08-01-2023, 05:33 PM
(This post was last modified: 08-01-2023, 05:36 PM by chitrangada. Edited 2 times in total. Edited 2 times in total.)
(08-01-2023, 03:47 PM)Baban Wrote: হ্যা জানিতো। প্রথমত আমার মতামতের উত্তর দেবার জন্য ধন্যবাদ। কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে কাবেরীর সাথে বুধন ঠিক যা যা করছে একই জিনিস স্বামী মানুষটা বারবার করলে কি মনে হতোনা সে শুধুই নিজের ইচ্ছে পূরণ করছে। আমাদের দৃষ্টিভঙ্গি কি পুরোপুরি একই থাকতো দুটো মানুষের প্রতি? বুধন এর মনে কাবেরীর প্রতি ভালোলাগা একশোবার আছে। সে যে তার সন্তানকে দুধ দিয়েছে। কিন্তু বুধন যা যা করেছে পুরোটাই কি ঠিক? যেমন অরুণাভও কোনো মহান পুরুষ নয় তেমনি সেও নয়। এর মাঝে কাবেরী হয়তো মুক্ত আকাশে উড়ার জন্য তেজি বাজ পাখিটাকেই বেছে নিয়েছে। তাতে দোষ যেমন নেই তেমনি সেটা ঠিকও নয়। ওই যে আমার আগের পাতায় লেখা মতামতেই বলেছি কিছু খারাপে দোষ নেই যেখানে ভালো শুধুই দুঃখ দেয়। হয়তো এটাই মানুষকে আলাদা করে অন্য প্রাণী থেকে। সাদা কালোর মাঝেও সে নতুন রঙ আবিষ্কার করতে জানে।
আপনার কথার উত্তর দিতে উপরের ছবিটা হয়ত সাহায্য করবে।
কথা হল, দুটি টেবিলই এক মাপের। একদম, তাদের দৈর্ঘ্য ও প্রস্থ একদম এক। বিশ্বাস না হলে মেপে দেখুন।
বুধনকে দেখতে হবে তার ব্যাকগ্রাউন্ডে। অরুণাভকে তার।
কাবেরী অরুণাভকে চেনে তার ব্যাকগ্রাউন্ডে, বিচার করেছে। বুধনকে তার বিচার করার ক্ষমতা এখনও হয়নি। বিয়ের পরের উদ্দাম দাম্পত্যে দুজনের দুজনের ইচ্ছা পুরন করে। এখন সেই উদ্দামতাই দেখা যাচ্ছে। বুধনকে সে চেনে না। এখন বাজ পাখি পোষ মানবে কিনা সময়ই বলবে।