06-01-2023, 02:44 PM
নির্দিষ্ট দিনে প্রতিযোগিতা চলছে । একে একে ছাত্রছাত্রীরা আসছে এবং যে যার বক্তব্য রাখছে । একসময় একটি মেয়ে উঠে এল । পরনে জিন্স আর টপ । মেয়েটি ঝকঝকে, স্মার্ট, মাথায় বয়কাট চুল, নাখ মুখ বেশ সুন্দর । গায়ের রং টকটকে ফরসা । মেয়েটি তুখোড় বলল । অনেক হাততালি পড়ল । রুদ্র মেয়েটির চাল চলন ইত্যাদি লক্ষ্য করছিল । মেয়েটির চাল-চলনে একটা আভিজাত্য আছে । নিশ্চয়ই কোন বড় বাড়ির মেয়ে হবে । নামটাও বেশ সুন্দর – ঋতুপর্ণা চ্যাটার্জি । মেয়েটি 3rd year এ পড়ে Philosophy নিয়ে । এসবই ঘোষণা থেকেই জানতে পারল । রুদ্রর বেশ লাগল মেয়েটিকে । বলার ভঙ্গিতে সে মুগ্ধ ।
যখন ফলাফল ঘোষণা করা হ’ল, দেখা গেল যে ঋতুপর্ণা নামের মেয়েটি ফার্স্ট হয়েছে । মেয়েটির ব্যক্তব্য এবং বলার ঢং, রুদ্রর ভালো লেগেছিল । সে ওখান থেকে বেড়িয়ে রামকৃষ্ণ মিশন পেরিয়ে গোলপার্কের মোড় থেকে একটা সুন্দর গোলাপের bouquet নিয়ে এল । ঐ জায়গাটায় বেশ সুন্দর সুন্দর Flower Bouquet পাওয়া যায় । নিয়ে আসার পর সে সমস্যায় পড়ল । কিভাবে সে মেয়েটিকে এটি দেবে । এদিক ওদিক দেখছে কারো সাহায্য পাওয়া যায় কিনা । তখনই দেখল যে তার ম্যাডাম প্রিন্সিপ্যালের সাথে বেড়িয়ে আসছে । বুঝল অনেকটা সময় চলে গেছে ফুল কিনতে । তাদের যাবার সময় চলে এল ।
ম্যাডাম কাছে এসে প্রিন্সিপ্যালের সাথে রুদ্রর পরিচয় করিয়ে দিলেন । তারপর জিজ্ঞাসা করলেন bouquet কার জন্য । সে একটু লজ্জা পেয়ে বলল যে ঋতুপর্ণা নামের মেয়েটি অভিনন্দন জানানোর জন্য সে এনেছে । প্রিন্সিপ্যাল ভদ্রলোক বললেন, “এখন তো ওকে পাওয়া মুস্কিল । এক কাজ কর একটা কাগজে তোমার নাম লিখে bouquet-এর সাথে দিয়ে দাও । আমি পৌঁছে দেবার ব্যবস্থা করছি ।” রুদ্র লিখে দিতে ভদ্রলোক কলেজের এক স্টাফ কে ডেকে সব বুঝিয়ে দিলেন ।
ঋতুপর্ণা বন্ধুদের মাঝে ছিল । অনেকেই তাকে অভিনন্দন জানাছিল । এই সময় কলেজের পিয়ন গোপাল এসে ঋতুপর্ণার হাতে ঐ bouquet-টা দিল । ঋতুপর্ণা অবাক হয়ে জিজ্ঞাসা করল, “কে পাঠিয়েছে, গোপালদা ?”
গোপাল – “এই নাও, এই কাগজে তেনার নাম-ধাম লেখা আছে ।”
Bouquet-টা পেয়ে ঋতুপর্ণার ভালো লাগল । বেশ সুন্দর bouquet । যে কিনেছে তার পছন্দের তারিফ করতে হয় । সে তিন-চারবার বিভিন্ন competition-এ ফার্স্ট হয়েছে কিন্তু এরকম অভিনন্দন কখনো পায়নি । সে চিরকুটটা দু-তিনবার ভালোভাবে পড়ল । রুদ্রনাথ নামের কেউ একজন পাঠিয়েছে ।
অন্য বন্ধুরা হুমড়ি খেয়ে পড়ল – “কি নাম রে, তোর নতুন আশিকের ?”
ঋতুপর্ণা মুচকি হেঁসে – “রুদ্রনাথ ।”
প্রিয়া – “হায়, মরি মরি ।”
অপর্ণা – “কিউট নেম – রুদ্র ।”
শালিনী – “কেমন দেখতে রে ?”
ঋতুপর্ণা – “আমি দেখেছি নাকি, যে বলব ?”
প্রিয়া – “বিনা পরিচয়ে এত দামি বুকে, বিশ্বাস হয় না ।”
ঋতুপর্ণা – “মাইরি বলছি, আমি এই নামের কাউকে চিনি না ।”
পরেরদিন প্রিন্সিপ্যাল স্যার তাকে নিজের অফিসে ডেকে ফার্স্ট হবার জন্য অভিনন্দন জানালেন । এরপর কথায় কথায় রুদ্রনাথের কথা এল । স্যার যা জানতেন সেটা ঋতুপর্ণাকে বললেন ।
তিনদিন পর কলেজের শেষে বিকালবেলা সে ‘রায় এন্ড রায়’ -এর অফিসে হাজির হ’ল । তার মনে কৌতূহল, কে এই রুদ্রনাথ একবার দেখতে হবে আর সুন্দর বুকেটার জন্য Thanks জানাতে হবে । অফিসটা বিশাল বড় । পুরোটা এয়ার-কন্ডিশনড । এখানে অনেক লোক কাজ করে । অনেকটা ঝোঁকের মাথায় চলে এসেছে । এখন ভাবছে যে এসে ঠিক করল কিনা । রিসেপশনে একটি তরুণী বসেছিল । তার কাছে গিয়ে বলতে সে একটা ছাপানো স্লিপ দিয়ে ফিল-আপ করে দিতে বলল । সেটা ফিল-আপ করে দিতে রিসেপশনিষ্ট মেয়েটি তাকে একটু ওয়েট করতে বলল ।
নিজের নাম-ঠিকানা লিখে দিয়ে সে পুরু গদিওলা সোফায় বসে ভাবতে লাগল, এভাবে আসাটা বোধহয় ঠিক হয়নি । ভদ্রলোক কি মনে করবে । নিশ্চয়ই তাকে একটা বাজে গায়েপড়া মেয়ে ভাববে । কিছুক্ষণ পর সে ভাবল, দেখা না করেই চলে যাবে । কিন্তু যাওয়া হ’ল না । সে উঠে দাঁড়িয়েছে, ঠিক এই সময় কাঁচের দরজা ঠেলে এক যুবক প্রবেশ করল । ঋতুপর্ণা লক্ষ্য করল তাকে দেখা মাত্র যুবকটির চোখে মুখে বিদ্যুৎ খেলে গেল । সেই সঙ্গে অপার বিস্ময় । এগিয়ে এসে বলল, “হাই, আমি রুদ্রনাথ ।”
যখন ফলাফল ঘোষণা করা হ’ল, দেখা গেল যে ঋতুপর্ণা নামের মেয়েটি ফার্স্ট হয়েছে । মেয়েটির ব্যক্তব্য এবং বলার ঢং, রুদ্রর ভালো লেগেছিল । সে ওখান থেকে বেড়িয়ে রামকৃষ্ণ মিশন পেরিয়ে গোলপার্কের মোড় থেকে একটা সুন্দর গোলাপের bouquet নিয়ে এল । ঐ জায়গাটায় বেশ সুন্দর সুন্দর Flower Bouquet পাওয়া যায় । নিয়ে আসার পর সে সমস্যায় পড়ল । কিভাবে সে মেয়েটিকে এটি দেবে । এদিক ওদিক দেখছে কারো সাহায্য পাওয়া যায় কিনা । তখনই দেখল যে তার ম্যাডাম প্রিন্সিপ্যালের সাথে বেড়িয়ে আসছে । বুঝল অনেকটা সময় চলে গেছে ফুল কিনতে । তাদের যাবার সময় চলে এল ।
ম্যাডাম কাছে এসে প্রিন্সিপ্যালের সাথে রুদ্রর পরিচয় করিয়ে দিলেন । তারপর জিজ্ঞাসা করলেন bouquet কার জন্য । সে একটু লজ্জা পেয়ে বলল যে ঋতুপর্ণা নামের মেয়েটি অভিনন্দন জানানোর জন্য সে এনেছে । প্রিন্সিপ্যাল ভদ্রলোক বললেন, “এখন তো ওকে পাওয়া মুস্কিল । এক কাজ কর একটা কাগজে তোমার নাম লিখে bouquet-এর সাথে দিয়ে দাও । আমি পৌঁছে দেবার ব্যবস্থা করছি ।” রুদ্র লিখে দিতে ভদ্রলোক কলেজের এক স্টাফ কে ডেকে সব বুঝিয়ে দিলেন ।
ঋতুপর্ণা বন্ধুদের মাঝে ছিল । অনেকেই তাকে অভিনন্দন জানাছিল । এই সময় কলেজের পিয়ন গোপাল এসে ঋতুপর্ণার হাতে ঐ bouquet-টা দিল । ঋতুপর্ণা অবাক হয়ে জিজ্ঞাসা করল, “কে পাঠিয়েছে, গোপালদা ?”
গোপাল – “এই নাও, এই কাগজে তেনার নাম-ধাম লেখা আছে ।”
Bouquet-টা পেয়ে ঋতুপর্ণার ভালো লাগল । বেশ সুন্দর bouquet । যে কিনেছে তার পছন্দের তারিফ করতে হয় । সে তিন-চারবার বিভিন্ন competition-এ ফার্স্ট হয়েছে কিন্তু এরকম অভিনন্দন কখনো পায়নি । সে চিরকুটটা দু-তিনবার ভালোভাবে পড়ল । রুদ্রনাথ নামের কেউ একজন পাঠিয়েছে ।
অন্য বন্ধুরা হুমড়ি খেয়ে পড়ল – “কি নাম রে, তোর নতুন আশিকের ?”
ঋতুপর্ণা মুচকি হেঁসে – “রুদ্রনাথ ।”
প্রিয়া – “হায়, মরি মরি ।”
অপর্ণা – “কিউট নেম – রুদ্র ।”
শালিনী – “কেমন দেখতে রে ?”
ঋতুপর্ণা – “আমি দেখেছি নাকি, যে বলব ?”
প্রিয়া – “বিনা পরিচয়ে এত দামি বুকে, বিশ্বাস হয় না ।”
ঋতুপর্ণা – “মাইরি বলছি, আমি এই নামের কাউকে চিনি না ।”
পরেরদিন প্রিন্সিপ্যাল স্যার তাকে নিজের অফিসে ডেকে ফার্স্ট হবার জন্য অভিনন্দন জানালেন । এরপর কথায় কথায় রুদ্রনাথের কথা এল । স্যার যা জানতেন সেটা ঋতুপর্ণাকে বললেন ।
তিনদিন পর কলেজের শেষে বিকালবেলা সে ‘রায় এন্ড রায়’ -এর অফিসে হাজির হ’ল । তার মনে কৌতূহল, কে এই রুদ্রনাথ একবার দেখতে হবে আর সুন্দর বুকেটার জন্য Thanks জানাতে হবে । অফিসটা বিশাল বড় । পুরোটা এয়ার-কন্ডিশনড । এখানে অনেক লোক কাজ করে । অনেকটা ঝোঁকের মাথায় চলে এসেছে । এখন ভাবছে যে এসে ঠিক করল কিনা । রিসেপশনে একটি তরুণী বসেছিল । তার কাছে গিয়ে বলতে সে একটা ছাপানো স্লিপ দিয়ে ফিল-আপ করে দিতে বলল । সেটা ফিল-আপ করে দিতে রিসেপশনিষ্ট মেয়েটি তাকে একটু ওয়েট করতে বলল ।
নিজের নাম-ঠিকানা লিখে দিয়ে সে পুরু গদিওলা সোফায় বসে ভাবতে লাগল, এভাবে আসাটা বোধহয় ঠিক হয়নি । ভদ্রলোক কি মনে করবে । নিশ্চয়ই তাকে একটা বাজে গায়েপড়া মেয়ে ভাববে । কিছুক্ষণ পর সে ভাবল, দেখা না করেই চলে যাবে । কিন্তু যাওয়া হ’ল না । সে উঠে দাঁড়িয়েছে, ঠিক এই সময় কাঁচের দরজা ঠেলে এক যুবক প্রবেশ করল । ঋতুপর্ণা লক্ষ্য করল তাকে দেখা মাত্র যুবকটির চোখে মুখে বিদ্যুৎ খেলে গেল । সেই সঙ্গে অপার বিস্ময় । এগিয়ে এসে বলল, “হাই, আমি রুদ্রনাথ ।”