07-01-2023, 08:38 PM
এভাবেই প্রতিনিয়ত এই দেহটা মনের এই বাসনা কামনার কাছে দাসত্বের কাজ করছে৷ না পাওয়ার বিরহে কে অশ্রু ঝড়াছে? মন টাই ঝড়াচ্ছে অার এই দেহটা চাকরের মত প্রতিনিয়ত কেঁদেই যাচ্ছে৷ না পাওয়ার বেদনায় অনুতাপ, অনুশোচনা, দুঃখ সবকিছুইর মূলেই এই মন৷ অথচ দেহটাও তখন তার সাথে তাল মিলিয়ে গোমরা হয়ে বসে থাকে৷ কারোর প্রতি মনে মনে খুব রাগ হচ্ছে অথচ এই দেহটাই সেটার ভাব প্রকাশ করে, হয় চোখের ইশারায়, নয়তো কথা বার্তায়৷ মন থেকেই পাওয়া পশুত্ব চেতনা অথচ এই দেহটাই হিংস্র সিংহের মত ঝাপিয়ে পরল তার উপর৷
বিরতির পালা শেষ এবার কাজে মন, প্রথমেতে আপডেট তৈরী গল্পে নতুন পর্বের আগমন। আগামীকাল রাতেই আসছে গল্পের নতুন পর্ব, সঙ্গেই থাকুন....