Thread Rating:
  • 176 Vote(s) - 3.39 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery হেমন্তের অরণ্যে
(06-01-2023, 07:02 PM)Boti babu Wrote: শক্তিশালী লেখকের আরেকটা শক্তিশালী লেখা । যে একবার লর্ড হেনরির লেখা পড়া শুরু করবে সেই ব্যক্তি হেনরি দার লেখার প্রেমে আটকে যাবে। মাঝে মধ্যে ভাবি এই লেখক যদি কোনও দিন ইরোটিক থ্রিলার লেখা শুরু করে তখন কি হবে । আমি গেরান্টি দিয়ে বলতে পারি শুধু এই ফোরামের নয় তখন ইনি সর্বকালের সেরা চটি উপন্যাস লেখকদের মাঝেই থাকবেন।

এবার কিছু কথা কাবেরীর উপর আমার কাছে কাবেরী হলো প্রকৃত ব্যভিচারিণী।  ... ...  ভবিষ্যতের দিনের কথা যত ভেবছি তত উত্তেজিত বেশি হচ্ছি।

(06-01-2023, 09:35 PM)Boti babu Wrote: আপনি আপনার দিক থেকে বলছেন আমি আমার দিক থেকে বলছি । সাইকোলজিতে একটা কথা আছে প্রতিটা মানুষ আলাদা আলাদা যেমন ঠিক তেমনই প্রতিটা মানুষের চিন্তার ভবনা আলাদা আলদা। ... ... ... প্রকৃত ব্যভিচারিণী ছাড়া এমন কে করতে পারে আপনার জানা থাকলে জানাবেন ।।।।

সত্যিই কিছু লেখে হেনরি দা মাথা খালি ভোঁ ভোঁ  করছে । লর্ড হেনরির লেখা পড়লে সে যে লেখাই হোক শরীরে যৌবনে রক্ত টগবগ টগবগ করে উঠে। গল্পের চরিত্ররা একদম জীবন্ত হয়ে উঠে।

বটিবাবু, তুমি তোমার দৃষ্টিভঙ্গীটা জানালে, এবার আমার যেটা মনে হয়েছে গল্পটি পড়ে কাবেরীর চরিত্র সম্পর্কে সেটা বলছি.

১. অনেক পাঠক-পাঠিকাই বলছে যে অরুনাভ কাবেরীর প্রতি অন্যায় করেছে - কখনও সেটা আমার মনে হয়নি. কেউই কাবেরীর প্রতি কোনো অন্যায় করেনি. আমার মনে হয়েছে কাবেরী কিছুটা taken-for-granted. সেটা হয়ে থাকে. সেটা আমরা করি না ??? বাড়ীতে বাবাকে-মাকে, দাদাকে-দিদিকে, স্ত্রীকে-প্রেমিকাকে বেশীরভাগ সময়েই হালকাভাবে নিই না ???  হয়তো পরিবারে আমার-তোমার সঙ্গেও হয়ে থাকে.

২. কাবেরী কি এই দীর্ঘ সংসার জীবনে নিজের কোনো দায়িত্ব-কর্তব্য থেকে নিজেকে বিরত রেখেছে ? ও যতোটা পেরেছে একাগ্র ভাবে করে গিয়েছে, হয়তো একটু বেশীই করেছে, নিজের ক্যারিয়ারকে উপেক্ষা করে.

৩. আমরা কেন ভুলে যাই যে আমাদের বাড়ীতে যারা গৃহবধূ রয়েছেন যারা ঘর-সংসার সামলান, বাচ্চা মানুষ করেন তাদেরও অনেক সাধ-আহ্লাদ রয়েছে, বিয়ের আগে অনেক স্বপ্ন থাকতে পারে. তাই বলে বলছি না যে ব্যভিচারিনী হতে হবে. সেই বলছিলাম না যে taken-for-granted - মানে তাদের ছোটো ছোটো ভালো লাগা-মন্দ লাগাগুলো সম্পর্কে আমরা উদাসীন.

৪. এখনও পর্যন্ত কাবেরী সম্পর্কে আমারা গল্পে যেটুকু জানতে পেরেছি, তাতে এখনও পর্যন্ত তার মনের এমন আভাস পাইনি যে সে পুরোপুরি ভাবে এই সুখে ভেসে গেছে, নিজের সংসারকে পুরো পাশে সরিয়ে রেখেছে. সে শুধু কিছু সময়ের জন্য এই সুখটাকে, এই মুক্তিটাকে যতোটা পারছে ততোটা উপভোগ করে নিতে চাইছে - এই সহজ সরল মানুষগুলোর সঙ্গে.

হ্যাঁ, এই ধরণের প্রগতিশীল, নারীবাদী কথাগুলো বলাটা খুবই সহজ - যদি আমার পরিবারে এমন হয় আর আমি জানতে পারি তাহলে আমি হয়তো এর একাংশও সহ্য করতে পারবো না, আমার মনের উপর দিয়ে একটা বিশাল বিধ্বংসী ঝড় বয়ে যাবে. গল্পের খাতিরে এই কথাগুলো বলা যায়.


আগামীতে লর্ড আমীর হেনরী গল্পে কি মোড় নিয়ে আসেন তা জানার জন্য সাগ্রহে অপেক্ষা করছি, কেননা এই মুহূর্তটা আসবেই কাবেরীর সামনে - ও তো একেবারের জন্য এই জঙ্গল-পাহাড়ে আসেনি, কিছু কাজে বেড়াতে এসেছে মাত্র.    
[+] 4 users Like ray.rowdy's post
Like Reply


Messages In This Thread
RE: হেমন্তের অরণ্যে - by ray.rowdy - 07-01-2023, 07:00 AM



Users browsing this thread: 128 Guest(s)