06-01-2023, 12:38 PM
(This post was last modified: 06-01-2023, 12:42 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
কি বলবো নিজেই বুঝে উঠতে পারছিনা। অনেক কিছু বলা যায় কিন্তু লিখতে গিয়ে দেখি কিছুই বলার নেই। সবকিছু যে নিজের সৃষ্টিতে স্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছেন আপনিন। শুধুই এই টুকুই বলতে পারি এ কাহিনীকে দুভাবে চেনা সম্ভব।
এক হলো এই গল্প এক নারীর। যে শিক্ষিত, যে ভালো খারাপ এর বিভেদ বোঝে। যে জানে কখন চুপ থাকতে হয় আর কখন জবাব দিতে হয়। সে এক মা। তার ভিতরের মাতৃত্ব আজও বর্তমান। তা সে ছোট্ট শিশুর জন্য হোক কিংবা এক হিংস্র পুরুষের ভিতরের লুকানো বাচ্চাটা। আবার সে এক নারী যে ভালোবাসা চায়। স্বামী কি তাকে ভালোবাসে না? অবশ্যই বাসে কিন্তু কেন তাও এই নতুন পুরুষকে মনে স্থান দেওয়া যে কিনা উগ্র? হয়তো এর উত্তর সেই নারীই দিতে পারবে। হয়তো সে এমনই পুরুষ চায় যে প্রয়োজনে স্বার্থপর হতে রাজি, সে সুযোগ খোঁজে শরীরী খেলায় মেতে ওঠবার জন্য, যে নিজের ইচ্ছাপূরণের ক্ষমতা রাখে, যে ছেলেমানুষিও করতে পারে আবার সত্যিকারের পুরুষও হয়ে উঠতে পারে প্রয়োজনে। যে মাগি বলে ডাকলেও সেই নারীর সম্মানে জান লরিয়ে দিতে প্রস্তুত। হয়তো এসব ভুল...... কিন্তু বিচারক কে? সেই নারীই না হয় শেষে এর জবাব দিক।
আরেক ভাবে বললে এসব অগ্রাহ্য করে আদিম চোখে দেখলে প্রচন্ড কামুক এক গল্প। বর বাচ্চা থাকা সত্ত্বেও পরপুরুষ নিয়ে শরীরের মজা নেবার গল্প। যাতে আছে নানান সব উত্তেজক মুহুর্ত।
এবার যে যেভাবে দেখতে চায় এই কাহিনী। কিন্তু একটা কথা মানতেই হবে সকলকে যে যেমন চোখেই দেখুক না কেন...... চোখ ফেরানো সম্ভব নহে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)