04-01-2023, 02:33 PM
এর ২ দিন পর পাঁচীর এক ট্রলার সাগর থেকে মাছ ধরে ফিরে আসে। বিকালে ট্রলারের মাঝি পাঁচীর সাথে দেখা করতে আসে। পাঁচী বাবুলকে ডেকে আনে।
মাঝি সাথে করে বাজারের ব্যাগ ভরে কিছু নিয়ে এসেছে।
বিভিন্ন কথা বার্তার পর মাঝি পাঁচীর কাছে ব্যাগটা দিল আর বলল এখানে দেড় কোটি টাকা আছে।
পাঁচী অবাক হয়ে জিজ্ঞাসা করল ‘কিসের টাকা’।
মাঝি- ‘সত্য বলছি রানীমা এই কয় টাকাই কন্টাক্ট ছিল’।
বাবুল এতক্ষণ এদের কথা শুনছিল, সে কোনো কথা বলে নাই। সে এখন বলল ‘আমি তো শুনলাম আরো বশি ছিল’।
মাঝি- ‘কাঁদো কাঁদো হয়ে বলল ‘সরকার আমার মরা মায়ের কসম দেড় কোটি টাকাই কন্টাক্ট ছিল। পুরা দেড় কোটি টাকাই এই ব্যাগে আছে। আমার কমিশনের দেড় লাখ টাকাও এইখানে আছে’।
বাউল- ‘আপনার কমিশনের টাকা রাখেন নাই কেন’?
মাঝি- ‘আমি রানীমারে প্রথম এই পাউডারের খ্যাপ এনে দিলাম তাই রানীমা কমিশন তার হাত দিয়ে দিবে, আমি রাখি নাই’।
বাবুল- ‘এই বার কি পাউডার আনছিলেন’?
মাঝি- ‘বার্মিজ পাউডার, শালারা ভেজাল মিশায় তাই মাঝিগোরে লাভ বেশি দেয়’।
বাবুল- ‘আপনারা ভেজাল মিশান না’?
মাঝি- ‘আমরা ঐ প্যাকেটে হাত দিলে চ্যানেলের মুখে আমাদের লাশ ভাসবে। তাই কোনো মাঝি পাউডারে হাত দেয় না’।
বাবুল- ‘কারা পাউডারে ভেজাল মিশায় না’?
মাঝি- ‘ফিলিপাইনের পার্টি পাউডারে ভেজাল মিশায় না, তাই অরা কমিশনও কম দেয়। মাত্র ১০%’।
বাবুল –‘শোনলাম বার্মিজরা কমিশন বাড়াইছে’।
মাঝি আবার কেদে দেয়- ‘না সরকার আমি কসম কাটছি বার্মিজরা ২০% কমিশনই দেয়। পাউডার হউক আর ‘বাবা’ হউক, যাই হউক না কেন কমিশন ২০%। আর এই ট্রিপে আমি সাড়ে সাত কোটি টাকার পাউডার আনছি। কোনো ‘বাবা’ আনি নাই’।
বাবুল –‘আচ্ছা মাল বেশি ঢোকে কাদের? বার্মিজদের না ফিলিপিন্সদের’?
মাঝি- ‘বার্মিজদের মালে কমিশন বেশি তাই মাঝিরা বার্মিজদের ক্ষ্যাপ দিতে বেশি পছন্দ করে। ফিলিপাইনাগো মালে কমশন কম তাই মাঝিরা ফিলিপাইনাগো ক্ষ্যাপ বেশি পছন্দ করেনা। আবার বার্মিজরা ফিলিপাইনাগো ব্যাবসা করতে দিতে চায়না। পিডাই পাডাই ধাওয়াই দেয়, বাড়ির কাছে তো’।
বাবুল মাঝিকে বলে ‘আচ্ছা আপনার সাথে অনেক কথা হলো, আপনি রানীমার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে যান’।
মাঝি সাথে করে বাজারের ব্যাগ ভরে কিছু নিয়ে এসেছে।
বিভিন্ন কথা বার্তার পর মাঝি পাঁচীর কাছে ব্যাগটা দিল আর বলল এখানে দেড় কোটি টাকা আছে।
পাঁচী অবাক হয়ে জিজ্ঞাসা করল ‘কিসের টাকা’।
মাঝি- ‘সত্য বলছি রানীমা এই কয় টাকাই কন্টাক্ট ছিল’।
বাবুল এতক্ষণ এদের কথা শুনছিল, সে কোনো কথা বলে নাই। সে এখন বলল ‘আমি তো শুনলাম আরো বশি ছিল’।
মাঝি- ‘কাঁদো কাঁদো হয়ে বলল ‘সরকার আমার মরা মায়ের কসম দেড় কোটি টাকাই কন্টাক্ট ছিল। পুরা দেড় কোটি টাকাই এই ব্যাগে আছে। আমার কমিশনের দেড় লাখ টাকাও এইখানে আছে’।
বাউল- ‘আপনার কমিশনের টাকা রাখেন নাই কেন’?
মাঝি- ‘আমি রানীমারে প্রথম এই পাউডারের খ্যাপ এনে দিলাম তাই রানীমা কমিশন তার হাত দিয়ে দিবে, আমি রাখি নাই’।
বাবুল- ‘এই বার কি পাউডার আনছিলেন’?
মাঝি- ‘বার্মিজ পাউডার, শালারা ভেজাল মিশায় তাই মাঝিগোরে লাভ বেশি দেয়’।
বাবুল- ‘আপনারা ভেজাল মিশান না’?
মাঝি- ‘আমরা ঐ প্যাকেটে হাত দিলে চ্যানেলের মুখে আমাদের লাশ ভাসবে। তাই কোনো মাঝি পাউডারে হাত দেয় না’।
বাবুল- ‘কারা পাউডারে ভেজাল মিশায় না’?
মাঝি- ‘ফিলিপাইনের পার্টি পাউডারে ভেজাল মিশায় না, তাই অরা কমিশনও কম দেয়। মাত্র ১০%’।
বাবুল –‘শোনলাম বার্মিজরা কমিশন বাড়াইছে’।
মাঝি আবার কেদে দেয়- ‘না সরকার আমি কসম কাটছি বার্মিজরা ২০% কমিশনই দেয়। পাউডার হউক আর ‘বাবা’ হউক, যাই হউক না কেন কমিশন ২০%। আর এই ট্রিপে আমি সাড়ে সাত কোটি টাকার পাউডার আনছি। কোনো ‘বাবা’ আনি নাই’।
বাবুল –‘আচ্ছা মাল বেশি ঢোকে কাদের? বার্মিজদের না ফিলিপিন্সদের’?
মাঝি- ‘বার্মিজদের মালে কমিশন বেশি তাই মাঝিরা বার্মিজদের ক্ষ্যাপ দিতে বেশি পছন্দ করে। ফিলিপাইনাগো মালে কমশন কম তাই মাঝিরা ফিলিপাইনাগো ক্ষ্যাপ বেশি পছন্দ করেনা। আবার বার্মিজরা ফিলিপাইনাগো ব্যাবসা করতে দিতে চায়না। পিডাই পাডাই ধাওয়াই দেয়, বাড়ির কাছে তো’।
বাবুল মাঝিকে বলে ‘আচ্ছা আপনার সাথে অনেক কথা হলো, আপনি রানীমার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে যান’।