05-01-2023, 04:04 PM
(This post was last modified: 05-01-2023, 04:05 PM by Sanjay Sen. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-01-2023, 03:15 PM)Bumba_1 Wrote: কুকুরের লেজ যেমন কখনো সোজা করা যায় না, ঠিক তেমনি এইসব লিখে তুমি ওই ধরনের বঞ্চিত বাঞ্চোত ব্যক্তিদের লাইনে আনতে পারবে না। তুমি যে কথাগুলো আজ লিখেছো, সেগুলো অনেকদিন আগেই আমি লিখেছিলাম .. কোনো লাভ হয়নি। প্রতিদিন ৮ থেকে ১০টা এরকম থ্রেড ডিলিট করা হয়। পরের দিন দেখা যায় আবার রক্তবীজের মতো গজিয়ে উঠেছে এরকম আরো অনেক থ্রেড।
আর নতুন বেঙ্গলি মডারেটর প্রসঙ্গে বলি .. কোনোদিনও কাউকে নিযুক্ত করা সম্ভব নয় আমাদের পক্ষে। একজনকে করতে গেলে অন্য জন দলবল নিয়ে তেড়ে এসে বলবে "ও কেন হবে? ও যদি হতে পারে, তাহলে আমিও হবো।" আসলে এখানে বেশিরভাগ সদস্যই নিরপেক্ষ নয়, সেইজন্য কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। তাই এই প্রসঙ্গ এখন থাক।
পুনশ্চঃ ওই দেখো আমি এই লেখাটা পোস্ট করতে করতেই আরেক বঞ্চিত বা** টেলিগ্রাম আইডি দিয়ে একটা নতুন থ্রেড খুলে ফেললো। একটু আগে কি বললাম তোমাকে? এরা সবাই রক্তবীজ। তাছাড়া এইসব দৃষ্টি আকর্ষণ ফাকর্ষণ থ্রেডে ওরা ঢোকার প্রয়োজন বোধ করে না, তাই এগুলো কিছুই চোখে পড়ে না ওদের। যদি সত্যিই ওদের দৃষ্টি আকর্ষণ করাতে চাও তাহলে Jupiter10 এর থ্রেডে গিয়ে এইসব লেখো অথবা Bumba_1 এর থ্রেডে গিয়েও লিখতে পারো .. তার কারণ এখানকার বেশিরভাগ পাঠক এই দুটি থ্রেডই তো ফলো করে দেখি।
Bengali moderator তুমিই হয়ে যাও না please, তুমি হতে চাইলে কেউ বাধা দেবে না। তুমি একজন suitable person মডারেটর হওয়ার জন্য, কারণ তুমি neutral please please please