04-01-2023, 09:34 AM
(03-01-2023, 10:37 PM)Baban Wrote:প্রথম ভাগ টুকু যদি বাদ দি তবে অবশিষ্ট প্রতিটা ভাগ দুর্দান্ত। তারমানে এটা নয় যে প্রথম অংশটা দারুন নয়। সেটা এক চলমান গল্পের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আজকের বাকি লেখা গুলো অন্যতম সেরা লেখা হয়ে থাকবে তোমার সৃষ্টির। মিলন তিথির পূর্ণিমা চাঁদ যেভাবে অন্ধকার ঘুচিয়ে আলো প্রবেশ করালো দুই মানব জীবনে থুড়ি চার জনের জীবনে সেটা সত্যিই সুন্দর। হিয়ার রাগ আর গোগোল বাবুর তাকে মানানোর অংশটা বড্ড মিষ্টি।♥️♥️
আর শেষের টগরের আর গোগোলের অংশটা হয়তো জন্ম দিলো এই কাহিনীর নতুন এক ভাগের। জীবন স্রোতে লড়াইয়ের পাশাপাশি আজ সত্যিই বোধহয় গোগোল পড়লো গোলোকধাঁধায়।
খুব সুন্দর করে বললে, অনেক ধন্যবাদ সঙ্গে থাকো