04-01-2023, 03:13 PM
পাঁচী মাঝিকে দেড় লাখ টাকা গুনে দেয় আর বলে ‘সরকার না বলা পর্যন্ত তুমি আর সাগরে মাছ ধরতে যাবেনা। সরকার বলার পর যাবে’।
মাঝি- ‘আচ্ছা রানীমা, আপনি যা বলবেন তাই হবে’। এই বলে পাঁচীকে কুর্ণিশ করে চলে যায়।
মাঝি চলে যাওয়ার পর বাবুল পাঁচীকে বলে ‘এতো দিন মহেশখালী থাকি, ব্যাবসা করি, অথচ এই স্মাগলিংয়ের কিছুই জানিনা! কোটি কোটি টাকার ব্যাবসা!!!’
পাঁচী- ‘তুমি কি মনে কর, এই ব্যাবসা কি করা উচিৎ’?
বাবুল –‘একটা জটিল প্রশ্ন করেছেন মা, এই ব্যাবসায় শত শত কোটি টাকার ব্যাবসা, অনেক মুনাফা, মহাজনদের যেমন লাভ মাঝিদের অতো না হলেও অনেক লাভ। এই লাভের লোভের গলা টিপা ধরা অনেক কষ্ট। কিন্তু একজন মানুষ হিসাবে এই মাদকের স্মাগলিং ব্যাবসা কোনোমতেই করা যায়না, করা উচিৎ না’।
পাঁচী –তুমি তোমার ওস্তাদ জেলেরে খবর দাও। আমি তার সাথে কথা বলব’।
মাঝি- ‘আচ্ছা রানীমা, আপনি যা বলবেন তাই হবে’। এই বলে পাঁচীকে কুর্ণিশ করে চলে যায়।
মাঝি চলে যাওয়ার পর বাবুল পাঁচীকে বলে ‘এতো দিন মহেশখালী থাকি, ব্যাবসা করি, অথচ এই স্মাগলিংয়ের কিছুই জানিনা! কোটি কোটি টাকার ব্যাবসা!!!’
পাঁচী- ‘তুমি কি মনে কর, এই ব্যাবসা কি করা উচিৎ’?
বাবুল –‘একটা জটিল প্রশ্ন করেছেন মা, এই ব্যাবসায় শত শত কোটি টাকার ব্যাবসা, অনেক মুনাফা, মহাজনদের যেমন লাভ মাঝিদের অতো না হলেও অনেক লাভ। এই লাভের লোভের গলা টিপা ধরা অনেক কষ্ট। কিন্তু একজন মানুষ হিসাবে এই মাদকের স্মাগলিং ব্যাবসা কোনোমতেই করা যায়না, করা উচিৎ না’।
পাঁচী –তুমি তোমার ওস্তাদ জেলেরে খবর দাও। আমি তার সাথে কথা বলব’।