06-01-2023, 08:21 PM
(06-01-2023, 12:42 AM)Henry Wrote: কিছুক্ষনের মধ্যেই উঠে দাঁড়ালো কাবেরী। মুখটা ধুয়ে নেবার আগেই বুধন জাপটে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল আচমকা। চুম্বন থামতেই বিরক্তি প্রকাশ করল কাবেরী---তোমার কি ঘৃণা বলে কিছু নেই, ওই মুখে...
---তু যদি আমরা ধনটা চুইষেটা দিতে পারিসটা মুখেটা লিয়ে, মোর কেন ঘিনটা থাইকবে। তু আমার রানীটা আছিস, আমি তুর রাজাটা আছি। ঘিন জিনিসটা দুজনটার কাছে রাখাটা কি ঠিকটা হবে? আরো কাছে এগিয়ে এসে বুকে চেপে বললে---রাজাটা কি তার রানীটারে ঘিন কইরবে?
কাবেরীর জায়গায় নিজেকে কল্পনা করবেন আমার মতন অসংখ্য নারী।