06-01-2023, 04:06 PM
Update – 2
ঋতুপর্ণার একটা অস্বস্তিভাব ভেতরে ভেতরে চলছিল । এখন রুদ্রনাথ সামনে আসতে সেটা আরো বেড়ে গেল । মনে মনে এখানে আসার যুক্তিটাকে ঝালাই করতে লাগল । সে হাত বাড়িয়ে দিল – “হ্যালো” ।
ঋতুপর্ণার হাতটা ছুঁয়ে রুদ্র বলল, “প্লিজ, বি সিটেড । আপনি এখানে আসবেন, এটা আমি ভাবতে পারিনি । ইট’স বিয়ন্ড মাই ইমাজিনেশন ।”
তারা মুখোমুখি বসল । কিন্তু রুদ্র সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়াল আর “জাস্ট আ মিনিট” – বলে কাঁচের দরজার ভেতর চলে গেল । কিছুক্ষণ পর দু মগ কফি আর কিছু স্ন্যাক্স নিয়ে হাজির হ’ল । ঋতুপর্ণা বিব্রত বোধ করল । বলল, “এসব আবার কেন ?”
রুদ্র – “প্রথমদিন আমাদের অফিসে এলেন । একটু কিছু না দিয়ে একেবারে খালিমুখে আলাপ ঠিক জমবে না । নিন শুরু করুন ।”
ঋতুপর্ণা নিঃশ্বব্দে কফি পান করছে আর মনে মনে ভাবছে এখন কি বলা যায় । কোন পাগল ছাড়া কেউ এইভাবে কারো সাথে দেখা করতে আসে ? রুদ্রনাথ ভাবছে মেয়েটার কি কোন স্কু ঢিলে আছে নাকি । তার সাথে কথা বলতে এসে চুপচাপ কফি খাচ্ছে । শেষে সেই শুরু করল – “এবার বলুন, এখানে কি জন্য আসা ?”
ঋতুপর্ণা, “সে দিনের বুকেটার জন্য ধন্যবাদ জানাতে এসেছি । অবশ্য ফোন করেও ধন্যবাদ জানানো যেত । কিন্তু ভাবলাম, সামনাসামনি গিয়ে জানানোই ভালো । আমাদের কলেজ থেকে আপনাদের অফিস তো খুব দূরে না । হেঁটেই আসা যায় । মেনি মেনি থ্যাংকস ফর দা বুকে ।”
রুদ্র – “এতে ধন্যবাদ দেবার কি আছে ? আপনার পারফর্মেন্স সত্যই অতুলনীয় ছিল । বাই দ্যা ওয়ে, আপনার পারফর্মেন্স দেখে মনে হয় এটা আপনার প্রথমবার নয় ।”
ঋতুপর্ণা – “হ্যাঁ, ঠিকই বলেছেন । আমি এর আগেও কয়েকবার পারফর্ম করেছি ।”
রুদ্র – “সেদিন আপনি যা বলেছিলেন – সিম্পলই সুপার্ব । যদিও আপনার বক্তব্য বিষয় সম্বন্ধে আমি বিশেষ কিছু বুঝি না, কিন্তু আপনি যেভাবে ইন্টারপ্রেট করেছিলেন আমার মতো আনাড়ির কাছে তা জলের মতো পরিষ্কার হয়ে গেছে । আমাদের ম্যাম তো গাড়িতে আসতে আসতে আপনার উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন ।”
ঋতুপর্ণা মনে মনে বলল, “আপনার ম্যামের থেকে আপনার উচ্ছ্বাসটা শতগুণ বেশি মনে হচ্ছে ।” তার মুখটা একটু লাল হয়ে উঠল । সবেমাত্র আলাপ হয়েছে কিন্তু এমন একজন সুদর্শন যুবকের এত প্রশংসায় তার মতো সপ্রতিভ মেয়েরও একটু সঙ্কোচ হ’ল । সে ব্যাপারটা উড়িয়ে দেবার ভঙ্গিতে হাত নেড়ে বলল, “ও কিছু না, ও কিছু না ।” তারপর কলেজের দু-এক জন প্রতিদ্বন্দ্বীর নাম করে বলল, “ওরাও খুব ভালো বলেছে ।”
রুদ্র – “তা বলেছে, আমি অস্বীকার করছি না । কিন্তু বিচারকরা অনেক কন্সিডার করে স্পিকার হিসাবে আপনাকে বেস্ট ডিক্লিয়ার করেছিলেন ।”
ঋতুপর্ণা – “তা হতে পারে । তবে আমার মনে হয় আপনি একটু বাড়িয়ে বলেন ।”
রুদ্র একটু হেঁসে বলল, “একটুও বাড়িয়ে বলছি না । আমার যা মনে হয়েছে তাই বললাম । এখন বিশ্বাস করা না-করা সম্পূর্ণ আপনার ব্যপার ।”
ঋতুপর্ণা চুপচাপ আছে । কি বলবে ?
রুদ্র – “এরপরের প্রগ্রাম কবে ?”
ঋতুপর্ণা – “সামনের মাসে একটা আছে । কিন্তু ডেট ঠিক হয়নি এখনো ।”
রুদ্র - “ও আচ্ছা । যদি কিছু মনে না করেন তাহলে একটা রিকোয়েস্ট করব ?”
ঋতুপর্ণা একটু সচেতন হ’ল । কিন্তু মুখে সে ভাব ফুটে উঠেতে দিল না । স্বাভাবিক ভাবে বলল – “কি ?”
রুদ্র – “আপনার ফোন নাম্বারটা দেবেন । আমি ডেটটা আপনার কাছ থেকে নিয়ে হাজির হব ।”
ঋতুপর্ণার একটা অস্বস্তিভাব ভেতরে ভেতরে চলছিল । এখন রুদ্রনাথ সামনে আসতে সেটা আরো বেড়ে গেল । মনে মনে এখানে আসার যুক্তিটাকে ঝালাই করতে লাগল । সে হাত বাড়িয়ে দিল – “হ্যালো” ।
ঋতুপর্ণার হাতটা ছুঁয়ে রুদ্র বলল, “প্লিজ, বি সিটেড । আপনি এখানে আসবেন, এটা আমি ভাবতে পারিনি । ইট’স বিয়ন্ড মাই ইমাজিনেশন ।”
তারা মুখোমুখি বসল । কিন্তু রুদ্র সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়াল আর “জাস্ট আ মিনিট” – বলে কাঁচের দরজার ভেতর চলে গেল । কিছুক্ষণ পর দু মগ কফি আর কিছু স্ন্যাক্স নিয়ে হাজির হ’ল । ঋতুপর্ণা বিব্রত বোধ করল । বলল, “এসব আবার কেন ?”
রুদ্র – “প্রথমদিন আমাদের অফিসে এলেন । একটু কিছু না দিয়ে একেবারে খালিমুখে আলাপ ঠিক জমবে না । নিন শুরু করুন ।”
ঋতুপর্ণা নিঃশ্বব্দে কফি পান করছে আর মনে মনে ভাবছে এখন কি বলা যায় । কোন পাগল ছাড়া কেউ এইভাবে কারো সাথে দেখা করতে আসে ? রুদ্রনাথ ভাবছে মেয়েটার কি কোন স্কু ঢিলে আছে নাকি । তার সাথে কথা বলতে এসে চুপচাপ কফি খাচ্ছে । শেষে সেই শুরু করল – “এবার বলুন, এখানে কি জন্য আসা ?”
ঋতুপর্ণা, “সে দিনের বুকেটার জন্য ধন্যবাদ জানাতে এসেছি । অবশ্য ফোন করেও ধন্যবাদ জানানো যেত । কিন্তু ভাবলাম, সামনাসামনি গিয়ে জানানোই ভালো । আমাদের কলেজ থেকে আপনাদের অফিস তো খুব দূরে না । হেঁটেই আসা যায় । মেনি মেনি থ্যাংকস ফর দা বুকে ।”
রুদ্র – “এতে ধন্যবাদ দেবার কি আছে ? আপনার পারফর্মেন্স সত্যই অতুলনীয় ছিল । বাই দ্যা ওয়ে, আপনার পারফর্মেন্স দেখে মনে হয় এটা আপনার প্রথমবার নয় ।”
ঋতুপর্ণা – “হ্যাঁ, ঠিকই বলেছেন । আমি এর আগেও কয়েকবার পারফর্ম করেছি ।”
রুদ্র – “সেদিন আপনি যা বলেছিলেন – সিম্পলই সুপার্ব । যদিও আপনার বক্তব্য বিষয় সম্বন্ধে আমি বিশেষ কিছু বুঝি না, কিন্তু আপনি যেভাবে ইন্টারপ্রেট করেছিলেন আমার মতো আনাড়ির কাছে তা জলের মতো পরিষ্কার হয়ে গেছে । আমাদের ম্যাম তো গাড়িতে আসতে আসতে আপনার উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন ।”
ঋতুপর্ণা মনে মনে বলল, “আপনার ম্যামের থেকে আপনার উচ্ছ্বাসটা শতগুণ বেশি মনে হচ্ছে ।” তার মুখটা একটু লাল হয়ে উঠল । সবেমাত্র আলাপ হয়েছে কিন্তু এমন একজন সুদর্শন যুবকের এত প্রশংসায় তার মতো সপ্রতিভ মেয়েরও একটু সঙ্কোচ হ’ল । সে ব্যাপারটা উড়িয়ে দেবার ভঙ্গিতে হাত নেড়ে বলল, “ও কিছু না, ও কিছু না ।” তারপর কলেজের দু-এক জন প্রতিদ্বন্দ্বীর নাম করে বলল, “ওরাও খুব ভালো বলেছে ।”
রুদ্র – “তা বলেছে, আমি অস্বীকার করছি না । কিন্তু বিচারকরা অনেক কন্সিডার করে স্পিকার হিসাবে আপনাকে বেস্ট ডিক্লিয়ার করেছিলেন ।”
ঋতুপর্ণা – “তা হতে পারে । তবে আমার মনে হয় আপনি একটু বাড়িয়ে বলেন ।”
রুদ্র একটু হেঁসে বলল, “একটুও বাড়িয়ে বলছি না । আমার যা মনে হয়েছে তাই বললাম । এখন বিশ্বাস করা না-করা সম্পূর্ণ আপনার ব্যপার ।”
ঋতুপর্ণা চুপচাপ আছে । কি বলবে ?
রুদ্র – “এরপরের প্রগ্রাম কবে ?”
ঋতুপর্ণা – “সামনের মাসে একটা আছে । কিন্তু ডেট ঠিক হয়নি এখনো ।”
রুদ্র - “ও আচ্ছা । যদি কিছু মনে না করেন তাহলে একটা রিকোয়েস্ট করব ?”
ঋতুপর্ণা একটু সচেতন হ’ল । কিন্তু মুখে সে ভাব ফুটে উঠেতে দিল না । স্বাভাবিক ভাবে বলল – “কি ?”
রুদ্র – “আপনার ফোন নাম্বারটা দেবেন । আমি ডেটটা আপনার কাছ থেকে নিয়ে হাজির হব ।”