05-01-2023, 04:15 PM
(05-01-2023, 04:04 PM)Sanjay Sen Wrote: Bengali moderator তুমিই হয়ে যাও না please, তুমি হতে চাইলে কেউ বাধা দেবে না। তুমি একজন suitable person মডারেটর হওয়ার জন্য, কারণ তুমি neutral please please please
কোনোদিনও আমি মডারেটর হবো না .. এটা ভালো করে জেনে রাখো। ছোটরা যে বুম্বা'দা বলে ভরসা করে আমাকে আর বড়রা যে বুম্বা বলে স্নেহ করে আমাকে .. কোনো পোস্টে (মডারেটর) চলে গেলেই সেটা নষ্ট হয়ে যাবে। তখন সবার সঙ্গে আমার স্বার্থের সম্পর্ক হয়ে যাবে। তাদের কোনো একটা কাজ মনের মতো না হলেই আড়ালে বলবে ওই দেখো শুয়োরের বাচ্চা কাজটা করে দিলো না, মুখেই বলে ও নিরপেক্ষ, আসলে ও নিশ্চয়ই ওই পক্ষের সঙ্গে চুক্তি করে কাজটা করেনি। তাছাড়া মডারেটর না হয়েও আমি প্রতিদিন মডারেটরের মতোই কাজ করি। যদি প্রতিদিন ওইসব টেলিগ্রামের নাম দেওয়া হাজার হাজার থ্রেডগুলোকে ডিলিট না করাতাম, তাহলে এতদিন ওইগুলোই থাকতো এখানে, এখানকার লেখকদের কষ্ট করে লেখা গল্পগুলো নয়। এছাড়াও কারোর কোনো দরকার হলেই আমাকে বলে, আমি আমার সুবিধা মতো তাদের সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করি। সব থেকে মজার ব্যাপার হলো এখানকার মেইন মডারেটরকে আমি যখন কোনো বিষয় নিয়ে অনুরোধ করি তখন সেই কাজটা করে দেওয়ার আগে বা পরে আমার কাছে কোনোদিন explanation চায়নি। আমি জানি মডারেটর হলেই এগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই মডারেটর অন্য কেউ হোক, আমি বরং থেকে যাই সবার ভালোবাসার মানুষ হয়ে। সবাই ভালো থেকো তোমরা।