07-01-2023, 04:42 PM
(This post was last modified: 07-01-2023, 04:48 PM by Karobide. Edited 2 times in total. Edited 2 times in total.)
(04-10-2022, 05:08 PM)Henry Wrote: অরুণাভর এমন কথায় আহত হল কাবেরী। তার কি নিজের কোনো স্বাধীনতা নেই? অরুণাভ বারণ করলে কি সে যেত না? ক্ষীণ প্রতিবাদ করে বলল---আমি একা একা যাবো অদ্দুর...এই লাইনটা দেখে গা রিরি করে। উপদেশ দেওয়ার অহমিকা কোথা থেকে পেল অরুণাভ? পুরো লাইনেই পুরুষের ইগো এবং স্বার্থপরতা ফুটে বেরোচ্ছে। এখন আমায় ঘুমোতে দাও। আই অ্যাম দি ইম্পর্ট্যান্ট ওয়ান হিয়ার। ইয়ু শুড মেক সুউর দ্যাট আই অ্যাম কম্ফর্টেবল।
অরুণাভ কাবেরীর থেকে সরে গিয়ে বলল---অহেতুক ঝগড়া বাধিও না তো।
কাবেরী ঝাঁঝিয়ে উঠল---আমি ঝগড়া করছি?
অরুণাভ স্ত্রীর মেজাজ বুঝতে পেরে ঘুরে পড়ল কাবেরীর দিকে। গাল ছাড়িয়ে হাসল,---লাইফটা এনজয় করতে শেখো কাবেরী। তোমার হাতে তো অফুরন্ত সময়। স্বামী নামক বস্তুটির ওপর খামোখা রাগান্বিত হওয়া কমবে বৈকি। এখন আমায় ঘুমোতে দাও।
অরুণাভর এই হাসিটা আজকাল কাবেরীর বড্ড বিরক্তিকর লাগে। এই হাসি যেন তাচ্ছিল্যের হাসি।
ওয়েল, কাবেরী এনজয় করছে নিজেকে এখন। দ্যাট সার্ভস ইয়ু রাইট মিস্টার ইগোটিস্টিক্যাল ব্যাংকার।