08-01-2023, 11:24 AM
চ্যালেঞ্জ:৮
রাতের বেলায় পাঁচী বাবুলকে ও.সির ফোনের কথাটি বলে আর বলে ‘বাবা, ও.সি রে কি করলা কিছুই তো বললা না’।
বাবুল- ও.সি’র কিছু করার সময় এখনো হয়নাই, আপনি চিন্তা কইরেন না সময় হলে আমি আপনারে জানাব।
মা, তারেক ফোন দিছিল বলেছে দুই/এক দিনের ভিতর ঢাকা থেকে ফিরে আসতে পারে। বাচ্চা মোটামুটি সুস্থ আছে। তারেকের আসার সময় কি প্লেনের টিকিট কেটে দিব’?
পাঁচী- ‘হ্যা, দেয়া উচিৎ। অপারেশনের পরে অতটুকু বাচ্চা নিয়ে গাড়িতে এতোদুরের পথা আসা ঠিক হবেনা। কয়টাকাই আর লাগবে? দিও ২ টা টিকিট কাইটা। আর হ্যা তোমারে তো বলা হয়নাই, গল্পগুচ্ছ শেষ হইছে নতুন কোনো বই দেবা’?
বাবুল- ‘মা আপনি ইংলিশ ভাষাটা কেমন বোঝেন’?
পাঁচী- ‘রিডিং পড়তে পারতাম, লিখতেও পারতাম। কেন বাবা’?
বাবুল- ‘আপনারে কিছু সিনেমা দেখতে বলতে চাইছিলাম তাই জিজ্ঞাসা করলাম’।
পাঁচী- ‘তা দেবা দেখতে, ভাষা না বোঝলেও সিনেমা বোঝব’।
বাবুল হেসে দিয়া বলে ‘সিনেমা বোঝবেন ঠিক আছে, কিন্তু ভাষাটা ভালো মত আয়ত্বে থাকলে সিনেমা দেখে অনেক বেশি মজা পাবেন, তবে আপনার যদি আগ্রহ থাকে তাহলে অপরিচিত শব্দ ডিকশনারি থেকে খুঁজে নিয়ে দেখবেন এবং তা সাথে সাথে লিখে রাখলে আপনার ডাবল লাভ হবে। নতুন নতুন শব্দও শিখলেন আর ভালো ভালো সিনেমাও বুইঝা বুইঝা দেখতে পারলেন’।
আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলবা আমি সেই ভাবে করব।
বাবুল- ‘আপনি যে কলেজ আর হাসপাতাল করতে চাইলেন অতো টাকা কোথায় পাবেন? হাসপাতালের চাইতে কলেজ চালাতে টাকা বেশি খরচ হবে। চাইলে হাসপাতাল ছোট আকারেও করা যায়, খরচ কম হবে। কিন্তু কলেজ তো আর ছোট করা যাবেনা।
কমিশনের এই যে টাকাটা আছে প্রায় দেড়কোটি, এই টাকা দিয়া কলেজ আর হাসপাতালের জন্য দুইটা জমি দেখ, ভালো জমি পাইলে আস্তে ধীরে কিনা ফেলাও। তার পর মাছের নতুন সিজন শুরু হইলে বোঝা যাবে, কতটুকু কি করব, তবে আমার মনে হয় সব কিছু ঠিক ঠাক থাকলে আমাদের কোনো সমস্যা হবেনা।
রাতের বেলায় পাঁচী বাবুলকে ও.সির ফোনের কথাটি বলে আর বলে ‘বাবা, ও.সি রে কি করলা কিছুই তো বললা না’।
বাবুল- ও.সি’র কিছু করার সময় এখনো হয়নাই, আপনি চিন্তা কইরেন না সময় হলে আমি আপনারে জানাব।
মা, তারেক ফোন দিছিল বলেছে দুই/এক দিনের ভিতর ঢাকা থেকে ফিরে আসতে পারে। বাচ্চা মোটামুটি সুস্থ আছে। তারেকের আসার সময় কি প্লেনের টিকিট কেটে দিব’?
পাঁচী- ‘হ্যা, দেয়া উচিৎ। অপারেশনের পরে অতটুকু বাচ্চা নিয়ে গাড়িতে এতোদুরের পথা আসা ঠিক হবেনা। কয়টাকাই আর লাগবে? দিও ২ টা টিকিট কাইটা। আর হ্যা তোমারে তো বলা হয়নাই, গল্পগুচ্ছ শেষ হইছে নতুন কোনো বই দেবা’?
বাবুল- ‘মা আপনি ইংলিশ ভাষাটা কেমন বোঝেন’?
পাঁচী- ‘রিডিং পড়তে পারতাম, লিখতেও পারতাম। কেন বাবা’?
বাবুল- ‘আপনারে কিছু সিনেমা দেখতে বলতে চাইছিলাম তাই জিজ্ঞাসা করলাম’।
পাঁচী- ‘তা দেবা দেখতে, ভাষা না বোঝলেও সিনেমা বোঝব’।
বাবুল হেসে দিয়া বলে ‘সিনেমা বোঝবেন ঠিক আছে, কিন্তু ভাষাটা ভালো মত আয়ত্বে থাকলে সিনেমা দেখে অনেক বেশি মজা পাবেন, তবে আপনার যদি আগ্রহ থাকে তাহলে অপরিচিত শব্দ ডিকশনারি থেকে খুঁজে নিয়ে দেখবেন এবং তা সাথে সাথে লিখে রাখলে আপনার ডাবল লাভ হবে। নতুন নতুন শব্দও শিখলেন আর ভালো ভালো সিনেমাও বুইঝা বুইঝা দেখতে পারলেন’।
আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলবা আমি সেই ভাবে করব।
বাবুল- ‘আপনি যে কলেজ আর হাসপাতাল করতে চাইলেন অতো টাকা কোথায় পাবেন? হাসপাতালের চাইতে কলেজ চালাতে টাকা বেশি খরচ হবে। চাইলে হাসপাতাল ছোট আকারেও করা যায়, খরচ কম হবে। কিন্তু কলেজ তো আর ছোট করা যাবেনা।
কমিশনের এই যে টাকাটা আছে প্রায় দেড়কোটি, এই টাকা দিয়া কলেজ আর হাসপাতালের জন্য দুইটা জমি দেখ, ভালো জমি পাইলে আস্তে ধীরে কিনা ফেলাও। তার পর মাছের নতুন সিজন শুরু হইলে বোঝা যাবে, কতটুকু কি করব, তবে আমার মনে হয় সব কিছু ঠিক ঠাক থাকলে আমাদের কোনো সমস্যা হবেনা।