08-01-2023, 10:55 PM
(This post was last modified: 08-01-2023, 10:56 PM by দীপ চক্কোত্তি. Edited 1 time in total. Edited 1 time in total.)
## ১ ##
মাত্র মাসখানেক হলো কলকাতা বদলি হয়ে এসেছে দেবাংশু। একটা মাল্টিন্যাশানাল সফটওয়্যার কোম্পানির মাঝারি মাপের এক্সিকিউটভ দেবাংশু, যাদবপুর থেকে ইলেকট্রনিক্স এনজিনিয়ারিং পাশ করে ক্যাম্পাসেই ভালো চাকরি পেয়ে যায়। তারপর ব্যঙ্গালুরু, হায়দ্রাবাদ, সিলিকন ভ্যালি, এ চাকরি সে চাকরি পাল্টে অবশেষে বছর চোদ্দ বাদে কলকাতায় স্থিতু হতে পারলো সে।
এর মধ্যে বাবা-মায়ের দেখা মেয়ে ঊর্মিকে বিয়ে করে নিয়েছে এবং সাত বছরের একটি পুত্রও আছে তাঁর।
নাম রেখেছে সায়নদীপ। কলকাতায় এসেই প্রথম কাজ ছিলো সায়নকে একটি নামী কলেজে ভর্তি করা। অনেক কাঠখড় পুড়িয়ে ঊর্মির বাবা রজতকান্ত সান্যালের সাহায্যে সায়নকে সাউথ পয়েন্ট কলেজে ভর্তি করতে সক্ষম হয়েছে। এর পর কসবায় নিজের পৈতৃক বাড়িটা একটু রিনোভেট করতে হয়েছে। দোতলার ঘরের সাথে একটা এটাচ্ড বাথ করেছে এবং বারান্দা একটু ঘিরে নিয়ে প্যান্ট্রী এবং লিভিং স্পেস বানিয়ে নিয়ছে। নীচের তলায় বাবা-মা থাকেন। রান্না খাওয়ার ব্যবস্থা ওখানেই। ঊর্মির ইন্টিরিয়র ডেকোরেশনর আইডিয়া খুব ভালো। বেডরুমে এসি, ওয়াল হ্যঙ্গিং পর্দা, বাকুঁড়ার ঘোড়া, শান্তিনিকেতনের পেন্টিং দিয়ে মডার্ন লিভিংএর ব্যবস্থা হয়ে গেছে।
দেবাংশুর কাজের জায়গাটা সল্ট লেকের সেক্টর ফাইভ। কলকাতার আইটি হাব বলা যায়। একটা পোষাকি নামও আছে - নবদিগন্ত। কসবা থেকে সেক্টর ফাইভ এমন কিছু দুরও নয়। বেঙ্গালুরুতেই পুরনো গাড়ীটা বিক্রী করে দিয়েছে সে। নতুন গাড়ী এখনই কেনার ইচ্ছে নেই। চার্টার্ড বাস অনেক আছে। কিন্তু ফেরার সময়ের নিশ্চয়তা নেই বলে সেগুলিতে মাসিক বন্দোবস্ত করতে পারে না। তাই শাটল বা এসি বাসই ভরসা। রোজ ৮টা নাগাদ কসবার বোসপুকুর স্টপেজ থেকে কলেজ মোড় যায় সে। রোজই দেখে এক মাঝবয়সী মহিলা তাঁর স্টপেজ থেকে ওঠেন এবং কলেজ মোড়ের আগের স্টপেজ ওয়েবেলে নেমে যান।
তৃতীয় দিনেই একটা মিষ্টি হাসি উপহার দিলেন মহিলা।
আচ্ছা, হাসলে কি ওনার গালে টোল পড়ে?
কষের দাঁতটা কি গজদাঁত?
সামান্য অন্যমনস্ক ছিলো দেবাংশু।
আজকের skype meeting টার agenda সাজিয়ে নিচ্ছিলো মনে মনে bus stand এ দাড়িয়েই।
এর মধ্যেই এই হাসি!
সবে তিন বা চার দিন হলো -
এর মধ্যেই হাসি!
একটু ঘাম জমলো কি কপালে?
রুমালটা বার করতেই একটা সুরেলা স্বর: "কি hanky perfume use করেন আপনি?"
মাত্র মাসখানেক হলো কলকাতা বদলি হয়ে এসেছে দেবাংশু। একটা মাল্টিন্যাশানাল সফটওয়্যার কোম্পানির মাঝারি মাপের এক্সিকিউটভ দেবাংশু, যাদবপুর থেকে ইলেকট্রনিক্স এনজিনিয়ারিং পাশ করে ক্যাম্পাসেই ভালো চাকরি পেয়ে যায়। তারপর ব্যঙ্গালুরু, হায়দ্রাবাদ, সিলিকন ভ্যালি, এ চাকরি সে চাকরি পাল্টে অবশেষে বছর চোদ্দ বাদে কলকাতায় স্থিতু হতে পারলো সে।
এর মধ্যে বাবা-মায়ের দেখা মেয়ে ঊর্মিকে বিয়ে করে নিয়েছে এবং সাত বছরের একটি পুত্রও আছে তাঁর।
নাম রেখেছে সায়নদীপ। কলকাতায় এসেই প্রথম কাজ ছিলো সায়নকে একটি নামী কলেজে ভর্তি করা। অনেক কাঠখড় পুড়িয়ে ঊর্মির বাবা রজতকান্ত সান্যালের সাহায্যে সায়নকে সাউথ পয়েন্ট কলেজে ভর্তি করতে সক্ষম হয়েছে। এর পর কসবায় নিজের পৈতৃক বাড়িটা একটু রিনোভেট করতে হয়েছে। দোতলার ঘরের সাথে একটা এটাচ্ড বাথ করেছে এবং বারান্দা একটু ঘিরে নিয়ে প্যান্ট্রী এবং লিভিং স্পেস বানিয়ে নিয়ছে। নীচের তলায় বাবা-মা থাকেন। রান্না খাওয়ার ব্যবস্থা ওখানেই। ঊর্মির ইন্টিরিয়র ডেকোরেশনর আইডিয়া খুব ভালো। বেডরুমে এসি, ওয়াল হ্যঙ্গিং পর্দা, বাকুঁড়ার ঘোড়া, শান্তিনিকেতনের পেন্টিং দিয়ে মডার্ন লিভিংএর ব্যবস্থা হয়ে গেছে।
দেবাংশুর কাজের জায়গাটা সল্ট লেকের সেক্টর ফাইভ। কলকাতার আইটি হাব বলা যায়। একটা পোষাকি নামও আছে - নবদিগন্ত। কসবা থেকে সেক্টর ফাইভ এমন কিছু দুরও নয়। বেঙ্গালুরুতেই পুরনো গাড়ীটা বিক্রী করে দিয়েছে সে। নতুন গাড়ী এখনই কেনার ইচ্ছে নেই। চার্টার্ড বাস অনেক আছে। কিন্তু ফেরার সময়ের নিশ্চয়তা নেই বলে সেগুলিতে মাসিক বন্দোবস্ত করতে পারে না। তাই শাটল বা এসি বাসই ভরসা। রোজ ৮টা নাগাদ কসবার বোসপুকুর স্টপেজ থেকে কলেজ মোড় যায় সে। রোজই দেখে এক মাঝবয়সী মহিলা তাঁর স্টপেজ থেকে ওঠেন এবং কলেজ মোড়ের আগের স্টপেজ ওয়েবেলে নেমে যান।
তৃতীয় দিনেই একটা মিষ্টি হাসি উপহার দিলেন মহিলা।
আচ্ছা, হাসলে কি ওনার গালে টোল পড়ে?
কষের দাঁতটা কি গজদাঁত?
সামান্য অন্যমনস্ক ছিলো দেবাংশু।
আজকের skype meeting টার agenda সাজিয়ে নিচ্ছিলো মনে মনে bus stand এ দাড়িয়েই।
এর মধ্যেই এই হাসি!
সবে তিন বা চার দিন হলো -
এর মধ্যেই হাসি!
একটু ঘাম জমলো কি কপালে?
রুমালটা বার করতেই একটা সুরেলা স্বর: "কি hanky perfume use করেন আপনি?"