04-01-2023, 11:15 AM
এই উপন্যাসের সেরা পর্ব গুলির মধ্যে অবশ্যই এটি স্থান পাবে। দুটি আপডেটের মধ্যে দিয়ে খুব গুছিয়ে এবং সুন্দর করে বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে।
অনাদিবাবুর কান্না এবং শেষে ক্ষোভে ফেটে পড়ার বিষয়টা পড়ে খুব খারাপ লাগলো। বিপথে চলে গিয়ে তার স্ত্রী তো অনেকদিন আগেই সংসারটা ভাসিয়ে দিয়েছিল, এখন পৃথিবী ছেড়ে চলে গিয়ে চিরজীবনের মতো একা করে দিল তাকে। সুজাতা আর ডাক্তার দাশগুপ্তর রেজিস্ট্রি ম্যারেজ এবং তাদের ফুলশয্যার দৃশ্য নিজের সাবলীল লেখনীতে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছ। তোমার ভাষাজ্ঞান সত্যিই অতুলনীয়। হিয়ার সঙ্গে গোগোলের প্রথমে ফোনে বার্তালাপ এবং পরে প্রেমের জোয়ারে ভেসে গিয়ে দুজনের মিলনের যে বর্ণনা তুমি করেছ তা যে কোনো মেইনস্ট্রিমের বড় মাপের লেখককে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। তবে এত সুন্দর একটা সিকুয়েন্সে পরেও গোগোলের মনে সুখ নেই কেন সেটাই বড় প্রশ্ন। সবশেষে টগরের কথাগুলো, যা গোগোলের বুকে তীরের মত বিঁধেছে, দুর্দান্তভাবে লেখা হয়েছে পুরো বিষয়টা। আমার ধারণা যদি ঠিক হয়, তবে এবার বোধহয় সত্যিই গোলকধাঁধায় পড়লো আমাদের গোগোল।
অনাদিবাবুর কান্না এবং শেষে ক্ষোভে ফেটে পড়ার বিষয়টা পড়ে খুব খারাপ লাগলো। বিপথে চলে গিয়ে তার স্ত্রী তো অনেকদিন আগেই সংসারটা ভাসিয়ে দিয়েছিল, এখন পৃথিবী ছেড়ে চলে গিয়ে চিরজীবনের মতো একা করে দিল তাকে। সুজাতা আর ডাক্তার দাশগুপ্তর রেজিস্ট্রি ম্যারেজ এবং তাদের ফুলশয্যার দৃশ্য নিজের সাবলীল লেখনীতে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছ। তোমার ভাষাজ্ঞান সত্যিই অতুলনীয়। হিয়ার সঙ্গে গোগোলের প্রথমে ফোনে বার্তালাপ এবং পরে প্রেমের জোয়ারে ভেসে গিয়ে দুজনের মিলনের যে বর্ণনা তুমি করেছ তা যে কোনো মেইনস্ট্রিমের বড় মাপের লেখককে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। তবে এত সুন্দর একটা সিকুয়েন্সে পরেও গোগোলের মনে সুখ নেই কেন সেটাই বড় প্রশ্ন। সবশেষে টগরের কথাগুলো, যা গোগোলের বুকে তীরের মত বিঁধেছে, দুর্দান্তভাবে লেখা হয়েছে পুরো বিষয়টা। আমার ধারণা যদি ঠিক হয়, তবে এবার বোধহয় সত্যিই গোলকধাঁধায় পড়লো আমাদের গোগোল।