08-01-2023, 10:51 PM
#___Part___2
.
.
---ওরে কেউ আমারে ধর,পড়ে গেলাম,,এই ছেড়ি মনে হয় সত্যিই পাগল হয়ে গেছে।ওরে আমি আবার কি মনে করাই দিলাম।(অপু)
কলেজ এসে নিচে গেটের সামনে দাড়িয়ে আছি।হঠাৎ স্যারের সদ্য কেনা নিউ বিএম ডব্লিউ কার টা দেখে মাথায় একটা শয়তানি বুদ্ধির উদয় হলো।
আমারে বকা দেওয়া নাহহ,,ব্যাটা আস্ত বড় একটা শয়তান।দাড়াও চান্দু!এইবার বুঝবা মজা?
ঋতুর সাথে পাঙ্গা নেয়া নাহহহ,এই বার হারে হারে টের পাবা।
,
স্কার্ফ থেকে কয়েকটা পিন খুলে টায়ারে শপাং শপাং করে ঢুকিয়ে হাওয়া ছেড়ে দিলাম।
এবার বাড়ি যায় কেমনে দেখি,নবাব পুত্র আমার তো হেটে যেতে পারে নাহ,প্রেস্টিজে লাগে উনার।
,
ক্লাস শেষে বাড়ি ফিরবো তাই পার্কিং থেকে গাড়ি বের করছিলাম।কি ব্যাপার "!
গাড়ি স্টার্ট নেয় না কেন?বার বার স্টার্ট দেই বাট নেয় না।
ওহহ শীট!বলেই হাতের তালুতে বারি দিলো শুভ্র।
এখান থেকে ওর বাসার দূরত্বও অনেক।বাস,অটো বা রিক্সা তে ওর যাওয়ার অভ্যাস নেই।ছোট থেকেই নিজেদের গাড়ি করে চলাফেরা করে।
আসার সময় ও তো ভালোই ছিল গাড়ি টা।হঠাৎ করে কি হলো কে জানে।
কি হয়েছে দেখার জন্য নিচে নামলেই দেখি টায়ার পামচার হয়ে আছে।কেউ টায়ারে সূচালো কিছু দিয়ে আঘাত করে হাওয়া বের করে দিয়েছে।
মাথায় কিছু ঢুকছে না,কে এসব করলো? আর করেই বা কি লাভ হবে তার?চারিপাশ টা ভালো করে গোয়েন্দাদের মতো ঘুরে ফিরে দেখছে শুভ্র।যদি কোনো ক্লু পাওয়া যায়!!
চারপাশ ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা সাদা স্টোনের পিন(মেয়েরা হেজাব বাধার সময়ে সাধারণত ব্যবহার করে থাকে।) দেখতে পেলো গাড়ির নিচে।
এটা কি?আর এখানেই বা এলো কোথা থেকে??
শুভ্র বাসায় কল দিয়ে ড্রাইভার গাড়ী নিয়ে আসতে বলছে।
এটা সার্ভিসিং এ পাঠিয়ে ঐটা নিয়ে ও বাসায় চলে যাবে।
.
--কিরে?তুই ঐভাবে দৌড়ে কই গেলি??আর কিসের কাজ ছিলো রে তোর?(উর্মি)
--ছিলো রে,,বলছি তোদের।(আমি)
--হু,বলে ফেল তো শুনি।(মধু)
তারপরে আমি সবাইকে বললাম স্যারের গাড়ির টায়ার লিক করার কথা।আমার কথা শুনে তো ওদের যায় যায় অবস্থা।চোখ কোটরের মধ্য থেকে মনে হয় এখনি বেরিয়ে আসবে একেকটার।
--তুই এসব কি করেছিস??একবার যদি শুভ্র স্যার জানতে পারে তো কেল্লাফতে করে দিবে।আমাদের আর আস্ত রাখবে না ঐ ডেভিল টিচার টা।এমনিতেই আমাদের দেখতে পারে না।
আমি আর বাপু তোদের সাথে নেই।(রবিন)
--তো যা নাহহ?তোরে কি ধরে রাখছি আমি? যত্তসব?
আমি মরি আমার জ্বালায়,,
যতক্ষণ না নিজের চোখে জল্লাদের বংশটার অসহায় মুখ টাকে দেখছি ততক্ষণ শান্তি নেই আমার।যখন দেখবে ওনার পছন্দের গাড়ির এই অবস্থা।
না জানি উনার রিয়েকশন টা কেমন হবে।ইশশশ!!যদি নিজের চোখে দেখতে পারতাম।?
কিন্তু সেটা তো আর সম্ভব নহে,ব্যাটা বুঝে যেতে পারে।
কিন্তু আমি সেই কৌতুহল টাকে দমিয়ে রাখবো আর কতক্ষণ এভাবে?
,
-----উফফফহহহহহ!!এই পাবনার শহরেও দেখি এখন ঢাকার মতো জ্যাম বেধে থাকে।এতো জনসংখ্যা,এতো গাড়ি ঘুরা।?মাঝেমাঝে মনে চায় বাড়ি ঘর বেইচা উগান্ডায় চলে যাই।কিন্তু আপসুস যাইতে পারি না।
এস.এস.সি পরিক্ষা চলছে সম্ভবত, আর মাত্র এক্সাম শেষ হলো মনে হয়।সব পরিক্ষার্থীকে ফাইল হাতে বের হতে দেখা যাচ্ছে।আর যার কারণেই এত্তো জ্যাম রাস্তায়।ধুরররর বোরিং,,,,,এভাবে আর কতক্ষণ বসে থাকতে হবে কে জানে??
এফএম টা চালু করে দিলাম।
সময় টা কেটে যাবে।চোখ টা বন্ধ করে রেডিও শুনছিলাম মনোযোগ দিয়ে।এতোই মনোযোগ দিয়ে শুনছি যে জ্যাম ছেড়ে গেছে কখন সেটা বুঝতেই পারি নি।
আল্লাহ এতো মনোযোগ যদি পড়াশুনার কাজে লাগাইতাম তাইলে নির্ঘাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে দেরি হতো না।?
এদিকে পেছন থেকে সব গাড়ি ওয়ালা হর্ন বাজিয়ে বাজিয়ে কানের বারো টা বাজিয়ে দিলো আমার।
মনে হয় খুব ক্ষেপে আছে।তাড়াতাড়ি গাড়ি টান দেই নইলে খবর করে দেবে পাব্লিক আমার।
ওহহহ নোহহ!!ভাগ্যিস ব্রেক কষেছিলাম নইলে খবর ছিল?এতক্ষণে মার্ডার কেসের আসামি হয়ে জেলে থাকতে হতো।
গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে গিয়ে,,,,,,,,,,
----সরিিিিি সরিিিি!!আপনি যে এভাবে সামনে এসে পড়বেন বুঝতে পারি নি আমি।
আপনার লাগে নি তো কোথাও???(অভি)
----নো নো,ইটস ওকে।It's only my fault.
আমারই উচিৎ ছিল গাড়ি দেখে পার হওয়া।আপনাকে এতো উত্তেজিত হতে হবে না আমার লাগে নি তেমন।
একটু ছিলে গেছে,,(শোভা)
--চলুন সামনেই ডক্টরের দোকান আছে।ক্ষত টায় ঔষুধ লাগাতে হবে।
--উহু,আপনাকে আর কষ্ট করতে হবে না।আমি একাই যেতে পারবো।(শোভা)
--উহু,নো এক্সকিউজ।ক্ষতটায় ইমিটেডলি ঔষুধ লাগাতে হবে।নইলে ইনফেকশন হয়ে যেতে পারে।আর এটুকু না করতে পারলে গুইল্টি ফিল হবে।
---ওকে!ওকে চলুন।(শোভা)
মেয়েটাকে সাথে করে হাসপাতাল রোড থেকে ডক্টর দেখিয়ে ক্ষত টায় ঔষুধ লাগিয়ে নিলাম।অনেক খানি কেটে গেছে।
Actually,মেয়ে টা গাড়ির ড্রাইভ করার সময় অপজিট সাইড থেকে হুট করে এসে পড়ে আমার গাড়ির সামনে,আর আমি জোরে ব্রেক কষায় যা হওয়ার তাই হলো।
,
---থ্যাংকস দিয়ে আপনাকে আর ছোট করতে চাই না।
--আরে না নাহহ ইটস ওকে।
তো চলুন আপনাকে বাসা অব্দি ড্রপ করে দেই।
ইটস ওকে।তার আর দরকার নেই।আমি একাই যেতে পারবো।আপনাকে আর কষ্ট করতে হবে না।
এমনিতেই আপনার গাড়ির সামনে পরে বিপদে ফেলতেছিলাম।(শোভা)
--কি যে বলেন না।বিপদে ফেলবেন কেনো?।যাই হোক চলুন!বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে আসি।ভয় নেই আপনার বাসা চলে যাবো না।(অভি)
--ভয় পাবো কেনো?ওকে চলুন।(শোভা)
গাড়ি টা ঘুরিয়ে চলতে শুরু করলাম।
,
এতক্ষণে খেয়াল করলাম মেয়ে টাকে।
হাল্কা ছিপছিপে গড়নের, উজ্জ্বল শ্যাম বর্নের মেয়েটি কে চোখে মোটা করে কাজল,খোলা চুলে সাদা লং চুড়িদারে বেশ ভালোই লাগছে।দেখে তো মনে হয় বয়স ১৬/১৭ আনুমানিক।
উফফহহহহহ কখন থেকে সেই মেয়ে টা মেয়েটা করছি।এখনো তো নাম টাই জানা হলো না।
,
উহুম,উহুমম!!গলা টা ঝাকিয়ে কথা বলার জন্য প্রস্তুত করে নিজেকে।
ইয়ে মানে এতক্ষণ পর্যন্ত আমরা কেউ কারো সম্পর্কে কিছুই জানতে পারলাম না।
---হুমমম,আমি শোভা।শোভা আহমেদ।এবার ইন্টার ১ম বর্ষ, সরকারী মহিলা কলেজ।
মা বাবার একমাত্র রাজকন্যা অবশ্য বড় ভাই আছেন যার কলিজা আমি।?এবার আপনি বলুন
--তা তো অবশ্যই বলতে হবে।আমি অভি,
বাসায় মা আছেন শুধু,আর বাবা অনেক আগেই মারা গেছেন।
--নাইস টু মিট ইউ,
--মি টু,,
,
স্টপ!স্টপ দ্যা কার।এটাই আমার বাসা।
গল্প করতে করতে কখন যে নিজ গন্তব্যপথে চলে এসেছি বুঝতেই পারি নি।গাড়ি থেকে নেমে।
---চলুন ভেতরে যাবেন।কফি খাবেন,,
--নো ইটস ওকে।আমার একটু তাড়া আছে,অন্য আরেক দিন।
--উমম!!অন্য আরেকদিন আপনাকে পাবো কোথায়?(শোভা)
---তাও ঠিক!ওকে আমার কন্টাক্ট নাম্বার টা রাখুন।
--হু,আইডি আছে??(শোভা)
--সরি!বুঝলাম না!
--বুদ্ধু!ফেসবুক আইডি আছে না আপনার??(শোভা)
---হুমম
---ওকে,নাম বলুন।
---অভি চৌধুরি।
--??ইয়ার্কি মারছেন আমার সাথে???(শোভা)
---আজব তোহ!আপনি কি আমার বেয়াইন যে ইয়ার্কি করুম আপনার লগে।
---আপনি সত্যিই অভি চৌধুরি?মিন সেলিব্রেটি রাইটার অভি চৌধুরি।
--হুমম,আমিই অভি চৌধুরি।তবে সেলিব্রেটি বা রাইটার নই।শখের বসে দু একটা গল্প লেখে থাকি।
কিন্তু আপনি জানলেন কিভাবে???(অভি)
---আমি আপনার সব গল্পই পড়েছি।বিশ্বাস করুন একবার না,,একেকটা গল্প বার বার পড়ি।আপনি এতো নিখুঁত করে কিভাবে লেখেন???আপনি কি জানেন আমি আপনার কত্ত বড় বিশাল ফ্যান??
---ওহহহ রিয়েলী??জানতাম না তোহহ,,
--তা আপনার আইডি নেম কি??(অভি)
--বলবো না,,
--কেনো??আমি বললাম না????(অভি)
---??আপনিই সেই বদ গুনধর পাঠক??যে আমায় ইনবক্সে হুমকি দেন??
---হুমমম,,ঠিকই তো আছে।আপনি গল্প দেন না কেনো এখন??
--সময় হয় না তাই,,
---সময় বের করুন।
--চেষ্টা করবো।আচ্ছা, আজকের মতো বায়।
--হু,বায়।
,
আমার তো খুশিতে লুঙ্গী ডান্স দিতে ইচ্ছে করছে যে আমি আমার ক্রাশ অভির সাথে এতক্ষণ ছিলাম।?
আচ্ছা, এটা আমার কল্পনা নয় তো?চোখ খুললেই হারিয়ে যাবে?হাতে চিমটি কেটে,,ওমাগোোোোোোোোোো,,,,,
তারমানে এটা আমার স্বপ্ন নয় বাস্তব।ইশশশশশশ?
আমার এতো খুশি লাগে ক্রে,,,,(শোভা)
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
#চলবে
.
.
---ওরে কেউ আমারে ধর,পড়ে গেলাম,,এই ছেড়ি মনে হয় সত্যিই পাগল হয়ে গেছে।ওরে আমি আবার কি মনে করাই দিলাম।(অপু)
কলেজ এসে নিচে গেটের সামনে দাড়িয়ে আছি।হঠাৎ স্যারের সদ্য কেনা নিউ বিএম ডব্লিউ কার টা দেখে মাথায় একটা শয়তানি বুদ্ধির উদয় হলো।
আমারে বকা দেওয়া নাহহ,,ব্যাটা আস্ত বড় একটা শয়তান।দাড়াও চান্দু!এইবার বুঝবা মজা?
ঋতুর সাথে পাঙ্গা নেয়া নাহহহ,এই বার হারে হারে টের পাবা।
,
স্কার্ফ থেকে কয়েকটা পিন খুলে টায়ারে শপাং শপাং করে ঢুকিয়ে হাওয়া ছেড়ে দিলাম।
এবার বাড়ি যায় কেমনে দেখি,নবাব পুত্র আমার তো হেটে যেতে পারে নাহ,প্রেস্টিজে লাগে উনার।
,
ক্লাস শেষে বাড়ি ফিরবো তাই পার্কিং থেকে গাড়ি বের করছিলাম।কি ব্যাপার "!
গাড়ি স্টার্ট নেয় না কেন?বার বার স্টার্ট দেই বাট নেয় না।
ওহহ শীট!বলেই হাতের তালুতে বারি দিলো শুভ্র।
এখান থেকে ওর বাসার দূরত্বও অনেক।বাস,অটো বা রিক্সা তে ওর যাওয়ার অভ্যাস নেই।ছোট থেকেই নিজেদের গাড়ি করে চলাফেরা করে।
আসার সময় ও তো ভালোই ছিল গাড়ি টা।হঠাৎ করে কি হলো কে জানে।
কি হয়েছে দেখার জন্য নিচে নামলেই দেখি টায়ার পামচার হয়ে আছে।কেউ টায়ারে সূচালো কিছু দিয়ে আঘাত করে হাওয়া বের করে দিয়েছে।
মাথায় কিছু ঢুকছে না,কে এসব করলো? আর করেই বা কি লাভ হবে তার?চারিপাশ টা ভালো করে গোয়েন্দাদের মতো ঘুরে ফিরে দেখছে শুভ্র।যদি কোনো ক্লু পাওয়া যায়!!
চারপাশ ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা সাদা স্টোনের পিন(মেয়েরা হেজাব বাধার সময়ে সাধারণত ব্যবহার করে থাকে।) দেখতে পেলো গাড়ির নিচে।
এটা কি?আর এখানেই বা এলো কোথা থেকে??
শুভ্র বাসায় কল দিয়ে ড্রাইভার গাড়ী নিয়ে আসতে বলছে।
এটা সার্ভিসিং এ পাঠিয়ে ঐটা নিয়ে ও বাসায় চলে যাবে।
.
--কিরে?তুই ঐভাবে দৌড়ে কই গেলি??আর কিসের কাজ ছিলো রে তোর?(উর্মি)
--ছিলো রে,,বলছি তোদের।(আমি)
--হু,বলে ফেল তো শুনি।(মধু)
তারপরে আমি সবাইকে বললাম স্যারের গাড়ির টায়ার লিক করার কথা।আমার কথা শুনে তো ওদের যায় যায় অবস্থা।চোখ কোটরের মধ্য থেকে মনে হয় এখনি বেরিয়ে আসবে একেকটার।
--তুই এসব কি করেছিস??একবার যদি শুভ্র স্যার জানতে পারে তো কেল্লাফতে করে দিবে।আমাদের আর আস্ত রাখবে না ঐ ডেভিল টিচার টা।এমনিতেই আমাদের দেখতে পারে না।
আমি আর বাপু তোদের সাথে নেই।(রবিন)
--তো যা নাহহ?তোরে কি ধরে রাখছি আমি? যত্তসব?
আমি মরি আমার জ্বালায়,,
যতক্ষণ না নিজের চোখে জল্লাদের বংশটার অসহায় মুখ টাকে দেখছি ততক্ষণ শান্তি নেই আমার।যখন দেখবে ওনার পছন্দের গাড়ির এই অবস্থা।
না জানি উনার রিয়েকশন টা কেমন হবে।ইশশশ!!যদি নিজের চোখে দেখতে পারতাম।?
কিন্তু সেটা তো আর সম্ভব নহে,ব্যাটা বুঝে যেতে পারে।
কিন্তু আমি সেই কৌতুহল টাকে দমিয়ে রাখবো আর কতক্ষণ এভাবে?
,
-----উফফফহহহহহ!!এই পাবনার শহরেও দেখি এখন ঢাকার মতো জ্যাম বেধে থাকে।এতো জনসংখ্যা,এতো গাড়ি ঘুরা।?মাঝেমাঝে মনে চায় বাড়ি ঘর বেইচা উগান্ডায় চলে যাই।কিন্তু আপসুস যাইতে পারি না।
এস.এস.সি পরিক্ষা চলছে সম্ভবত, আর মাত্র এক্সাম শেষ হলো মনে হয়।সব পরিক্ষার্থীকে ফাইল হাতে বের হতে দেখা যাচ্ছে।আর যার কারণেই এত্তো জ্যাম রাস্তায়।ধুরররর বোরিং,,,,,এভাবে আর কতক্ষণ বসে থাকতে হবে কে জানে??
এফএম টা চালু করে দিলাম।
সময় টা কেটে যাবে।চোখ টা বন্ধ করে রেডিও শুনছিলাম মনোযোগ দিয়ে।এতোই মনোযোগ দিয়ে শুনছি যে জ্যাম ছেড়ে গেছে কখন সেটা বুঝতেই পারি নি।
আল্লাহ এতো মনোযোগ যদি পড়াশুনার কাজে লাগাইতাম তাইলে নির্ঘাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে দেরি হতো না।?
এদিকে পেছন থেকে সব গাড়ি ওয়ালা হর্ন বাজিয়ে বাজিয়ে কানের বারো টা বাজিয়ে দিলো আমার।
মনে হয় খুব ক্ষেপে আছে।তাড়াতাড়ি গাড়ি টান দেই নইলে খবর করে দেবে পাব্লিক আমার।
ওহহহ নোহহ!!ভাগ্যিস ব্রেক কষেছিলাম নইলে খবর ছিল?এতক্ষণে মার্ডার কেসের আসামি হয়ে জেলে থাকতে হতো।
গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে গিয়ে,,,,,,,,,,
----সরিিিিি সরিিিি!!আপনি যে এভাবে সামনে এসে পড়বেন বুঝতে পারি নি আমি।
আপনার লাগে নি তো কোথাও???(অভি)
----নো নো,ইটস ওকে।It's only my fault.
আমারই উচিৎ ছিল গাড়ি দেখে পার হওয়া।আপনাকে এতো উত্তেজিত হতে হবে না আমার লাগে নি তেমন।
একটু ছিলে গেছে,,(শোভা)
--চলুন সামনেই ডক্টরের দোকান আছে।ক্ষত টায় ঔষুধ লাগাতে হবে।
--উহু,আপনাকে আর কষ্ট করতে হবে না।আমি একাই যেতে পারবো।(শোভা)
--উহু,নো এক্সকিউজ।ক্ষতটায় ইমিটেডলি ঔষুধ লাগাতে হবে।নইলে ইনফেকশন হয়ে যেতে পারে।আর এটুকু না করতে পারলে গুইল্টি ফিল হবে।
---ওকে!ওকে চলুন।(শোভা)
মেয়েটাকে সাথে করে হাসপাতাল রোড থেকে ডক্টর দেখিয়ে ক্ষত টায় ঔষুধ লাগিয়ে নিলাম।অনেক খানি কেটে গেছে।
Actually,মেয়ে টা গাড়ির ড্রাইভ করার সময় অপজিট সাইড থেকে হুট করে এসে পড়ে আমার গাড়ির সামনে,আর আমি জোরে ব্রেক কষায় যা হওয়ার তাই হলো।
,
---থ্যাংকস দিয়ে আপনাকে আর ছোট করতে চাই না।
--আরে না নাহহ ইটস ওকে।
তো চলুন আপনাকে বাসা অব্দি ড্রপ করে দেই।
ইটস ওকে।তার আর দরকার নেই।আমি একাই যেতে পারবো।আপনাকে আর কষ্ট করতে হবে না।
এমনিতেই আপনার গাড়ির সামনে পরে বিপদে ফেলতেছিলাম।(শোভা)
--কি যে বলেন না।বিপদে ফেলবেন কেনো?।যাই হোক চলুন!বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে আসি।ভয় নেই আপনার বাসা চলে যাবো না।(অভি)
--ভয় পাবো কেনো?ওকে চলুন।(শোভা)
গাড়ি টা ঘুরিয়ে চলতে শুরু করলাম।
,
এতক্ষণে খেয়াল করলাম মেয়ে টাকে।
হাল্কা ছিপছিপে গড়নের, উজ্জ্বল শ্যাম বর্নের মেয়েটি কে চোখে মোটা করে কাজল,খোলা চুলে সাদা লং চুড়িদারে বেশ ভালোই লাগছে।দেখে তো মনে হয় বয়স ১৬/১৭ আনুমানিক।
উফফহহহহহ কখন থেকে সেই মেয়ে টা মেয়েটা করছি।এখনো তো নাম টাই জানা হলো না।
,
উহুম,উহুমম!!গলা টা ঝাকিয়ে কথা বলার জন্য প্রস্তুত করে নিজেকে।
ইয়ে মানে এতক্ষণ পর্যন্ত আমরা কেউ কারো সম্পর্কে কিছুই জানতে পারলাম না।
---হুমমম,আমি শোভা।শোভা আহমেদ।এবার ইন্টার ১ম বর্ষ, সরকারী মহিলা কলেজ।
মা বাবার একমাত্র রাজকন্যা অবশ্য বড় ভাই আছেন যার কলিজা আমি।?এবার আপনি বলুন
--তা তো অবশ্যই বলতে হবে।আমি অভি,
বাসায় মা আছেন শুধু,আর বাবা অনেক আগেই মারা গেছেন।
--নাইস টু মিট ইউ,
--মি টু,,
,
স্টপ!স্টপ দ্যা কার।এটাই আমার বাসা।
গল্প করতে করতে কখন যে নিজ গন্তব্যপথে চলে এসেছি বুঝতেই পারি নি।গাড়ি থেকে নেমে।
---চলুন ভেতরে যাবেন।কফি খাবেন,,
--নো ইটস ওকে।আমার একটু তাড়া আছে,অন্য আরেক দিন।
--উমম!!অন্য আরেকদিন আপনাকে পাবো কোথায়?(শোভা)
---তাও ঠিক!ওকে আমার কন্টাক্ট নাম্বার টা রাখুন।
--হু,আইডি আছে??(শোভা)
--সরি!বুঝলাম না!
--বুদ্ধু!ফেসবুক আইডি আছে না আপনার??(শোভা)
---হুমম
---ওকে,নাম বলুন।
---অভি চৌধুরি।
--??ইয়ার্কি মারছেন আমার সাথে???(শোভা)
---আজব তোহ!আপনি কি আমার বেয়াইন যে ইয়ার্কি করুম আপনার লগে।
---আপনি সত্যিই অভি চৌধুরি?মিন সেলিব্রেটি রাইটার অভি চৌধুরি।
--হুমম,আমিই অভি চৌধুরি।তবে সেলিব্রেটি বা রাইটার নই।শখের বসে দু একটা গল্প লেখে থাকি।
কিন্তু আপনি জানলেন কিভাবে???(অভি)
---আমি আপনার সব গল্পই পড়েছি।বিশ্বাস করুন একবার না,,একেকটা গল্প বার বার পড়ি।আপনি এতো নিখুঁত করে কিভাবে লেখেন???আপনি কি জানেন আমি আপনার কত্ত বড় বিশাল ফ্যান??
---ওহহহ রিয়েলী??জানতাম না তোহহ,,
--তা আপনার আইডি নেম কি??(অভি)
--বলবো না,,
--কেনো??আমি বললাম না????(অভি)
---??আপনিই সেই বদ গুনধর পাঠক??যে আমায় ইনবক্সে হুমকি দেন??
---হুমমম,,ঠিকই তো আছে।আপনি গল্প দেন না কেনো এখন??
--সময় হয় না তাই,,
---সময় বের করুন।
--চেষ্টা করবো।আচ্ছা, আজকের মতো বায়।
--হু,বায়।
,
আমার তো খুশিতে লুঙ্গী ডান্স দিতে ইচ্ছে করছে যে আমি আমার ক্রাশ অভির সাথে এতক্ষণ ছিলাম।?
আচ্ছা, এটা আমার কল্পনা নয় তো?চোখ খুললেই হারিয়ে যাবে?হাতে চিমটি কেটে,,ওমাগোোোোোোোোোো,,,,,
তারমানে এটা আমার স্বপ্ন নয় বাস্তব।ইশশশশশশ?
আমার এতো খুশি লাগে ক্রে,,,,(শোভা)
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
#চলবে