08-01-2023, 09:01 PM
পর্ব- আট
"দেহ ও মনের সম্পর্ক" ভৌতিক এই দেহটি বিশাল এক ব্রহ্মাণ্ডের সমান৷ যেই দেহের এমন কোন স্থান নেই যা কষ্মিন কালের জন্য স্থির আছে৷ ঠিক যেমনটি বিশ্বব্রহ্মাণ্ডের ন্যায় প্রতিনিয়ত ঘূর্ণায়মান৷ বিশ্বব্রহ্মাণ্ডে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রতিনিয়ত ক্রিয়াশীল, চলমান, মূহুর্তের জন্যও এক জায়গায় স্থির নয় তেমনটি এই দেহটিও চলমান, ঘূর্ণায়মান, ক্রিয়াশীল৷ এই দেহের এমন কোন অংশ নেই যা স্থির৷
যেমন কেশ,লোম, নখ প্রতিনিয়তই সে বর্ধিত হচ্ছে। রক্ত, মাংস, চর্ম প্রতিনিয়ত সেও পরিবর্তিত হচ্ছে৷ মস্তিষ্ক! সেও বা কম কিসে সেও পরিবর্তিত হচ্ছে প্রতি মূহুর্তে৷ চোখ, কান, নাকে প্রতিমূহুর্তে কত কিছু প্রবেশ করছে৷
শুধু কি দেহ? না, তার সাথে সাথে চলছে মন৷ ঐ দেখা, শোনা, ঘ্রাণকে কেন্দ্র করে কত হাজার হজার বাসনা কামনা উৎপন্ন করছে প্রতিনিয়ত৷ প্রতিনিয়ত চাওয়া-পাওয়ার লোভ, রাগ, কাম, অহংকারের সাথে ঘূর্ণায়মান৷
শুধু কি মানুষ? না৷ প্রাণ ধারণকারী মাত্রই চাওয়া পাওয়ার বাসনায় এক ক্ষুধার্থ প্রাণী৷ রাগের জালে হিংস্র প্রাণী, কামের(ব্যভিচার) জ্বালায় ঘৃন্য প্রাণী, মিথ্যে অহংকারের তুচ্ছ প্রাণী৷ সেই দিক দিয়ে পশুর স্থান অার মানুষের স্থান এক বললেও ভুল হওয়ার কারণ নেই৷
দেহ, সে তো মনের ইশারাতেই চলে৷ ঠিক যেমনটি পালের টানে নৌকা চলার ন্যায়৷ চোখের দোয়ারে, কানের দোয়ারে, মনের দোয়ারে প্রতিনিয়ত ঢুকছে নানান কিছু৷ ঐ নানান কিছুর উপর নিভর করেই পাওয়ার ইচ্ছা, না পাওয়ার বেদনা, পাওয়ায় সুখের অনুভূতি, না পাওয়ায় দুঃখের অনুভূতি৷ পাওয়ার হিংস্রত্ব চেতনা, না পাওয়ার পশুত্ব চেতনা, পাবার পবিত্র বাসনা, না পাবার অনুশোচনা,...........৷
এভাবেই প্রতিনিয়ত এই দেহটা মনের এই বাসনা কামনার কাছে দাসত্বের কাজ করছে৷ না পাওয়ার বিরহে কে অশ্রু ঝড়াছে? মন টাই ঝড়াচ্ছে আর এই দেহটা চাকরের মত প্রতিনিয়ত কেঁদেই যাচ্ছে৷ না পাওয়ার বেদনায় অনুতাপ, অনুশোচনা, দুঃখ সবকিছুইর মূলেই এই মন৷ অথচ দেহটাও তখন তার সাথে তাল মিলিয়ে গোমরা হয়ে বসে থাকে৷ কারোর প্রতি মনে মনে খুব রাগ হচ্ছে অথচ এই দেহটাই সেটার ভাব প্রকাশ করে, হয় চোখের ইশারায়, নয়তো কথা বার্তায়৷ মন থেকেই পাওয়া পশুত্ব চেতনা অথচ এই দেহটাই হিংস্র সিংহের মত ঝাপিয়ে পরল তার উপর৷
সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি, বিরহের অনুভূতি, অনুশোচনার অনুভূতি, শোকের অনুভূতি,.......সবকিছুই এই মন থেকে যা দেখার সাধ্য কারো নেই৷ সে নিজে নিজে কারোর কাছে পরিচয় দিতে পারে না, তাই সে চাকর হিসেবে এই অধম শরীরটাকে বলদের মত খাটায়৷ কোন কিছু চিন্তা করবে তাও মন থেকেই আগে স্মরন করিয়ে দিবে৷ কোন কিছু করবে তাও এই মন থেকেই পরিকল্পনা করে দেয়৷ খাওয়া-দাওয়া, হাঁটা-চলা, কথা-বার্তা সবকিছুতেই এই মনটা চাকরের মত খাটায়৷ আর দেহটা বলদের মতই দিনরাত হাল টানতেই থাকে, টানতেই থাকে৷ কিন্তু একটি বারও এই দেহের বেহাল দশার দিকে ভ্রুক্ষেপ করে না৷ এই দেহটা যে প্রতিনিয়ত জরায় কবলিত হচ্ছে, বার্ধক্যে বলিত হচ্ছে, মৃত্যু হচ্ছে তা কি দেখছি?
না৷ ভাবছি, "কই অামিতো ভালই আছি৷" অথচ প্রতিনিয়ত রোগে আক্রান্ত হচ্ছি তা নজরে আসছে না৷ রোগ মানেই যে মন আর দেহে ধর্ম৷ একজন মানুষ ২৪ঘন্টা শুয়ে থাকতে পারে না, ঘুম পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই উঠার বাসনা জাগে৷ এটাও যে একপ্রকার রোগ৷ তার সমাধান করছি বিছানা ছেড়ে উঠা৷ দাঁড়িয়ে আছি অনেকক্ষণ বসার ইচ্ছে হল৷ এটাই যে দেহের ধর্ম, তাই বসে পরলাম৷ পিপাসায় তৃষ্ণার্ত হলাম, পানি পান করে তার নিরাময় করলাম৷ এটাই যে দেহের ধর্ম৷ এককথায় যাকে বলা হয় প্রতিচ্ছন্ন জরা৷ যা জ্ঞান চক্ষুতেই প্রতীয়মান৷(অপ্রতিচ্ছন্ন-যে রোগ আমরা সবাই দেখছি)৷ একইভাবে প্রতিচ্ছন্ন ব্যাধি, অপ্রতিচ্ছন্ন ব্যাধি, প্রতিচ্ছন্ন মরণ, অপ্রতিচ্ছন্ন মরণ৷
যতক্ষণ পর্যন্ত এই দেহ সুস্থসবল ততক্ষণ পর্যন্ত মানুষের মনও সুস্থসবল৷ তার কল্পনার চিন্তা শক্তিও সুস্থসবল৷ দেহ যখন ধীরে ধীরে জরা জীর্ণ হতে থাকে তার আকাঙ্খাগুলোও ধীরে ধীরে জরা জীর্ণ হতে থাকে৷ আর কতদিন দাসত্বগিরি করবেন এই মনের কাছে? মনের ধর্ম টাকে জানার চেষ্টা করুন৷ হিংস্র এই মনটাকে দমন করতে হবে আমাকে আপনাকেই।
সেদিন মাধুরীর দেহটা শুভর পুরুষালী দেহের নিচে চর্ষিত হচ্ছিলো ঠিকি কিন্তু মন! মন সেতো অন্য কোথাও ভিন্ন কিছুর খেয়ালে নিজেকে ডুবিয়ে রেখেছিল৷ দেহখানা কাম খেলায় রতি সিঞ্চনে ব্যস্ততা দেখালেও মস্তিষ্ক, সে তো মজিয়ে রেখেছে নিজেকে অন্য কারও ভাবনায়। না চাইতেও বারবার সেই পিত বর্ণের অদ্ভুত মায়া ধরা চোখ গুলো বিস্তার বাড়িয়ে চলেছে নিজের মাধুরীর মন জুড়ে। খুব ইচ্ছে করছিলো নিজের খেয়ালে সেই অদেখা মুখটা কল্পনার মানসপটে এঁকে পূর্ণতা দিয়ে মনের তৃষ্ণা মেটাবার। কেন জানি মনে হচ্ছে পুরো মুখটা দেখা না পর্যন্ত মনটাকে আর শান্ত করা যাচ্ছে না। মন যদি অন্য কাজে বিভোর থাকে তবে কি দেহ কি আর আপন কাজে ঠিক গতিতে চলতে পারে? বারবার তাল হারানো মাধুরীর উদাস অমনোযোগী মুখটার দিকে তাকিয়ে ভেতর থেকে শূন্য দীর্ঘশ্বাস ব্যতীত আর কিছুই বের হচ্ছিলো না শুভর। তবে দেহ তো কাজটা সমাপ্তির অপেক্ষায় ক্ষন গুণছে তাই মনে বেদনার সুর টানলেও দেহ রসের উদগীরণ টা ত্বরান্বিত করবার প্রয়াসে ব্যস্ত হওয়া শুভর মন মাধুরী ভেতরের কি চলছে সেটা জানবার প্রয়াস করবার মত স্থিতি পাচ্ছিলো কই?
আজকাল আলেয়া রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করে একজনের জন্য, সেই একজন টা যে বিশেষ কেউ সেটা তো আর বিস্তৃত গদ্য লেখে সবাইকে জানাতে হবে না নিশ্চয়ই। সুমন ফিটফাট কেতাদুরস্ত হয়ে সময়ের আগেই চলে আসার চেষ্টা করে প্রতিদিন। তবে ভাগ্যে থাকলে সেটা ফেরাবার সাধ্য কার তাই তো আলেয়া কে রোজ কিছুটা সময় অপেক্ষা করতেই হয়। সময় নষ্ট করার মত মেয়ে সে নয় তবে প্রেমের বাতাস যার গায়ে লাগে তার যে সময় জ্ঞান লাটে উঠলো বলে। এমনিতে হলে এই অপেক্ষা টা বিষের মত লাগতো তবে সুমনের জন্য ওমন করে রাস্তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকার অপেক্ষাটা বেশ মিষ্টি মধুর লাগে। হঠাৎ করেই নজর কাড়ে উদভ্রান্তের মত কারও দৌড়ে আসা দেখে, আলেয়ার কুঞ্চিত চোখের তীক্ষ্ণ দৃষ্টি ছুটে আসা ব্যক্তিটাকে চিনে নেয় মূহুর্তেই। সুমন কে ওমন ভাবে দৌড়াতে দেখে খানিকটা লাজের রাঙা ছটায় ছড়িয়ে পড়ে আলেয়ার চোখে মুখে। আলেয়ার সামনে এসে কুঁজো হয়ে হাঁপাতে হাঁপাতেই বলে উঠে,
সসস..স্যরিইই এহহ একটু লেএএট হয়ে গেলওওও, ইশশশ আমাআআার জওওন্য এতওওক্ষণ দাঁড়িয়েএএ থাকতে হলো তোমাকে।
নাকে মুখে ভেংচি কেটে সুমনের থেকে নিজের মুখটা আড়াল করে নেয়,
আপনাকে কে বললো যে আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। আমার কি খেয়ে দেয়ে কোন কাজ নেই নাকি। যাই এখানে দাড়িয়ে থাকলে কলেজের লেট হবে।( আলেয়া কোন মতে নিজের উপচে পড়া হাসিটাকে আটকে রেখে সুমনকে পাশ কাটিয়ে হন হন করে হাঁটতে শুরু করে)
এই হলো মেয়েদের এক দোষ, কিচ্ছু হয়ে যাক তবুও মনের কথা মুখে বলবে না। নিজের সত্যটা আড়াল করে কি যে আনন্দ পায় কে জানে। যাই আবার পিছু পিছু ছুটি তা নইলে তো আবার কখন অভিমান করে বসে কে জানে, কথা গুলো ভাবতে ভাবতে সুমন আলেয়ার পিছন পিছন হাটতে থাকে।
দুটো মানুষের মাঝে যত নিঃশব্দের বাক্যালাপ হয় তার সবটাই তো ঐ ভুবন জুড়ানো মায়ার আধারে ঢাকা সদা চঞ্চল চোখ দুটি দিয়েই। কত না বলা কথা কত শত মানে-অভিমানের আড়ালে থাকা শব্দের খেলা সবটুকুই তো চোখের তাড়ায় প্রতিফলিত হয় অবিরত। শুধু সেই ভাষা বুঝার মত আরেক জোড়া চোখের দরকার হয়। তবেই না সেই না বলা কথা গুলো ধরা দেয় নিজেদের অন্তর চক্ষুতে। গল্পের নিখিল বলো কিংবা লক্ষ্মী ওদের দুজনেরই বুঝি সেই চক্ষু আছে। তবেই না এতো মানুষের ভীড় ঠেলে উৎসুক চোখ জোড়া কতই না প্রেমালাপ করে যায় আড়ালে আবডালে। "প্রেমালাপ" এটা বললাম কেন? তবে কি ওরা দুজনে প্রেম করছে কিন্তু সেটা সম্ভব কি করে? লক্ষ্মী একজনের বিবাহিতা স্ত্রী একটা সন্তানও আছে তার তবে কি করে নিখিলের প্রেমে সে পড়তে পারে।
এটাও ঠিক কথা হুট করে ফেলে দেয়া যায় না, তাই আমিও আর রিস্ক নিতে গেলাম না। না লক্ষ্মী আর নিখিলের মাঝে কোন প্রেম টেম নেই। তবে হ্যাঁ এটা স্বীকার করতেই হবে বিগত দিনগুলোতে ওদের দুজনের মাঝের দূরত্ব টা ইতিবাচক ভাবেই কমে এসেছে আর উভয়ের জন্য তাদের অবচেতন মনের কোনে একটা সফট জোন তৈরী হয়েছে৷ তবে আমাদের সমাজ কেও তো দেখতে হবে তাই নয় কি? সেটারও অনেক বেড়াজাল আছে চাইলেও আমরা অনেক কিছু বলতে পারি না অনেক কিছু করতে পারি না। একটা সীমাবদ্ধতার মাঝ দিয়েই আমাদের যেতে হয়।
আর সেটারই প্রভাবে একজন বিবাহিত স্ত্রীয়ের সঙ্গে এলাকায় অন্য একটা তেমন ভাবে পরিচিত নয় ওমন একজন পুরুষের সাথে আলাপচারিতা ভালো ভাবে দেখা হয় না। তাই বুঝি ওরা দুজনেই সেটারই বলি হয়ে চলেছে প্রতিনিয়ত। মন চাইলেও যে আর সামনাসামনি কথা বলা হয়ে উঠে না, অপারগতায় দুটি হৃদয়ের শেষ আশ্রয় ঐ চোখ দুটি। দূর থেকেই কত কথা বলে যায় গল্পের ছলে, কত স্বপ্ন বুনায় রঙিন কল্পনার সুতোয়। আর সেই সবকিছুই হয় বিশ্বাসের শক্তিতে, বিশ্বাসের ভিত টা যত মজবুত হয় সম্পর্কের চূড়া ততোধিক উঁচুতে উঠানো যায়।
নিখিল আর লক্ষ্মীর মাঝে সেই বিশ্বাস টা গড়ে উঠতে শুরু করেছে। একজন অন্যকে বিশ্বাস করছে আর সেই বিশ্বাসের সেতু ধরেই একে অন্যের কাছাকাছি আসছে। সেই কাছে আসার গতিটা ধীর হতে পারে তবে উল্লেখ্য যোগ্য ভাবেই উভয়ের জীবনে সম্প্রসারিত ভাবেই ব্যাপক প্রভাব বিস্তার করছে।
লক্ষ্মীর জল তুলা শেষ হয়ে গেলেও খানিকটা সময় নেবার চেষ্টা করে, যেন আরও কিছুক্ষণ নিখিলের সামনে থাকার অতি সাধারণ সহজ সরল অজুহাত। পচুই টা খুব বিরক্ত করছে বাড়ি ফিরে যাবার জন্য। ঐ বা কিরবে ছোট্ট পেটে যে খিদের ছুঁচো টা দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। নিষ্পলক চাহনিতে ঈষৎ বেদনার অভিব্যক্তি ফুটে উঠা লক্ষ্মীর চোখ দুটো ছলছল হয়ে উঠে। নিখিলের নিজেকে খুব অসহায় লাগে নিজেকে, এতোটা কাছে আছে তবুও কোন এক অদৃশ্য বাঁধার কাছে হার মেনে প্রিয় মানুষটাও অস্পৃশ্য হয়ে গেছে। নয়তো ভরসার স্পর্শে জানান দিতো ভয় করো না মন খারাপের গান ধরো না, আমি তো আছি তোমার পাশে তোমার হয়ে। লক্ষ্মী চাইলেও আর কালক্ষেপণ করতে পারে না, নারী সত্তার বাইরেও তার আরেকটা সত্তা আছে মাতৃ সত্তা সেটা যে জেগে উঠেছে। নারী বা একজন মা সবকিছু উপেক্ষা করতে পারে সেই ক্ষমতা শক্তি সে রাখে তবে সন্তানের ডাক উপেক্ষা করার মত শক্তি হয়তো সৃষ্টি কর্তা তাকে দেয়নি কিংবা এটাই হয়তো প্রকৃতির আজব খেয়াল। পচুই কে কোলে তোলে নিয়ে বাড়ির দিকে ফিরার জন্য পা বাড়ায় সে। নিখিল নির্বাক কাতর চোখে প্রিয়তমার প্রস্থানের দিকে তাকিয়ে থাকে৷
কই গো নিখিল?? পাম্প টা ছেড়ে দাও ট্যাংকে তো পানি নেই....
মালকিনের গলার স্বরে নিখিল পার্থিব জগতে ফিরে আসে, না এবার তাকে যেতে হবে। দ্রুত পা বাড়ায় বাড়ির দিকে।
পরশু থেকে অনির্বাণের পরীক্ষা শুরু হবে, আজকাল আর তেমন বাড়ি থেকে বাইরে বের হয় না। ওর মা তো ছেলের এমন পরিবর্তনে বেশ অবাকই হয়েছে, তবে ঘরে থেকে পড়াশোনায় মজে আছে দেখে বিষয়টা নিয়ে আর কথা বাড়ায় না। তবে এর পিছনের মূল কারিগর যে তার গুনধর ছেলের প্রেমিকা রুমার সেটা আর অনির্বাণের মায়ের জানা হয় না, তবে ওমন উড়নচণ্ডী ছেলে ঘরমুখো হয়েছে দেখে তিনি বেজায় খুশি। রুমার কথা মতো সাবজেক্ট ভিত্তিক যে ডাউট গুলো ছিল সেগুলো একটা খাতায় টুকে রেখেছিল, এখন সেটাতেই চোখ বুলিয়ে যাচ্ছিলো আর ডাউট গুলো সলভ করে নেবার চেষ্টা করছে। হঠাৎ করেই ফোনটা বেজে উঠতে মাথা বাড়িয়ে উকি দিতেই অনির্বাণে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে,
কি করছো?
এইতো পড়ার টেবিলেই আছি, তুমি?
মাত্রই কলেজে আসলাম, নাস্তা করেছো?
হুম করেছি ম্যাডাম। তুমি নাস্তা করে গিয়েছো?
হ্যাঁ, আচ্ছা এখন পড়ো। আর বেশি চাপ নেবার দরকার নেই যেগুলো আগে থেকে পড়া আছে সে গুলোই আরেকবার করে দেখে নাও তাতেই হবে। এখন রাখি ক্লাসে যাবো, পড়ে কথা হবে।
ওকে ওকে যেমন যেমন করে বলছো তেমন করেই হবে। তবে একটা কিছু পেলে মনটা আরও ভালো করে পড়ায় বসতো।
কি?
ঐ যে ঐটা...
(রুমা বুঝতে পারে অনির্বাণ তার কাছে কি চাইছে) না না এখন হবে না কলেজে আছি তো।
ছোট্ট করে কেউ বুঝবে না প্লিজ...
ঠিক আছে ঠিক আছে, উমমমম্মাহহহহ। হয়েছে তো নাকি?
উম্মাহহহ, আলবাত হয়েছে আচ্ছা রাখি তাহলে।
ধীরে ধীরে অনির্বাণের মাঝে জেগে উঠা অস্বস্তি টা কাটতে শুরু করেছে৷ সেদিনের ঘটনার পর তো রুমার সাথে কথা বলার সাহসটাই কুলিয়ে উঠতে পারতো না তবে এখন একটু একটু করে আবার সেই আগের অনির্বাণ হয়ে উঠছে। তবে এটাতেও রুমার এফোর্ট টাই বেশি, ও নিজে থেকে যদি ফোন করে বা সামনাসামনি কথা না বলতো তবে এতোটা ইজি হতে হয়তো আরও খানিকটা সময় লেগে যেত। আজকাল অনির্বাণ আবার সেই পুরনো আবদার গুলোর সুর তুলতে থাকে তবে কিঞ্চিৎ ভীত মনে। কিন্তু বারবার ওকে অবাক করে রুমার সেই আবদার গুলো মিটিয়েও দিচ্ছে। তবে এবার অনির্বাণ আর তাড়াহুড়ো করার মাঝে নেই, ধীরে চলো নীতিতেই সেই অতীত অভিসন্ধি টা এখনো লালন করে চলেছে।
ক্লাসে মাধুরীর দেহের অবস্থান ঠিকই আছে তবে মন সে তো খেয়ালি বাতাসে এদিক ওদিক উড়তে থাকা ঘুড়ির মতই অস্থির হয়ে আছে। এতটা ব্যাকুল হয়ে উঠার কারণ কি? সে তো অনুসন্ধানের দরকার আছে। একটা পর একটা ক্লাস হচ্ছে আর প্রতিবার ক্লাস টা শেষ হবার পরই ইতিউতি তাকিয়ে উৎসুক চোখে কাউকে খুঁজে চলেছে মাধুরী৷ আর প্রতিবারই আশাহত হবার যন্ত্রণা টা স্পষ্ট হয়ে উঠে ওর মুখের অভিব্যক্তিতে। কিন্তু প্রশ্ন হলো ঘটনা টা কি? কি হয়েছে আজ ওর? কাকে খুঁজে চলেছে ওমন হন্যে হয়ে৷ সেটা যে শুভ না সেটা তো ঘটনা প্রবাহে স্পষ্টত, ওকে ওমন করে খোঁজার কি দরকার মাধুরীর একটা কল করলেই যথেষ্ট ওমনি প্রদীপের দৈত্যের মত শুভ হাজির হয়ে যাবে।
এখন একটা গ্যাপ আছে তারপর আবার ক্লাস হবে, মানে এটা হলো কলেজ লাইফের অলিখিত টিফিন টাইম। কোনমতে ব্যাগটা গুছিয়েই মাধুরী ছুটে ক্লাস থেকে বেড়িয়ে গেল। আর ছুটতে ছুটতে হাজির হলো টিচার স্টাফ রুমের কাছে। বাইরে থেকে উঁকি দিয়ে ভেতরের কাউকে দেখার চেষ্টা করছে, খানিক চেষ্টার পরও কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে না পাবার হতাশা ব্যক্ত হয় একটা দীর্ঘশ্বাসে৷ তবে এতো সহজে হাল ছাড়ার মেয়ে মাধুরী নয়, এখানেই নেই তাতে কি কোথায় আছে সেটার খবর তার নিতেই হবে। আর সেটার জন্য শেষ ভরসা ডিপার্টমেন্টের পিয়ন মামা। পিয়ন মামার কাছে এগিয়ে গিয়ে মাধুরী জিজ্ঞেস করে,
মামা কৌশিক স্যার কোথায়? কোথাও দেখছি না যে...
মুখ ভর্তি পান চিবোতে চিবোতে বলে উঠলো,
স্যার তো আইজকা আসে নাই, ছুটি নিসে।
বাকি আশা টুকু ফুরিয়ে যেতেই চুপসানো বেলুনের মত মুখের সাথে ভগ্ন হৃদয় খানা নিয়ে মাধুরীর ছোট ছোট পা ফেলে ক্লাসে ফিরে আসে।
তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মাধুরী কেন তার স্যার কৌশিকের খুঁজ করছিলো? এটার সদুত্তর হয়তো মাধুরী নিজেও দিতে পারবে না। কি বা উত্তর সে দিতে পারে প্রশ্নের বিপক্ষে? হ্যাঁ স্টুডেন্ট হিসেবে পড়াশোনার বিষয়ে দরকার থাকতেই পারে কিন্তু সেটার ধারে কাছেও তো মাধুরীর কোন কাজ ছিলো না। তবে? মাধুরীর অশান্ত মন কিছু একটা অন্বেষণ করে চলেছে গত কয়েকদিন ধরে। সেই পিত বর্ণের চোখ গুলো ওমন মায়াবী চোখের নেশা আজও যে সে কাটিয়ে উঠতে পারছে না। স্যার কে সামনে থেকে দেখার তেমন কোন সুযোগ মিলে নি তবে যতটা কাছাকাছি থেকে দেখা সম্ভব ততোবারই মনে হয়েছে স্যারের চোখ দুটো যেন ঐ অচেনা আর্ট করা মানুষটার সাথে খুব করে মিলে যায়। তাই হয়তো দুজনের মাঝে কোন একটা যোগসূত্র খোঁজার ব্যর্থ প্রয়াশ করে যাচ্ছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে মাধুরীর, হাই বেঞ্চে থাকা ব্যাগটাতে মাথা ঠেকিয়ে দু চোখ বন্ধ করে নেয়।
মা যে সেই কখন গেল এখনো আসার নাম নেই, এই বিকেলে একটু চা খেতে ইচ্ছে করছিলো। একবার ভাবলো নিজেই করে নিবে কিন্তু রান্নাঘরে ঢুকে মাথা ঘুরে গেল। কোথায় কি আছে সেটা তো এখনো জানা হয় নি, আগের বাড়িতে সব কিছু নখদর্পনে ছিল এখানে এখনো তেমন করে কিছুই দেখা হয়ে উঠেনি। বাড়ি থেকে বেড়িয়ে নিখিল কে মা কোথায় গিয়েছে জিজ্ঞেস করতেই হাতের ইশারায় সামনের বাড়িটা দেখিয়ে দিল। কিছুটা ভাবতে ভাবতে কৌশিকও সেই বাড়িটার দিকে এগিয়ে যায়। সারাদিন শুয়ে থেকে শরীরটা ম্যাজম্যাজ করছিলো, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে সেই সাথে নতুন মানুষজনের সাথেও পরিচয় হয়ে যাবে। নিখিল কে বাড়ির দিকে নজর রাখতে বলে গুটি গুটি পায়ে কৌশিক এগিয়ে চলে।
মাধুরী স্কুটিটা স্ট্যান্ড করে লম্বা লম্বা পায়ে বাড়ির ভেতরে ঢুকতেই ছোট বোনকে দেখলো বসার ঘরের ফ্লোরে সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। কাছে এগিয়ে যেতেই বুঝতে পারলো ছবিতে রঙ দেয়ার কাজ করছে আপন মনে, তবে ছবিটা যে বোনের আঁকা না সেটা বুঝতে বেশি সময় লাগলো না। পেপারে আঁকা ছবিটা কোন পাকা হাতের কাজ। মাথা উঁচিয়ে দিদির দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে আবার রঙ করাতে মনোযোগ দেয়। মাধুরী নিজের ঘরের দিকে এগিয়ে যাবার জন্য সিঁড়ি ধরতে যাবে তখনি একটা আওয়াজ শুনে পা দুটো থমকে দাঁড়ায়। একটা পুরুষালী গলা তবে সেটা ওর পরিচিত কারও নয়। এমন সময় কে আসতে পারে বাড়িতে তাও আবার অপরিচিত একজন।
আওয়াজ টা রান্নাঘরের দিক থেকে আসছে, মাধুরী পেছন ফেরে আলতো পা ফেলে নিঃশব্দে সেদিকে এগিয়ে যায়। কাছাকাছি এসেই আবার চমকে উঠে দাঁড়িয়ে যায় কিছু একটা শুনে। ভেতর থেকে সেই পুরুষ আওয়াজ টা আবার শুনতে পারছে,
ওহহ মাই সুইট ডার্লিং... আজ তোমার হাতে চা না খেয়ে আমি কোথাও যাচ্ছি না।
কথাটা শেষ হতেই একটা খিলখিল হাসির আওয়াজ কানে এসে পৌঁছায় মাধুরী। নাহ! নারী কন্ঠ টা অপরিচিত নয় এটা যে তার মায়ের গলার আওয়াজ।