08-01-2023, 03:47 PM
(This post was last modified: 08-01-2023, 03:52 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(08-01-2023, 03:27 PM)chitrangada Wrote: মাগী কথাটা কিন্তু মা থেকে এসেছে।
শহুরে মানুষদের কাছে এই কথাটার অর্থবিকৃতি হয়েছে। গ্রামের লোকেরা মাগী, মেয়েছেলে ইত্যাদি অরিজিন্যাল অর্থেই বলে থাকেন। এর মধ্যে কোনও ডেরোগেটরি অর্থ নেই।
কাবেরী শিক্ষিকা। সুতরাং এই কথাটা সে নিশ্চয়ই জানে। আর একটা কথা। ভার্বাল ও ননভার্বাল কমিউনিকেশন। গলার সুরেই ব্যক্ত হয়ে যায় আমরা কি বলতে চাই। মাগী কথাটা গালাগালি, নাকি আদরের।
হ্যা জানিতো। প্রথমত আমার মতামতের উত্তর দেবার জন্য ধন্যবাদ। কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে কাবেরীর সাথে বুধন ঠিক যা যা করছে একই জিনিস স্বামী মানুষটা বারবার করলে কি মনে হতোনা সে শুধুই নিজের ইচ্ছে পূরণ করছে। আমাদের দৃষ্টিভঙ্গি কি পুরোপুরি একই থাকতো দুটো মানুষের প্রতি? বুধন এর মনে কাবেরীর প্রতি ভালোলাগা একশোবার আছে। সে যে তার সন্তানকে দুধ দিয়েছে। কিন্তু বুধন যা যা করেছে পুরোটাই কি ঠিক? যেমন অরুণাভও কোনো মহান পুরুষ নয় তেমনি সেও নয়। এর মাঝে কাবেরী হয়তো মুক্ত আকাশে উড়ার জন্য তেজি বাজ পাখিটাকেই বেছে নিয়েছে। তাতে দোষ যেমন নেই তেমনি সেটা ঠিকও নয়। ওই যে আমার আগের পাতায় লেখা মতামতেই বলেছি কিছু খারাপে দোষ নেই যেখানে ভালো শুধুই দুঃখ দেয়। হয়তো এটাই মানুষকে আলাদা করে অন্য প্রাণী থেকে। সাদা কালোর মাঝেও সে নতুন রঙ আবিষ্কার করতে জানে।