06-01-2023, 03:37 PM
(05-01-2023, 03:15 PM)Bumba_1 Wrote: কুকুরের লেজ যেমন কখনো সোজা করা যায় না, ঠিক তেমনি এইসব লিখে তুমি ওই ধরনের বঞ্চিত বাঞ্চোত ব্যক্তিদের লাইনে আনতে পারবে না। তুমি যে কথাগুলো আজ লিখেছো, সেগুলো অনেকদিন আগেই আমি লিখেছিলাম .. কোনো লাভ হয়নি। প্রতিদিন ৮ থেকে ১০টা এরকম থ্রেড ডিলিট করা হয়। পরের দিন দেখা যায় আবার রক্তবীজের মতো গজিয়ে উঠেছে এরকম আরো অনেক থ্রেড।
আর নতুন বেঙ্গলি মডারেটর প্রসঙ্গে বলি .. কোনোদিনও কাউকে নিযুক্ত করা সম্ভব নয় আমাদের পক্ষে। একজনকে করতে গেলে অন্য জন দলবল নিয়ে তেড়ে এসে বলবে "ও কেন হবে? ও যদি হতে পারে, তাহলে আমিও হবো।" আসলে এখানে বেশিরভাগ সদস্যই নিরপেক্ষ নয়, সেইজন্য কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। তাই এই প্রসঙ্গ এখন থাক।
তোমার কথাগুলো ১০০% সত্যি, কিন্তু একজন মডারেটর সত্যিই এবার দরকার আমাদের বাংলা ফোরামের জন্য, যে মন থেকে ভালোবেসে কাজ করবে।