- ভাবী, প্রথম যেদিন এখানে এলাম, বৈশাখীর রাতে পরমদীপ আমাকে ছাতে নিয়ে গিয়েছিল....
- জানি....
- হ্যাঁ তুমি বলেছিলে, কিন্তু জানলে কি করে? তুমি তখন নীচে খাওয়াদাওয়ার ব্যবস্থা করছিলে।
- ওমা, আমি জানবো না তো কে জানবে? আমিই তো পরমদীপকে ছাতে যেতে বললাম....
- তুমিই বললে মানে?
তনিমার চোখ ছানাবড়া।
- বাঃ, সকাল থেকেই তোর পেছনে ঘুর ঘুর করছিল, তুইও দেখলাম বেশ পাছা দোলাচ্ছিস, তাই আমাকে যখন বলল, ভাবী একটা কিছু কর, আমি ব্যবস্থা করে দিলাম, সুখমনি হি হি করে হাসছে।
- তোমাকে যে বলবে তার জন্যই বুঝি তুমি ব্যবস্থা করে দেবে?
তনিমাও জোরে জোরে হাসছে।
- হ্যাঁ, সুখমনি চোখ টিপে বলল, তুই বললে আজ রাতে মুন্নাকে তোর ঘরে পাঠিয়ে দেব, খুব ভাল মালিশ করে ছেলেটা।
- না না, আমার দরকার নেই, তনিমা বলে উঠল, তোমার ভয় করে না ভাবী?
- কিসের ভয়?
- এই যে মুন্নাকে ডাকো? কেউ জানতে পারলে?
- জানবে কি করে? মুন্নার প্রাণের ভয় নেই? তাছাড়া, আমাদের কি ভয় পেলে চলে তনু? ভয় পেলে তো আঙ্গুল চুষতে হবে!
সুখমনি হাত দিয়ে আঙ্গুলি করার ভঙ্গি করল, দুজনেই হি হি করে হাসছে, ওদের দেখে অবোধ পিঙ্কিও হাসছে।
- তোমাকে অন্য একটা ব্যবস্থা করে দিতে হবে? তনিমা বলল।
- কিসের ব্যবস্থা রে? সুখমনি জিজ্ঞেস করল।
- পরমদীপ চায় আমরা আবার পুরোনো বাড়ীতে গিয়ে থাকি।
- পিঙ্কিকে নিয়ে যাবি?
শুনেই সাথে সাথে সুখমনির মুখটা কালো হয়ে গেল।
- না না সে রকম না, পিঙ্কি তোমার কাছেই থাকবে, তনিমা তড়িঘড়ি বলল, শুধু আমরা দুজন মাঝে মাঝে গিয়ে থাকব।
সুখমনি বুঝতে একটু সময় নিল, তারপরেই হি হি করে হেসে উঠল, আচ্ছা শুধু মিয়াঁ বিবি গিয়ে ফুর্তি করবেন, মেয়ে এখানে থাকবে, এখানে সুবিধে হচ্ছে না? আলাদা জায়গা চাই?
- তুমি জান না কি রকম দিন দুপুরে শুরু করে দেয়, চারপাশে এত লোকজন, আয়াটাও থাকে, আমার লজ্জা করে, তনিমা বলল।
- আহা ন্যাকা, ওনার শুধু লজ্জা করে, ইচ্ছে করে না? সুখমনি তনিমার গাল টিপে দিল।
- ভাবী করে দেবে তো?
- তুই আমার ছোট বোনের মত, তুই বললে না করে পারি? সুখমনি অভয় দিল।
- ভাবী আর একটা কথা জিজ্ঞেস করব?
- আবার কি হল?
- পরমদীপ চায় আমি পিল খাওয়া বন্ধ করি।
সুখমনি হাসি থামিয়ে ওর দিকে তাকাল।
- তুমি কি বল?
- পরমদীপ কি চায় তাতে বয়েই গেল, তোর কি ইচ্ছে? সুখমনি জিজ্ঞেস করল।
- আমার বাচ্চা কাচ্চা অত ভাল লাগে না, তনিমা বলল, সামলাতেও পারি না, তুমি না থাকলে পিঙ্কিকে নিয়েই হিমশিম খেতাম, বাড়ী থেকে বেরোনো বন্ধ, কোথাও যাওয়া বন্ধ, দিন রাত দুধ খাওয়াও আর ন্যাপি পাল্টাও, সত্যি বলছি আমার পোষায় না।
- পরমদীপ কিছুদিন অপেক্ষা করতে রাজী না?
- না গো, সে তো তিন চারটে বাচ্চা চায়।
- ইস তিন চারটে, তুই কি বাচ্চা পয়দা করার মেশিন নাকি? অতগুলো বাচ্চা বড় করবে কে? তার বাবা না মা?
সুখমনির কথা শুনে তনিমা হেসে ফেলল, সুখমনি বিড় বিড় করছে, বুড়োর যাওয়ার সময় হল, বুড়ী সারাদিন গুরুদ্বোয়ারায় পড়ে থাকে, তোর কোলে বাচ্চা দিয়ে বাবু এদিক ওদিক ফুর্তি করবেন, আর তুই বাচ্চা সামলাবি, যতদিনে সে গুলো বড় হবে তোর কোমরে ব্যাথা, হাঁটুতে ব্যাথা। কিছুতেই দুটোর বেশী রাজী হবি না, দরকার হলে অপারেশন করিয়ে নিবি।
- ও মানবে না। তনিমা হতাশ হয়ে বলল।
- মানবে না মানে, ডাক্তারকে দিয়ে বলাবি, পুরুষদের অত মাথায় চড়াতে নেই।
- তুমি কি বল ভাবী, এখন পিল খাওয়া বন্ধ করে দিই?
- তোর বয়স কত হল? সুখমনি এবার গম্ভীর হল।
- ছত্রিশ চলছে, তনিমা বলল।
- এসব ঝামেলা তাড়াতাড়ি মিটিয়ে ফেলাই ভাল, সুখমনি বলল, পিঠোপিঠি বাচ্চা হলে অসুবিধা হয় বটে, দুটো শিশুর অনেক কাজ, আবার সুবিধাও আছে, দুটো এক সাথে বেড়ে ওঠে। বেশী ফারাক হলে, একটা দাপিয়ে বেড়াচ্ছে, আর একটা বুকের দুধ খাচ্ছে, কোনটা ছেড়ে কোনটাকে সামলাবি?
- সামলাতে আমি একটাকেও পারব না, দুটোই তুমি সামলাবে। তনিমা সুখমনিকে জড়িয়ে ধরল।
- কি করছিস, ছাড় ছাড়, পিঙ্কির ব্যাথা লাগবে, সুখমনি বলল, আচ্ছা, আমি মরদের সাথে শোওয়ার ব্যবস্থা করে দেব, বাচ্চাও আমি সামলাব, আর তুই কি করবি? শুয়ে শুয়ে গাদন খাবি আর আইইইই আইইইই করবি।
তনিমা নির্লজ্জের মত হাসছে, সুখমনি বলল, অত আওয়াজ করিস কেনরে?
- তোমার দেওর চায়, বলে আমি চেঁচালে ওর আরো সুখ হয়, তনিমা বলল।
- ইস কত ঢং।
দুই জা শুয়ে শুয়ে অনেকক্ষন গল্প করল।
সেদিন রাতে গুরদীপজী আর মনজোত খেতে বসেছেন, সুখমনি পিঙ্কিকে কোলে নিয়ে সামনে বসে আছে, তনিমা খাবার বেড়ে দিচ্ছে। সুখমনি বলল, পিতাজী তনিমার একটা কথা বলার ছিল।
- কি হয়েছে ছোটি বহু?
গুরদীপজী জিজ্ঞেস করলেন। তনিমা অজিত আর নিশার সংস্থার কথা বলল।
- এতো খুব ভাল কাজ, তুই কত দিতে চাস? এক লাখ, দুই লাখ, পাঁচ লাখ? তোর যা ইচ্ছে তাই দিস, সুরিন্দরকে বলিস ওটা কোম্পানীর তরফ থেকে দেওয়া হচ্ছে।
- আমারও একটা কথা ছিল, সুখমনি বলল।
- তোর আবার কি হল? গুরদীপজী সুখমনির দিকে তাকালেন।
- পিতাজী বাঙালী বাবু অফিস চালাত, প্রথমে ম্যানেজার ছিল, মাইনে পেত, পরে আপনি ওকে পার্টনার করে নিলেন। তনিমাও অফিস চালায়, ও কি পায়?
- বুঝেছি, বুঝেছি, গুরদীপজী হাত তুলে সুখমনিকে থামালেন, আমি কালই সুরিন্দরকে বলে দেব। তনিমাকে জিজ্ঞেস করলেন, তোর নিজের অ্যাকাউন্ট আছে? না থাকলে সুরিন্দরকে বলে খুলিয়ে নিবি।
তারপর একটু থেমে জিজ্ঞেস করলেন, 'একটা কথা বল, বাঙালীবাবুর সমস্ত পয়সা কড়ি দেওয়া হয়েছে?'
- হ্যাঁ পিতাজী, সব টাকা ওর ভাইজির নামে কলকাতার ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়েছে, বলদেব সিংজীই সব ব্যবস্থা করেছেন।
- আর ওর ফ্ল্যাটটা?
- সেটাও বিক্রীর চেষ্টা করছেন বলদেবজী, কাগজ পত্র তৈরী করতে সময় লাগছে।
- ঠিক হ্যায়, তবে কোনো অসুবিধা হলে আমাকে বলবি, আমি ভাইকে বলে দেব।
গুরদীপজীর খাওয়া হয়ে গিয়েছে, উনি নাতনীকে কোলে নিয়ে আদর করলেন, ডাইনিং টেবল ছেড়ে উঠে যাবার সময় বললেন,
- আমারও একটা কথা আছে ছোটী বহু।
- বলুন পিতাজী, তনিমা মাথার ঘোমটা ঠিক করল।
- পরমদীপকে একদম মাথায় চড়াবি না, ওটার কোনো বুদ্ধি শুদ্ধি নেই।
গুরদীপ আর মনজোত উঠে যেতেই তনিমা সুখমনিকে জড়িয়ে ধরে বলল, সত্যি বলছি ভাবী, তুমি আমার নিজের দিদির থেকেও অনেক ভাল।
সুখমনি বলল, 'ঐ যে পরমদীপের বন্ধুদের কথা বললি....'
- অজিত আর নিশা?
- হ্যাঁ, ওদের সব টাকা এক বারে দিবি না, কার মনে কি আছে, কে জানে?
রাতে পরমদীপ ফোন করলে তনিমা অজিত আর নিশার কথা বলল। পরমদীপ বলল, 'হ্যাঁ ওরা আমাদের সাথে কলেজে পড়ত, আজকাল শুনেছি ঐ সব সংস্থাটা টংস্থা চালায়, তবে এইসব আমি বুঝি না, তুই যা ভাল বুঝবি, তাই কর'। তনিমা জানাল ও ঠিক করেছে সাহায্য করবে, পিতাজীও রাজী হয়েছেন।
ফোন রাখার আগে তনিমা বলল, শোন আমার একটা অনুরোধ আছে।
- অনুরোধ কি, তুই হুকুম কর রানী।
- তুমি ভাবীর জন্য একটা ভাল পারফিউম এনো।
- আমার কাছে পয়সা নেই।
- তুমি নিয়ে এসো, পয়সা আমি দিয়ে দেব।