08-01-2023, 09:16 PM
মাধুরীকে ভালবাসার পর, তার সঙ্গে যৌন সংসর্গে যাওয়ার পর আর কিছুই আগের মতো নেই শুভর জীবনে। যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো ছিলো না উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহু শুনবে বজ্রের মতো বেজে উঠতে এবং থরথর ক’রে উঠবে দরোজা জানালা আর হয়তো বা শুভর হৃৎপিন্ড। পরমুহূর্তেই তার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে।
বরাবরের মতোই দুর্দান্ত একটি পর্ব ভালো থাকো এবং লিখতে থাকো।
বরাবরের মতোই দুর্দান্ত একটি পর্ব ভালো থাকো এবং লিখতে থাকো।